##আসসালামুআলাইকুম।

##সকলে আশা করি ট্রিকবিডির সাথে থেকে ভালোই আছেন।

##ভালো থাকারই কথা,প্রযুক্তি সম্পর্কিত যদি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম থাকে তাহলে ট্রিকবিডি তার মধ্যে অন্যতম।

##আর ট্রিকবিডির সকলের জন্য একটি কথা,যারা পোষ্টটি ভিউ করবেন তারা ধীরে ধীরে পুরো পোষ্ট ভালভাবে পোষ্ট অনুযায়ী কাজ করবেন।
##তবুও না বুঝলে কমেন্ট করতে পারেন।

##অযথা কমেন্ট করে ট্রিকবিডির পরিবেশ নষ্ট না করাই ভালো বলে মনে করি।
অনেক বলে ফেললাম আসুন এখন চলে যাই মূল পোষ্টে……
#এটি খুব সহজ একটি ট্রিক,এই সিস্টেমটা অন করলে আপনি একটি ডিসপ্লেতে দুটি আইকন দেখতে পারবেন।
এজন্য Developer অফশনটা থাকা লাগবে।

Developer অফশনটা কিভাবে অন করতে হবে সেটি নিয়ে ট্রিকবিডিতে পোষ্ট করা আছে।
এজন্য আমি পোষ্টটি আবার করলাম না।
এখন আসুন মূল ট্রিকে চলে যাই:
Proof:


.. এরকম..
#তো শুরু করা যাক…
#প্রথমে Settings এ যান..

#তারপর Developer option এ যান..

#তারপর নিচে ওখানে যান..

#তারপর None থাকবে 720X480 করে দিন..

#তারপর দেখুন নিচের মতো হয়ে গেছে..

#তারপর Home এ গিয়ে দেখুন এরকম..

##এখন আপনি যেখানে যাবেন ডিসপ্লে আইকন দুটি হয়ে যাবে উপরের মতো।
বি:দ্র: এই সিস্টেমটি অন করলে বিভিন্ন ঝামেলা পোহাতে হতে পারে।
সমস্যা দেখা দিলে আবার একই ভাবে ওখানে গিয়ে None করে দিলেই আবার সিস্টেমটি অফ হয়ে যাবে।

তো আজ আর নয় কথা হবে পরবর্তী পোষ্টে,সেই পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন।
@বি:দ্র: কেউ কপি করে ধরা খাবেন না,আর কপি করলে ক্রেডিট দিবেন।
কারণ পোষ্টটি আমি নিজে থেকেই করছি।
সবাইকে ধন্যবাদ।

@যেকোনো প্রয়োজনে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।

ফেসবুকে আমি

@অথবা মেইল করুন tech.shohagh@gmail.com

17 thoughts on "[Updated]এক ফোনে দেখুন দুটি ডিসপ্লে আইকন খুব সহজ একটি ট্রিক ব্যবহার করে।[With S.shot]"

  1. Avatar photo Ashraf uddin Author says:
    vhul setting dile bipode porben
  2. MD_Tuofiq Contributor says:
    খাইয়ে দাইয়ে কাজ নাই ছোট বাচ্চার মত এসব দিয়ে কি করবো??
  3. Avatar photo My_idiea Contributor says:
    koyekdin agei ei post hoiche
  4. Avatar photo M. Ashik Contributor says:
    same post.
    reported
  5. অমি Contributor says:
    কারো কাছে ছবি দিয়ে ভিডিও বানানোর কোন এপ থাকলে দিন।
    যেটাতে ভিডিওর সাথে সাথে গানও চলবে।।।
    1. Neel572 Contributor says:
      Viba video app
  6. Avatar photo Mr. JIZ Author says:
    অনেক আগে জানি ভাই।
    কিন্তু এইটা কোনো কাজের না।
  7. Avatar photo ?? Ahad ?? Author says:
    তো ভাই মানলাম দুইটা ডিসপ্লে আনা যায়।তবে দুই ডিসপ্লে ত এক জিনিস ই দেখায়! তো এতে আবার স্ক্রিন ল্যাগিং মারে।লাভ টা কিসে তাইলে? multi window মোড তো আর না যে দুইটা অ্যাপ ইউজ করতেছেন (এক ডিসপ্লে তে দুইটা অ্যাপ) ?
    পোস্ট টা করা উচিৎ হয় নাই ভাই।বাকিটা আপনার ইচ্ছা ?
  8. Avatar photo ?? Ahad ?? Author says:
    আসলে আমাদের common sense এর বড় অভাব! এসব ছোটখাটো বিষয় নিয়া পোস্ট না করে,অন্যদের কাজে আসবে,প্রয়োজনীয় পোস্ট করার চেষ্টা করা উচিৎ।
  9. Avatar photo ⚠ Contributor says:
    অপ্রয়োজনীয়। কোনো কাজের না ?
  10. Avatar photo Trickbd Support Moderator says:
    পোষ্ট ভালো হয়েছে।
    কিন্তু টপিক ভালো না আর এ নিয়ে আগেও অসংখ্যবার পোষ্ট হয়েছে।
    তাই ১৯+ টাকার পেমেন্ট বাতিল করা হলো।
    1. Avatar photo সোহাগ Contributor Post Creator says:
      ওকে সমস্যা নাই।
  11. Avatar photo kzkhan Contributor says:
    নেই কাজ তো খৈ ভাজ ,যত সব পাগল

Leave a Reply