আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।

আজকের পোস্টের ব্রিলিয়ান্টের নতুন ইউজারদের জন্য একটি অসাধারণ অফার শেয়ার করব, যেখানে ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে নতুন ইউজারদেরকে ১ম রিচার্জে ২০ টাকায় ৫৭ মিনিট দিচ্ছে! সাথে আনলিমিটেড মেয়াদ! অর্থাৎ এটার মেয়াদ কখন ও শেষ হবে না।

এটা শুধুমাত্র নতুন ব্রিলিয়ান্ট ব্যবহারকারীদের জন্য, যারা এর আগে ব্রিলিয়ান্টে থেকে কোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেন নাই।

তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন!

আগেই বলে দেই যারা অলরেডি ব্রিলিয়ান্ট এ রেজিস্টার করছেন, তারা কিন্তু এই বোনাস টি পাবেন না।

প্র্যহ নিচের লিংক থেকে ব্রিলিয়ান অ্যাপটি ডাউনলোড করে নিন:

https://play.google.com/store/apps/details?id=com.brilliant.connect.com.bd

ব্রিলিয়ান্ট অ্যাপটি ইনস্টল করা শেষে এরপর ওপেন করে

নিন !

এরপর এখানে আপনার ফোন নাম্বার দিন, যে ফোন নাম্বার দিয়ে এর আগে ব্রিলিয়ান্ট অ্যাপে আপনি কোন প্রকার একাউন্ট তৈরি করেন নাই!

 

তারপর এখানে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন

এরপর সেটিংস অপশনে ক্লিক করার পর এন আই ডি অপশন এ ক্লিক করবেন তারপর এখানে আপনার এনআইডি দেবেন আপনি যে কারো এনআইডি কার্ড ব্যবহার করতে পারেন।

এখানে আপনি যে এনআইডি কার্ড টি ব্যবহার করবেন সেই এনআইডি কার্ডের জন্ম তারিখ গুলো উপরে সিলেক্টেড করে দেবেন তারপর এনআইডি কার্ডের নাম্বারটা দ্বিতীয় বক্সে দেবেন , এরপর আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশ এর ছবি উঠিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন।

তারপর এক দুই মিনিটের মধ্যে আপনার এনআইডি কার্ডে ভেরিফাই হয়ে অ্যাকাউন্ট একটিভ হয়ে যাবে।

আইডি কার্ডে এক দুই মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে এবং আপনি একটি নোটিফিকেশন মেসেজ পাবেন তারপর উপরে থেকে মাই ব্যালান অপশনে ক্লিক করে দেবেন

 

এরপর এখান থেকে এক ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন

 

তারপর উপরে 20 টাকা রিচার্জ করার জন্য ২০ লিখবেন।

এরপর আরো চার থেকে পাঁচ মিনিট বোনাস নেওয়ার জন্য আপনাকে ব্রিলিয়ান্টের অ্যাপের মধ্যে একটি প্রোমো কোড ব্যবহার করতে হবে।

প্রোমো কোড : KJSTTN

এটি ব্রিলিয়ান্ট অ্যাপের অফিসিয়াল প্রোমো কোড । এটি ব্যবহার না করলে আপনাকে বাড়তি বোনাস গুলো দেবে না। সুতরাং বোনাস পেতে হলে অবশ্যই এই প্রমো কোডটি ব্যবহার করতে হবে তারপর রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন।

 

তারপর এখানে পেমেন্ট করার জন্য অনেকগুলো পেমেন্ট অ্যাপ সো করবে সব থেকে ভালো হয় আপনি দুই নাম্বার বিকাশ পেমেন্ট অপশন এ ক্লিক করবেন এখান থেকে খুব তাড়াতাড়ি এবং ইজিলি পেমেন্টগুলো করা যায়।

দ্বিতীয় অপশনে ক্লিক করার পর আপনার নাম্বার দেবেন তারপর বিকাশ থেকে ওটিপি আসবে সেটা বসিয়ে দিয়ে তারপর পিন দেবেন, এরপর কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে আপনার একাউন্টে ব্যালেন্স এড হয়ে যাবে।

আমি অলরেডি এই অ্যাপ থেকে একবার বোনাস নিয়েছি এই কারণে বোনাসের নেওয়ার অপশন তো এখন আসতেছে না আপনাদের ক্ষেত্রে আসবে।

তো আজকের পোস্ট এ পর্যন্তই আল্লাহ হাফেজ।

8 thoughts on "Brilliant Connect App এ নতুন ইউজারদের জন্য নতুন অফার, প্রথম Recharge এ ২০ টাকায় কথা বলুন ৫৭ মিনিট সাথে আরো ৪ munite বোনাস সহ LifeTime মেয়াদ, নাম্বার গোপন রেখে কল করুন।"

  1. Avatar photo Md Mahabub Khan Author says:
    কি কমু ভাই।
    এক মাস আগে ২০ টাকা রিচার্জ করছি। এখনো ব্যবহার করি শেষ হওয়ার নাম নাই।
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Md Mahabub Khan humm thik bolchen joss Ekta app aita 😎
  2. Avatar photo Shahin803 Contributor says:
    মালয়েশিয়া থেকে কি ভাবে ব্যবহার করবো ,
    জানাবেন,,,
    1. Avatar photo Shofikul Islam Author Post Creator says:
      @Shahin803 , আপনি আপনার বাবা বা মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে তাদের সিম নাম্বার দিয়ে বাসার কাউকে অ্যাকাউন্ট তৈরি করতে বলবেন। তারপর যে নাম্বার দিয়ে একাউন্টে তৈরি করবে, সেই নাম্বারটা দিয়ে আপনি ব্রিলিয়ান অ্যাপ ডাউনলোড করার পর লগইন করবেন। লগইন করলে বাংলাদেশের যে সিম দিয়ে একাউন্টে তৈরি করছে, সেখানে ওটিপি যাবে . সেই ওটিপি বসিয়ে দিয়ে আপনি আবার লগইন করবেন। তাহলে আপনি বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন।
  3. Avatar photo Khabirul Contributor says:
    Dhur miya sob kicu kore 1 minit kotha koilam 0.42 bdt katlo
  4. Avatar photo tanver583 Contributor says:
    এই অ্যাপ tar কেউ ভিপিএন ডিটেকেট বাইপাস করে দিতে পারবেন?
  5. Naeem Ashraf Contributor says:
    ব্রিলিয়ান্ট, আলাপ, আম্বার আইটি সব ই ইউজ করে দেখলাম
    লাস্ট মান্থ থেকে বাংলা কল ইউজ করি ৩০ পয়সা মিনিট
    এক্সট্রা কোনো ভ্যাট নাই
    কল কোয়ালিটি আলাপ ব্রিলিয়ান্ট থেকে হাজারগুন ভালো
    আর সবচেয়ে ভালো লেগেছে ভিপিএন ডিটেকশন নাই
    প্রবাসীদের জন্য সবচেয়ে সেরা কলিং এপ
    1. Sakaf Al Jabir Contributor says:
      Website ta ghure dekhlam. Oder About Us section er question er ans shob abol tabol lekha. Kono Privacy Policy nai. Shady website

Leave a Reply