Hellow Friends, আমি Nahidul Islam Sagor Srk. 
আমরা অনেকেই BOX OFFICE COLLECTIONS বুঝি না। আমি আজ আপনাদের তা অনেক সহজ করে দিবো।
তবে সর্বপ্রথম বলি এই পোস্টের বাংলা পোস্ট কোথাও নেই তাই কপি করলে অবশ্যই ক্রেডিট দিবেন।
এটির অধিকাংশই আমার হাতে লিখা (2hrs) ধরে। এবার কাজের কথায় আসি
.
ভারতীয় বক্স অফিসের রায় সাধারণত বিভ্রান্তিকর ব্যাপার। :/ কয়েকটি চলচ্চিত্রকে বিভিন্ন Website বা Media ব্লকবাস্টার বললেও, তারা কিন্তু শুধুমাত্র HIT বা SEMI-HIT হয়। :p
আপনারা অনেকেই বিস্মিত হতে পারেন যে কোনো চলচ্চিত্রকে কোন ভিত্তির উপর কি রায় দেওয়া হয়। O.o
অর্থাৎ কিভাবে মুভির Trade(বাণিজ্য) ঐ মুভিকে HIT, AVERAGE, DISASTER, FLOP, SUPER-HIT, BLOCKBUSTER হিসাবে সংজ্ঞায়িত করে।
আশা করি আমার এই পোস্টের লেখা পড়লে আপনাদের অনেক ভ্রান্ত ধারনা এবং সব সন্দেহ পরিষ্কার হবে।
★ Gross Collections – বক্স অফিসে ঐ মুভির মোট সংগ্রহ।
★ Nett Gross (মোট আসল) – মোট বা GROSS বাদে বিনোদন ট্যাক্স হয়, যা সাধারণত প্রায় 30% হয়। যখন সরকার একটি নির্দিষ্ট চলচ্চিত্রের TAX ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়, এটি কর-মুক্ত হয়। ফলে কোনো বিনোদন-কর PRODUCERS / DISTRIBUTES দের দিতে হয় না।
★ FLOP – যদি মুভিটি তার মোট বিনিয়োগের অর্থ পুষিয়ে তুলতে না পারে মুভি PRODUCERS বা DISTRIBUTES এর দ্বারা তবে তাকে FLOP বলে।
★ Average (গড়) – যদি কোনো মুভি কোনোভাবে এর খরচ পুষিয়ে নিতে পারে তবে তাকে Average fare বা গড় ভাড়া বলে।
★ SEMI-HIT : যখন একটি চলচ্চিত্র দ্বিগুণ ব্যবসা করে ডিস্ট্রিবিউটরের বিনিয়োগ করা অর্থ থেকে তবে এটিকে SEMI-HIT বলে।
★ HIT : যখন একটি চলচ্চিত্র দ্বিগুণের থেকে কিছু বেশি ব্যবসা করে ডিস্ট্রিবিউটরের বিনিয়োগ করা অর্থ থেকে তবে এটিকে HIT বলে।
★ SUPER-HIT : যখন একটি চলচ্চিত্র দ্বিগুণ এর চেয়ে অনেক বেশি ব্যবসা করে ডিস্ট্রিবিউটরের বিনিয়োগ করা অর্থ থেকে তবে এটিকে SUPER-HIT বলে।
★ BLOCKBUSTER: যখন একটি চলচ্চিত্র তিনগুণ ব্যবসা করে ডিস্ট্রিবিউটরের বিনিয়োগ করা অর্থ থেকে তবে এটিকে BLOCKBUSTER বলে।
★ ALL TIME BLOCKBUSTER : যখন একটি চলচ্চিত্র তিনগুণ এর চেয়ে অধিক অর্থাৎ 300% ব্যবসা করে ডিস্ট্রিবিউটরের বিনিয়োগ করা অর্থ থেকে তবে এটিকে ALL TIME BLOCKBUSTER বলে। :-*
6 thoughts on "বক্স অফিস কালেকশন কি? জানুন খুব সহজে :) By #NahidulSRKian"