হাই ফ্রেন্ডস,
কেমন আছেন সবাই,
ট্রিকবিডিতে তো ট্রিক ই দেই শুধু এর সাথে কিছু জিনিষ আপনাদের জানা দরকার। তাই আবার আজকের এই পর্বে কিছু সুন্দর টিপস দিলাম জেনে রাখলে কাজে লাগবে মনে করি।

আজকের part এ আমরা আপনাদের প্রতিদিন এর জিবনে কিছু পরিব র্তন নিয়ে কিছু কথা বলব।




০১. আপনি যখন মোবাইলে কোন নাম্বার ডায়াল করেন তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তি ব্যাবহার করে। অর্থাৎ এসময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশন হয়। তাই এসময় মোবাইল কানের কাছে না ধরেই রাখাইভালো।


০২. চা পানের পর পর পানি না পান করা উচিত। এতে দাতেঁর মধ্যকার ফাঁক বেড়ে যায়।

০৩. দরজার পাশে দাড়িয়ে কান খুচাবেননা। কারণটা আশা করি বলা লাগবেনা।


০৪. আপনার টুথব্রাশ প্রতি তিন মাস অন্তর অন্তর বদলান।


০৫. খালি পেটে কলা খাওয়া অনুচিত।

০৬. এক মেয়ের সামনে কখনো সমবয়সী অপর মেয়ের প্রশংসা করবেননা। এমনকি আপনার নানুর সামনে আপনার দাদুর প্রশংসা করবেন না।


০৭. টি.ভি দেখার সময় বাতি বন্ধ করবেননা। বাতি বন্ধ থাকলে টি.ভি হতে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজা-সুজি চোখে আঘাত করে।

০৮. অনেকেই রুম ঠান্ডা রাখার জন্য ফ্যান চালু রাখেন। এটা একটা ভুল ধারণা। আপনার রুমের তাপমাত্রা সবসময় বাইরের সাথে তাপ বিনিময় করে। তাপ সবসময় উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয়। ফলে আপনার রুমের তাপমাত্রা কখনোই একটি নির্দিষ্ট তাপমাত্রার নিচে নামেনা।

০৯. গুরুজনরা তোতলা কাউকে ভ্যাংচাতে নিয়েধ করেন। এতে নাকি যে ভ্যাংচায় তারও তোতলামি হতে পারে। কুসংস্কার ছাড়া আর কিছুই না।

১০. পোড়া স্হানে কখনো বেশিক্ষন বরফ ধরে রাখবেন না। বরফ থেকেও একপ্রকার ইনফেকশান হয়। ঠান্ডা পানি ঢালুন।

১১. যত্র-তত্র টয়লেট ব্যবহার থেকে সাবধান থাকুন। কারণ অনেক যৌন রোগ অসাস্হ্যকর টয়লেট থেকে ছড়ায়।


১২. মনিটরের দিকে টানা আধা ঘন্টার বেশি তাকিয়ে থাকবেননা। কিছুক্ষণের জন্য চোখ ব›ধ রেখে চোখকে রেষ্ট দিন।

১৩. ছোট ভাই-বোনের মতামতকে গুরুত্ব দিন। তাকে নিয়ে তার বন্ধুদের সামনে কখনো হাসাহাসি করবেন না। তার ব্যাক্তিত্ব বিকাশে সমস্যা হতে পারে।

১৪. আপনি যত বড় ক্যাডারই হোন চলন্ত গাড়ির সাথে কখনো ত্যাড়ামি করতে যাবেননা। ঐ বাণীটা শুনেননি, ” চলন্ত গাড়ি এবং নারী হতে সাবধান।” ব্যাস্ত রাস্তার মাঝখানে গিয়ে সামনে পিছে ছোটা-ছুটি করবেননা। হয় সামনে যাবেন নয়তো থেমে যাবেন। পেছনের দিকে যাবেননা।

১৫. বাসে চলা-চলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নামার সময় অবশ্যই অবশ্যই অবশ্যই বাম পা প্রথমে দিয়ে নামবেন। বাস যত দ্রুত চলুক শরীরের কন্ট্রোল রাখতে পারবেন।

