আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালো রাখেন এ প্রত্যাশাই করি সবসময়।
এর আগে আমি আর একটি পোষ্ট করেছিলাম যে কিভাবে MX Player এর ব্যাগ্রাউন্ডে আপনার নিজের ছবি লাগাবেন। যদি সেই পোষ্ট না দেখে থাকেন তাহলে নিচের লিংক এ ক্লিক করে দেখে নিন।
MX Player এর ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি লাগিয়ে বন্ধুদের অবাক করে দিন।
তো বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি প্রসেস দেখাব যে প্রসেসের মাধ্যমে আপনারা play store এর যেকোনো অ্যাপ কে আপনার মেমোরি কার্ডে ডাউনলোড করে রাখতে পারবেন।
তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করিঃ
তো এর জন্য প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নিচের লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে নিন।
click here to download
ডাউনলোড করার পর অ্যাপটি ইনস্টল করুন >> তারপর ওপেন করুন। ওপেন করে আপনারা দেখতে পারবেন play store এর মত interface। তো এখানে বলে দেই আপনারা প্লে স্টোরে যত অ্যাপ পাবেন এখানেও ঠিক ততো app পাবেন। এমনকি প্লে স্টোরের পেইড অ্যাপ গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রিতে তো যে অ্যাপটি ডাউনলোড করবেন সেই অ্যাপ টি সার্চ করিণ ও অ্যাপ টির উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পারবেন install লেখা একটি অপশন আসবে। অ্যাপ ডাউনলোড করার জন্য install এ ক্লিক করুন।

প্রথমে ব্যবহার করলে হয়ত আপনার কাছে ফেসবুক অথবা গুগল এর মাধ্যমে রেজিস্টেশন করতে বলবে। আপনার চাইলে করতে পারেন।
তো দেখুন আমার ডাউনলোড হচ্ছে

আর এখান থেকে আপনারা যত অ্যাপ ডাউনলোড করবেন সব অ্যাপ আপনার মেমরি কার্ডে থাকবে। তার মানে বুঝিতেই পাচ্ছেন এর ফলে আপনারা কত অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন ও আপনার ফোনের RAM শেষ হবে না।
তো আশাকরি সবাই বুঝেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে নিচে কমেন্ট করুন।
তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

সৌজন্যে:-WizBD.Com

23 thoughts on "প্লে স্টোরের যেকোন অ্যাপ ডাউনলোড করুণ আপনার মেমোরি কার্ডে আর যত ইচ্ছা অ্যাপ ইন্সটল করুণ।"

  1. Avatar photo Imran Subscriber says:
    এর চেয়ে Maybe Apkpure ই Better
    1. Avatar photo JS Masud Contributor Post Creator says:
      ?
  2. Mithu Chowdhury Author says:
    Google search দিলেই তো চলে আসে। এর আবার এপ কেন
  3. Avijit7852 Contributor says:
    paid apk gula free bolce dakhun
  4. Avijit7852 Contributor says:
    paid apk gula free bolce dakhun
  5. Avatar photo Md. Mahfuz Author says:
    আমার প্রোফাইলে দেখুন,,,সবচেয়ে বেস্ট অ্যাপস
  6. Avatar photo sumit roy Contributor says:
    not Bad but,,

    Paid app Download dauar jonno Blackmark app Best,,,

  7. Avatar photo sumit roy Contributor says:
    not Bad but,
    Paid app Download dauar jonno Blackmark app Bes
  8. Avatar photo Emrus Legend Author says:
    ডাউনলোড লিংক কোথায় ভাইয়া?ওখানে তো আপনার সাইটের লিংক দিয়ে রেখেছেন।রিপোর্ট করবো নাকি?আর হ্যাঁ,এমনিতেই Aptoid আমার ফোনে ইন্সটল হয়না।
  9. Jewel1971 Contributor says:
    Vai trickbd te post upload korbo ki diye.
  10. Rakib07466 Contributor says:
    ei appstore ta khub valo…..paid app gulaw free te dey…….
    NICE…..?
  11. Avatar photo Chowdhuri24 Contributor says:
    ata to app back up er moto
  12. Avatar photo Chowdhuri24 Contributor says:
    ata to app back up er moto
  13. Avatar photo Chowdhuri24 Contributor says:
    ata to app back up er moto
  14. Avatar photo Chowdhuri24 Contributor says:
    ata to app back up er moto
  15. Avatar photo Chowdhuri24 Contributor says:
    ata to app back up er moto
  16. Avatar photo Chowdhuri24 Contributor says:
    ata to app back up er moto
  17. Avatar photo md mamun rahman sikder Contributor says:
    Balo kintu jar memory nai tar ki hobe
  18. Avatar photo CoCKroAcH Author says:
    এইটা তো Apptoko অ্যাপ
  19. Avatar photo Shadhin Author says:
    পোস্ট থেকে আপনার বল্গের লিংক রিমুভ করুন এবং এপসের নাম সহ ডিটেইলস লিখে দিন, অন্যথায় আপনার ট্রেইনার পদ বাতিল করা হবে
  20. Avatar photo HOSSAIN7 Contributor says:
    সরাসরি মেমোরি কার্ডে ইন্সটল করার কোন পদ্ধতি অাছে?

Leave a Reply