আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। এই পোস্টে আমি যে App টি নিয়ে কথা বলবো সেটির মাধ্যমে আপনারা আপনাদের ফোনে থাকা সকল মেসেজ এবং কল লগ একটি ফাইলে বেকআপ করে রাখতে পারবেন। তার সাথে সেগুলো Transfer ও করতে পারবেন। এছাড়াও সেগুলো Google Drive, One drive,Dropbox,WebDav তেও আপলোড করে রাখতে পারবেন backup করার সাথে সাথে। আপনি চাইলে daily /weekly / hourly automatic schedule করে backup করে রাখার সুবিধাও পাবেন। সেগুলো চাইলে Print করেও রাখতে পারবেন। Print বলতে যারা মোবাইল ডিভাইস ব্যবহার করছেন তারা আলাদা আলাদা করে সেগুলো Pdf আকারে Save করে রাখতে পারবেন। এছাড়াও চাইলে specific ভাবে যেগুলো conversation ইচ্ছা সেগুলোও বেকআপ করে রাখতে পারবেন।

 

 App Name : Sms Backup And Restore Pro
App Link (PRO VERSION) : REXDL

(আমি Pro Version এর Link দিয়ে দিচ্ছি এতে Ads আসবে না)

যারা বুঝেননি তাদের নিচে স্ক্রিনশট দিয়ে দিলামঃ

আশা করি এই App টি আপনাদের অনেক কাজেই লাগবে। যারা মোবাইল ফোন Restore দেওয়ার সময় নিজের গুরুত্বপূর্ণ মেসেজগুলো হারাতে ভয় পান বা মোবাইল চুরি হয়ে গেলে বা কোনো দূর্ঘটনা ঘটে গেলে এ সমস্ত কল/মেসেজের ডেটাগুলো হারাতে যেন না হয় তার সলিউশন দিবে এই এপ্লিকেশনটি। আমি প্রত্যেকবার মোবাইল Restore দেওয়ার আগে সব এই App এর মাধ্যমে Backup করে রেখে দিই। যারা জানেন না তাদের জন্যে অনেক সাহায্য করবে। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ভালো না লাগলে নেগেটিভ কমেন্ট করার কোনো প্রয়োজন নেই।

খুবই ছোট্ট একটী পোস্ট আমি জানি। কিন্তু এটা নিয়ে বলার বেশিকিছু নেই। এপটির ফিচার আছে অনেক ভালো ভালো। যেমনঃ ব্যাকআপ করার সময় আপনাকে বলে দিবে কোথায় রাখলে ভালো হবে ব্যাকআপ গুলো। আমি রিকমেন্ড করবো কোনো ক্লাউড স্টোরেজে রাখার যেমনঃ গুগল ড্রাইভ বা মেগা কিংবা টেলিগ্রামে যদিও টেলিগ্রামে রিস্কটা অন্য দুইটার চেয়ে বেশি। তাই বলবো ক্লাউড স্টোরেজে রাখাটাই better।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

7 thoughts on "কিভাবে আপনার ফোনের সকল Message & Calls এর Backup নিবেন আজীবনের জন্যে?"

  1. Avatar photo Aziz Contributor says:
    ফোন রিসিট দেওয়ার পর কি ব্যাকাপ করা কল লগ গুলো আবার ফোনের ডিফল্ট কল লগে আসবে?
    1. Avatar photo Helim Hasan Akash Contributor says:
      ji xml import korte hobe
    2. Avatar photo 4HS4N Author Post Creator says:
      HAE JA JA AGE JEVABE CHILO SHOB EK E VABE ASHBE
  2. Avatar photo Firoz Mahmud Contributor says:
    ২০১৬-১৭ সাল থেকে ব্যবহার করে আসছি, অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ একটা অ্যাপস .
    1. Avatar photo 4HS4N Author Post Creator says:
      HAE AMIO ONEK BOCHOR DHORE USE KORCHI ONEK VALO
  3. Avatar photo Sajid Blue Author says:
    এপটা অনেক কাজের আমি নিজে ব্যবহার করেছি
    1. Avatar photo 4HS4N Author Post Creator says:
      JI DHONNOBAD APNAR MOTAMOT ER JONNE

Leave a Reply