আমরা সাধারণত ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে থাকি, যার মধ্য ফেসবুক ডিফল্ট ও লাইট এর মধ্য সীমাবধ্য ।  যার ভিতরে আপনার মন মত কাস্টমাইজেশন করতে পারেন না।  না পারারি কথা।  যাই হোক, আপনারা অনেকে হয়ত যানেন যে এই দুটি অ্যাপ্প ছাড়া আরোও কিছু অ্যাপ্প আসে যার মাধ্যমে অ্যন্ড্রয়েড ফেসবুক নিজের মত সাজিয়ে  ব্যবহার করা যায়।  এর মধ্য অন্যতম যে অ্যাপ তার নাম হচ্ছে, ফেলা  ।   প্লেস্টোরে এর দাম 0.99$ এখান থেকে দেখে নিতে পারেন  ।  আর আমি আপনাদের মাঝে পেইড ভার্সন নিয়ে এসেছি।  চলুন দেখে নেওয়া যাক  কি কি আছে এতে,

ফিচারস ঃ  

  • এড মুক্ত
  • ফাস্ট এন্ড লাইট (২ এম।বি)
  • পরিস্কার এবং স্বচ্ছ ইন্টারফেস
  • মোবাইল স্টোরেজ অনেক কম নিবে সাধারন ফেসবুক অ্যাপ এর চেয়ে
  • ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জের এক সাথে
  • ফেসবুকের ভিডিও ডাঊনলোড করে ফোনে রাখতে পারবেন
  • সম্পূর্ণ ভিন্ন সাজের নতুন থীম

কাস্টমাইজেশনঃ 

  • আপনার ইচ্ছা মত কালার করতে পারবেন
  • ইচ্ছা মত ফোন্ট চেঞ্জ করতে পারবেন
  • ইচ্ছা মত ফোন্ট এর কালার চেঞ্জ করতে পারবেন
  • ফোন্ট এর সাইজ চেঞ্জ করতে পারবেন
  • বর্ডার ব্যবহার করতে পারবেন
  • আপনার ডাটা সেফ করতে পারবেন, ডাটা সেফ অন করে
  • ইমেজ লোডিং ব্লক করতে পারবেন।   এবং আরোও অনেক কিছু

 

কিভাবে ডাঊনলোড এবং ইন্সটল করবেনঃ

কিভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক, প্রথমে এখানে ক্লিক করুন 

এবার নিচের ছবির মত পেজ আসবে।  এখান থেকে Free Download  ক্লিক করুন, নিচের লাল দাগ দেওয়া জাগাতে

 

এর পরে নিচের মত পেজ আসবে।  এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে এবং একটি ক্যাপচা পুরুন করতে বলবে।

আপনার অপেক্ষা এবং ক্যাপচা পুরুন হলে, ডাউনলোড বাটনে ক্লিক করুন।  নিচের ছবির মত।

এবার বাকি সব অ্যাপ এর মত ইন্সটল করুন, তার পর ওপেন করুন

 

ওপেন হওয়ার সময় এমন দেখাবে,

এবার নিচের ছবির মত,

এবার, ১. আপনার ফেসবুকের লগিন ইনফো দিন ২. আপনার পাসওয়ার্ড দিন ।  তার পরে নিচের মত আসবে

এবার লাল দাগ দেওয়া সেটিং মেনুতে ক্লিক করুন, নিচের ছবির মত দেখতে পাবেন

সবুজ রঙ এর বক্সটি হচ্ছে, আপনি যদি ফেসবুকের বিজ্ঞাপন দেখতে না চান তাহলে অফ করে দিন।

লাল ১, আপনি কি রঙ বা থীম নিতে চান এখান থেকে নিতে হবে

লাল ২, ফেসবুকের লেখার স্টাইল পরিবর্তন করার জন্য

লাল ৩, লেখার রঙ কি নিতে চান সেটা দিন

লাল ৪, লেখার সাইজ কত নিবেন

 

আরও অনেক ফিচারস আসে আপনি নিজেই সে গুলো বুঝতে পারবেন।

তো আজকের মত এখানে বিদায়, কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে অব্যশই জানাতে ভুলবেন না।   সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপডেটেড থাকুন।

14 thoughts on "আপনি কি অ্যান্ড্রয়েড ফেসবুক ইউজার ? ফেসবুকের নীল সাদা থীমে বিরক্ত হয়ে যাচ্ছেন ? এবার ব্যবহার করুন আপনার মনমত থীম,ফোন্ট,ফোন্ট কালার,সাইজ এবং আরোও অনেক কিছু।"

  1. Avatar photo MK Alimul Islam Author says:
    Nice but you should also add the ss of a changed theme of facebook.
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      Onk popular app to tai ar dei
  2. Avatar photo AnowarZ Contributor says:
    customize kora fb er ss den
    . r id hack howar chance ase?
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      No. Play Protect verify. link theke ghure ashun tahole bujhte parbn .
  3. Avatar photo Owakil Hossain Contributor says:
    সাবধান সবাই অাইডি হ্যাক হতে পারে
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      ব্রো, আই ডি যদি হ‍্যাক হত ১০০০০ মানুষ টাকা দিয়ে এই টা কিনত না
    2. Avatar photo Ex Programmer Contributor says:
      কিন্তুু এটাতো প্লেস্টোরে পেইড,আমরাতো ওয়েবসাইট থেকে ডাউনলোড দিবো, তাহলেPlay protected হইলো?
    3. Avatar photo ?? Ahad ?? Author says:
      কথায় Point আছে 🙂
    4. Avatar photo Masum Khan Author Post Creator says:
      মন্তব্য করার জন্য ধন্যবাদ।
    5. Avatar photo Masum Khan Author Post Creator says:
      হা হা হা, ব্রো । প্লে স্টোর থেকে আপনি যখন কোন App টাকা দিয়ে কিনে সবার সাথে শেয়ার করবেন তখন কিন্তু আর টাকা দিয়ে কিনতে হবে না। সবাই আপনার থেকে ফ্রি তে নিবে। আশা করি বুঝতে পেরেছেন।
    6. Avatar photo Raju Das Rudro Author says:
      আপনার কথার সাথে একমত @Masum Khan
  4. Avatar photo My_idiea Contributor says:
    এটা কি এ্যাপ এ ঢুকে fb use করতে হবে
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      তো আপনি কি ভেবেছেন?
    2. Avatar photo My_idiea Contributor says:
      bujhlam etai vabchi but jodi eta diye edit korar por browser diye dhukleu oirokom hoto tahole kaje lagto

Leave a Reply