১৬. হাঁটার সময় দ্রুত হাঁটুন। শরীরের মেদ ঝরাতে সাহায্য করবে।


১৭. সাতার জানেন না? সাতারটা অবশ্যই শিখে রাখবেন। দেরী করবেন না। কাল থেকেই শুরু করুন। বড় জোর সপ্তাহ তিনেক লাগবে।

১৮. ভাত খাওয়ার মাঝে পানি খাবেননা। খাওয়ার পরিপাকের জন্য মুথে থাকা এনজাইমগুলো চলে যায়।

১৯. দ্রব্য কেনার সময় এক্সপায়েরি ডেট দেখে কিনুন। বাসায় থাকা কোন দ্রব্যেও এক্সপায়েরি ডেট পার হয়ে গেলে তা ফেলে দিন। কিপ্টামী করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

২০. বাম হাতে কাউকে কিছু দেবেন না। আপনার কাছে হয়ত ব্যাপারটা খুবই স্বাভাবিক কিন্তু আরেকজনের কাছে তা চরম বেয়াদবি হতে পারে। বিশেষ করে মুরুব্বিদের কাছে। কি দরকার ঝামেলার।

২১. এতোদিন জানতাম ভারি খাওয়ার পর ফল খাওয়া উচিত। কিন্তু সেদিন জানলাম ব্যাপারটা ঠিক তার বিপরীত। যেহেতু ফল সহজপাচ্য তাই আগে খেলে এটি পরিপাক হয়ে পরের গুরু খাওয়ার পরিপাকের পথ ছেড়ে দেয়।

২২. নিয়মিত নামাজ পড়ুন, মনের অশান্তি দূর হবে।

মানা বা নামানা আপনার বেপার, ভাই আপনারা জিবনে উক্ত নিয়ম মেনে চললে অনেক উপকারে আস্তে পারে বলে আজকের এই part টা দিলাম। আগের Part গুলা নিচে আমার নামের উপর ক্লিক করে দেখে আস্তে পারেন।

কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
→→→→↓↓↓↓↓↓↓↓↓↓
→→→→→♥Mojar Trick♥←←←←←← ভাল লাগলে এখানে ক্লিক করে আমাদের এই Channel টি Subscribe করে রাখুন। ★অনলাইনে আয় করা,নতুন কিছু অজানা ট্রিক,নতুন এপ্স এর সাথে পরিচয় সহ অনেক কিছু আছে।
ঘুরে আসতে পারেন।

সবাই ভাল থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন কিন্তু।

25 thoughts on "২২ টি দারুণ তথ্য জেনে রাখুন ১০০% কাজে লাগবে। (জেনে রাখুন Part 4)"

    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Tnk u Bro
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      অনেক tnk…
  1. Avatar photo AKASH - PRAMANIK Contributor says:
    দরজার পাশে দাড়িয়ে কান খুচাবেননা। কারণটা আশা করি বোল বেন।।।
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      অপরপাশ থেকে যেকারো ধাক্কা লেগে বিপদ হতে পারে৷
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      tnk u
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Same to u
  2. Monirul Islam Contributor says:
    ১৮ নাম্বারে কি বলছেন এইগুলো???
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      tnk u nadir vi
  3. Avatar photo tareng360 Contributor says:
    Good post…….!
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Tnk
    2. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Roman vi pase thakun
  4. Avatar photo Ruman Hasan Author says:
    ভালো লাগলো
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      ওকে বারেক ভাই ভাল লাগলো
  5. Avatar photo Md Jahid Contributor says:
    পোষ্ট টা অন্য কার কেমন লাগছে তা জানি না কিন্তু আমার চরম লাগছে bro…
  6. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
    ভাই আপনাদের ভাল লাগ্লেই আমার কাজ সারথক।
    1. Avatar photo OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Tnk U….so much
  7. Avatar photo Fc Arif Contributor says:
    mitta khota bola nished korlen na..??

Leave a Reply