আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন।
সবাই ভালো থাকেন ভালোবাসে না এই প্রত্যাশাই করি সবসময়।
বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি ট্রিক নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি আপনার ফাইল ম্যানেজার এর ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবি লাগাতে পারবেন।
কয়েকদিন আগে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কিভাবে MX Player এর ব্যাকগ্রাউন্ডে নিজের ছবি লাগাবেন। যদি সেই পোষ্টটি না দেখে থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করে দেখে নিন
MX Player এর ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি লাগিয়ে বন্ধুদের অবাক করে দিন।
তো আর কথা না বাড়িয়ে আজকের পোষ্ট শুরু করি।
এর জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ এর ডাউনলোড লিংকই আমি নিচে দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নিন।
click here to download
ডাউনলোড করে ইন্সটল করুন তার পর ওপেন করুন।
ওপেন করে নিচের স্ক্রিনশট এর মতো কাজ করুণ।

তার পর নিচের theme নামের অপশন এ ক্লিক করুণ।

তার পর উপরের ডান পাশের এডিট আইকনে ক্লিক করুণ।

তার পর Set Background Image এ ক্লিক করে আপনার ইচ্ছামতো ছবি লাগিয়ে নিন। তার পর সেইভ এ ক্লিক করুণ।

তো আশা করি সবাই বুঝেছেন কিভাবে কি করতে হয়। তারপরও যদি কোন সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করুন। আশা করি আপনার সমস্যার সমাধান করে দিতে পারব। আজকের মতো এই পর্যন্তই সবাই ভাল থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ 🙂

সৌজন্যে:WizBD.Com

13 thoughts on "আপনার মোবাইলে ফাইল ম্যানেজারের ব্যাকগ্রাউন্ড এ আপনার ছবি লাগিয়ে সবাইকে অবাক করে দিন।"

  1. Shadin Contributor says:
    সেরা।
    1. Avatar photo JS Masud Contributor Post Creator says:
      tnx
  2. Shadin Contributor says:
    অ্যাপ সাইজ কত?
    পোস্টে উল্লেখ করুন।
    1. Avatar photo JS Masud Contributor Post Creator says:
      6 mb
    2. Shadin Contributor says:
      পোস্টে উল্লেখ করে দিলে ভাল হবে।
  3. Avatar photo Sahariaj Author says:
    App Size Koto Bro
    1. Avatar photo JS Masud Contributor Post Creator says:
      6mb
  4. Avatar photo Xunny Contributor says:
    vaiya amake kew author din
    1. Avatar photo JS Masud Contributor Post Creator says:
      কয়েকটা পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট পাঠান
  5. Avatar photo Tarek Author says:
    ভাই আপনি বারবার ট্রিকবিডির নিয়ম ভঙ্গ করছেন। কোনো ডাউনলোড লিংক দিতে হলে ডিরেক্ট দিতে হয়। আপনি Shorten Link ব্যাবহার করে বরাবরের মত করে wizbd.com এ রিডিরেক্ট করাচ্ছেন। ব্যান খাবেন ভাই।

Leave a Reply