আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আগের পোস্টে দেখিয়েছি কিভাবে গেইম মোড করতে হয় । আজ তারপর থেকে শুরু করছি
১, প্রথমে App Cloner দিয়ে mod করা Gunship Strike অ্যাপ চেক করি । এই দেখুন আনলিমিটেড কয়েন আছে
২, এখন অ্যাপ ক্লোনার এ গিয়ে CLONES আইকনে ক্লিক করে ত্রিডট মেনুতে ক্লিক করি
৩, Export app data তে ক্লিক করে, ok করি
৪, একটি ফোল্ডারে ফাইলটি সেইভ করি
৫, এরকম হলে Done
৬, এখন START করলে এরকম আসবে
৭, অ্যাপ ক্লোনারে গিয়ে OK করি
৮, এখন Gunship Strike অ্যাপ এ যাই
৯, Storage options ➤ Bundle app data সিলেক্ট করি
১০, ঠিক চিহ্ন দিয়ে Gunship Strike.data ফাইলটি সিলেক্ট করি
১১, হয়ে গেছে
১২, এখন ক্লোন আইকনে ক্লিক করে ক্লোন করি
১৩, ক্লোনিং শেষে INSTALL APP এ ক্লিক করি
১৪, আগেরটা আনইন্সটল করতে হবে
১৫, নতুনটা ইন্সটল হলে LAUNCH এ ক্লিক করি
১৬, START এ ক্লিক করি
১৭, দেখুন App এ ডাটা সেইভ হয়েছে
১৮, এখন নতুন অ্যাপ সেইভ করি, তাহলে সবাইকে এই ডাটা সহ অ্যাপ দিতে পারবেন । এজন্য CLONES আইকনে ক্লিক করে ত্রিডট মেনুতে ক্লিক করি
১৯, একটু নিচে সেইভ অপশনে ক্লিক করি
২০, যেকোনো ফোল্ডার সিলেক্ট করে সেইভ করি
২১, সেইভ হয়ে গেছে
২২, এখন App Cloner, Gunship Strike এগুলো আনইন্সটল করে দিই । এবং মাই ফাইলে গিয়ে যে ফোল্ডারে সেইভ করেছি সেখানে গিয়ে Gunship Strike mod অ্যাপটি ইন্সটল করি
২৩, এই দেখুন মোড অ্যাপে ডাটা সেইভ হয়েছে
এইভাবে আপনি অধিকাংশ অ্যাপের ডাটা সেইভ করে মোড করতে পারেন
১, Mod করা Gunship Strike App ডাউনলোড করে নিতে পারেন গুগল ড্রাইভ / টেলিগ্রাম থেকে
২, আশা করি, টিউটোরিয়াল টি আপনার কাজে লাগবে
৩, আর কি কি এমন টিউটোরিয়াল লাগবে কমেন্ট এ জানাতে পারেন
এটা নিয়ে একটা পোষ্ট করুন ভাইয়া প্লিজ ভাইয়া।