আসসালামু আলাইকুম।সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা।

আজকে আমি আপনাদেরকে এপ বানানো শেখাবো।এটাকে এপ বানানো না বলে এপ মোডিফাই বললেই ভালো হবে।কারন আমি একটি এপকে মোডিফাই করে এর ভিতরের সকল তথ্যকে পরিবর্তন করে ফেলবো।
তো এর জন্য আপনার কাছে Apk Editor Pro এপটি থাকতে হবে এবং আমি একটি এপ নিয়ে কাজ করেছি যার নাম পৃথিবীর রসহস্যময় স্থানগুলো ছবিসহ।আপনারা চাইলে এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন।এপটি আমার বা আমার কোন আত্নীয়ের না।শুধু আমার কাছে ভালো লেগেছে এবং HTML কোডিং দিয়ে এপটি বানানো হয়েছে এবং আমার HTML কোডিং সম্পর্কে কিছু জ্ঞান থাকায় আমি এই এপটি নিয়ে কাজ করেছি।
তো শুরুতে তিনটি পেজ দিলাম দেখে নিন
এই পেজে  ঢোকার পর যা দেখতে পাবেন

এটি হচ্ছে দ্বিতীয় পেজ।এখানে  টিটলগুলো দেখতে পারবেন

এটি হচ্ছে তৃতীয় পেজ।আপনি যে টিটলে ক্লিক করবেন সেই টিটলের সকল তথ্য এখানে থাকে

তো প্রথমে Apk Editor Pro বা Apk editor  এপটিতে ঢুকুন
তারপর পৃথিবীর রহস্যময় স্থানগুলো ছবিসহ এপটিকে সিলেক্ট করুন।তারপর Full Edit  সিলেক্ট করুন।তারপর Files সিলেক্ট করুন।

তারপর Assets সিলেক্ট করুন

তারপর এখানে দেয়া সকল ছবি ডিলিট করুন

নিচে চিন্হিত জায়গায় ক্লিক করুন এবং আপনি যে ছবি এড করতে চান তা সিলেক্ট করুন।তবে পূর্বেই যে ছবি এড করতে চান সে ছবির Rename করে একটি সহজ নাম দিয়ে নেবেন

যে ছবিগুলো এড করতে চান সেগুলো আগে এখানে এড করুন

তারপর Back এ যান।তারপর res সিলেক্ট করুন

এবার Values সিলেক্ট করুন

তারপর arrays.xml সিলেক্ট করুন

এইখানে Page2 এর সকল টিটলগুলো দেয়া আছে।আপনি এইগুলো চেঞ্জ করুন।প্রয়োজনে কিছু টিটল কেটেও ফেলতে পারেন।

তারপর একেবারে নিচে বামদিকে মেমোরির মত একটি বাটন রয়েছে ওইটা হচ্ছে সেভ বাটন।এটাতে ক্লিক করে সবকিছু সেভ করে নিন।

এবার পূর্বের প্রগ্রেসটি সেভ করে ব্যাক করুন।তারপর নিচের দিকে যান।strings.xml এ ক্লিক করুন

Page1 এর সবকিছু এখানে দেয়া আছে।সবার নিচে 121 নাম্বার লাইনে দেখুন এপ নেম নামের পর আপনার এপের নাম দিন।আমার মত সবকিছু করুন

সেভ করে বেরিয়ে আসুন

দেখুন tmp নামক একধরনের নতুন ডুপ্লিকেট ফাইল সৃষ্টি হয়েছে।এটি ডিলিট করে ফেলুন

একঘর ব্যাক করুন।তারপর raw সিলেক্ট করুন

তারপর document.1 সিলেক্ট করুন

এটা হচ্ছে Page3 এর উপরের টিটল।এটাকে চেঞ্জ করে ফেলুন।

এখান থেকে সিলেক্ট করা শুরু করুন।

এইটুকু পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করে ফেলুন

ফাকা জায়গায় আপনার লেখা দিন।

ইমেজ বা ছবি এড করার জন্য এই কোডিংটা ব্যবহার করুন
।দুঃখিত এখানে কোডটা দেখা যাচ্ছৃ না।কমেন্ট করুন যদি কারো দরকার হয়।
[textarea] www. tutohost.com [/textarea]
যে ছবিটা এড করবেন ওই ছবিটা কোন ফরমেটে আছে তা দেখে নিবেন।অর্থাত্ ছবি যদি png  ফরমেটে থাকে তাহলে ওইখানে jpg এর জায়গায় png লাগিয়ে দিবেন।(.)ডট চিন্হটি সঠিক জায়গায় থাকবে

