আমি গিয়াস।আমি ট্রিকবিডিকে অনেক ভালোবাসি।টাইটেল দেখে হয়ত আপনারা বুঝছেন আজকের পোস্টের উদ্দেশ্য। চলুন শুরু করা যাক।
প্রথমে নিচের লিংক থেকে এ্যপ Download Here By Gias
★এখন App Install করার পর Open করুন।
★এখন GIF MAKER লেখা আসবে সেখানে ক্লিক করুন।
★এখন একটি সাদা পেইজ আসবে সেখান থেকে আপনি নিদিষ্ট মাপের পটো ফ্রেম বাছাই করুন।
তারপর Apply এ ক্লিক করুন।
★এখন উপরে ফটো দিবার জন্য একটি চিন্হ আছে সেটায় ক্লিক করন। তারপর আপনি সবোচ্চ ১০০ ফটো দিতে পারবেন।তারপর আপনি ফটোগুলো দিয়ে Apply ক্লিক করুন।
★Apply ক্লিক করার পর
মূল পেইজে আসবে সেখান থেকে আপনি স্টিকার লাগাতে পারবেন।
এবার সেভ বাটনে ক্লিক করুন।
★সেভ বাটনে ক্লিক করার পর আপনার ইচ্ছামত সময় বসিয়ে Ok দেন। এবং সেখান থেকে সবার সাথে শেয়ার করুন।
আমার পোস্টে ভুল হলে আমাকে মাফ করবেন।
Share:
যাই হোক, এটা নিয়ে আর কথা বলব না ।
দয়া করে অ্যাপ টার নাম বলুন …..!!