Introduction

## Xposed Module শেয়ার করাই হয়না অনেকদিন ধরে। শেষ মডিউল শেয়ার করেছিলাম ২ বছর আগে। আমি নিজে ইউস করি অথচ শেয়ার করার মনে থাকে না।

## আমি এক্সপোজড মডিউল এ কারনেই শেয়ার করি, যেন আপনাদের ডিভাইসের কোনো ক্ষতি না হয়। এটা একদম সুরক্ষিত।

## কোনো সমস্যা হলে Module টি আনইন্সটল করলেই সমাধান হয়ে যায়।

## কিন্তু আমি যদি Directly System writable scripts/ Flashable zip file দিতাম তাহলে আপনারা আপনাদের ফোনের বারোটা বাজিয়ে ফেলতেন।

## তাছাড়া Xposed এপগুলো আপনার ব্যাটারি বা র্যাম কোনোটিতে প্রভাব ফেলে না। কিছু কিছু বাদে।

,
,
,
,
,
,


এই মডিউলটির কাজ কি?

## আমরা অনেকেই (প্রায় সবাই) Facebook Lite ব্যবহার করি। Facebook Lite এ শেয়ার করা বিভিন্ন এক্সটারনাল লিংকে প্রবেশ করতে হয়।

## এজন্য এসব লিংকে ক্লিক করলে ফেসবুকের নিজস্ব ব্রাউজারে সেগুলো ওপেন হয়।

## এটা আমার জন্য অন্তত খুবই বিরক্তিকর। আমি ওপেরা দিয়ে লিংকটিতে ঢুকতে চাইলে কপি লিংক অথবা Open With দিয়ে ঢুকতে হয়।

## অনেকে আবার about:blank সমস্যায় ভোগেন।

## তবে আর নয়, এখন থেকে যেকোনো লিংকে ক্লিক করলে আপনার পছন্দের ব্রাউজারেই সেগুলো ওপেন হবে। ???

দেখুনঃ


এবার কাজ শুরু করে দিন।

,
,
,
,
,
,
,

,
,
,

,
,
,
,

যা যা লাগবে

# Xposed Installer (500kb) ∥ For Lolipop+ Use Xposed Installer (2.96mb)

# External Link FBLite (22kb)

কার্যপদ্ধতি: JB+KK

## যাদের Xposed Installer নাই তারা জলদি ডাউনলোড দিয়ে ইনস্টল করেন।

## Xposed Installer ওপেন করে Framework এ যান এবং Install/Update এ ক্লিক করেন।

## এবার Reboot চাইবে। Cancel করুন।

## এখন External Link FBLite (22kb) ইনস্টল করুন।

## আবার Xposed Installer এ গিয়ে Modules এ যান এবং External Link FBLite (22kb) তে টিক দিন।

## এবার Framework এ গিয়ে soft Reboot দিন।

## রিবুট হলে ছবিরর মত লোকেশনগুলোতে ঢুকুন!

কার্যপদ্ধতি: LP+

## Xposed Open করুন। নেট অন করুন।

## নির্দিষ্ট Framework আসলে ডাউনলোড করে Install এ ক্লিক করুন। ইনস্টল হয়ে অটো রিবুট হবে।

## প্রথম রিবুটে ফোন অন হতে ৫মিনিট সময় লাগতে পারে।

## এবার External Link FBLite (22kb) ইনস্টল করুন।

## নোটিফিকেশন থেকে Activate & Reboot দিন।

############################################

ধন্যবাদ।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox

14 thoughts on "[Root][Xposed] এবার থেকে Facebook Lite এর যেকোনো এক্সটারনাল লিংকে ক্লিক করলে ফেসবুকের নিজস্ব ব্রাউজারে ওপেন না হয়ে আপনার পছন্দের ব্রাউজারে ওপেন হবে।"

  1. Avatar photo Arshad Prottoy Contributor says:
    ভাল।বাট আমার Xposed install করা নেই।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      ভালো তো। ভালো না
    2. Avatar photo Arshad Prottoy Contributor says:
      ?কিছু বুঝলাম না।|~`[(ভালো তো। ভালো না)]∆~`×[¶]
    3. Avatar photo মামুন Author says:
      পাগলা মরন ফাদে পা দেয়ার আগে চিন্তা ভাবনা জরুরি হয় .. xposed installation is very dangerous It can break your device any time. xposed install না করে আগুলো ঘাটবেন না
    4. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      1 glass haha ??? for ur comment
    5. Avatar photo SP Khalad Contributor says:
      চায়ের বদলে শরবত পাইলাম।??
    6. Avatar photo AhsanBD Subscriber says:
      আপনি আসলেই অনেক ফুনি। ওঃ সরি, ফানি!!
    7. Avatar photo YASIR-YCS Author says:
      এক লাইনের মধ্যই ফুনি দিয়ে আবার সরি মারান??
    8. Avatar photo AhsanBD Subscriber says:
      আন্নে কয় লাইনে মারছেন?
  2. Avatar photo Md. Mahfuz Author says:
    রুট ছাড়ায় নিজের ইচ্ছামতো ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যাবে।সিস্টেম টা তো অনেক সোজা।,,কে বললো রুট লাগবে।।
  3. Avatar photo রিয়াদ Author says:
    root ছাড়াও করা যায়
  4. Nazmus Sakib Contributor says:
    Ata to Facebook er setting ei ache module er ki dorkar?
  5. writer124 Contributor says:
    Trainer Request Disi Shokale, Post Kokhon approve hobe?

Leave a Reply