লিংক যুক্ত করার কোড জানতে কমেন্ট করুন

এবার সেভ করে ব্যাকে আসুন।দেখুন এখানে tmp নামক একটি ফাইল সৃষ্টি হয়েছে।এটাকে ডিলিট করে ফেলুন।
 
তারপর Build এ ক্লিক করুন।

কিছুক্ষন সময় নিবে।তারপর remove এ ক্লিক করে পূর্বের এপটি আনইনস্টল করুন এবং নতুন এপটি ইন্সটল করুন।



38 thoughts on "নিজেই তথ্যমূলক এপ বানান তাও আবার Apk editor এর মাধ্যমে!!(No root)মিস করলেই লস"

  1. Avatar photo SH-IMRAN Contributor says:
    ki post banaila mama…..ami to purai pagol hoy glam
  2. Avatar photo Skp2 Contributor says:
    Ohhhh,,,,Superb,,,,,

    যাক আবার অথোর হলেন।☺☺

  3. Avatar photo Mr Hanif Contributor says:
    পাগল হয়ে যাওয়ার অবস্থা হবে।
  4. Avatar photo ahpollob Contributor says:
    video dan vai
  5. Avatar photo YASIR-YCS Author says:
    ?? অনেক কষ্ট না?
  6. Avatar photo SajibDas Author says:
    সবশেষ…
  7. Avatar photo avrilomi Contributor says:
    দারুন লিখেছেন। ?????
  8. Avatar photo MD Mizan Author says:
    ভালো কিন্তু কোড টা দেন।
  9. Avatar photo Asikur Contributor says:
    jei app ta edit koresen. otar download link den??
  10. Avatar photo My_idiea Contributor says:
    হিহিহিহিহিহ apk editor দিয়ে কখনও app create করা যায় না, টাইটেল দেখে হাসি লাগছে, পোস্ট দেখে আর কি হতে পারে…..এটা অন্যের এ্যাপ ইডিট করে চেন্জ করা হলো এ্যাপ তৈরি করা না ব্র…!
  11. Avatar photo Tanvir190 Contributor says:
    যদি পারেন , আমাদের শিখান কিভাবে এই ধরনের App তৈরি করতে হয়। এই সব cut copy paste শিখে বা শিখিয়ে কোন লাভ নেই।
    Be sincere . Stand humble .
    1. Avatar photo KawserH Contributor says:
      Right
    2. Avatar photo Nurul Contributor says:
      right
  12. minus zero Contributor says:
    gd post..tnx.
    1. Avatar photo Tanvir190 Contributor says:
      তোরা মানুষ না
  13. minus zero Contributor says:
    “internet speed meter” এ যে স্পিড ডিসপ্লে করে সেখান থেকে ইউনিটটা বাদ দিবো কিভাবে? অর্থাৎ “KB/s” টা বাদ দিবো কিভাবে? (apk editor er sahajjey). plz, bro help anyway if possible..
  14. Smart Boy Contributor says:
    oshadaron ppst
  15. Avatar photo Amir Contributor says:
    অসাধারণ টিউন…
  16. sr logo Sanjit Author says:
    এগুলো সবার মাথায় ঢুকবে না ভাই
  17. Physisist Mashrafi Author says:
    ব্লেকহোলের মতো পোস্ট।
  18. Avatar photo Azizur Rahman Contributor says:
    omg……dharun post
  19. Avatar photo Nurul Contributor says:
    Cut copy Avoid
    Creative kicho share koro?
  20. Khairul Islam Contributor says:
    Nic but full app make korar trick deyar chesta korben
  21. Avatar photo Tristan Expert Author says:
    eivhabe onner apps copy kora thik na.
  22. Avatar photo Md. Alamin Author says:
    গুড পোষ্ট
  23. friendstv99 Contributor says:
    Full app bananor jonno Mahbub Nasir ke follow koron.. …
  24. CyberSabbir Contributor says:
    Nothing to say…
  25. Avatar photo Naim sdq Author says:
    Creator দিয়ে Easily করা যায়, নিজের ইচ্ছামত।

Leave a Reply