আসসালামু আলাইকুম!

আপনারা নিশ্চয় মার্ক জুকারবার্গ, স্টিভ জবস, এলন মাস্ক এর কথা শুনে থাকবেন। তারা প্রত্যেকেই কোনো না কোনো বড় বিজনেস দাড় করেছেন জনপ্রিয় ফেসবুক, অ্যাপল, পেপাল, মাইক্রোসফট এর মত কোম্পানিগুলোতে।

একটা কথা ভেবে দেখুন, তারা কিন্তু কখনই তাদের এই অবস্থানে আসতে পারতেন না যদি না তারা কোডিং ভালো জানতেন। উদাহরণ হিসেবে বলা যায়, এলন মাস্ক(Elon Musk) যিনি তার প্রথম কম্পিউটার গেইম বিক্রি করেছেন ৫০০ ডলারে তাও আবার মাত্র ১২ বছর বয়সে।

কেন কোডিং এতটা গুরুত্বপূর্ণ স্কিল?

## অনেকে কোডিং বিষয়টাকে হেয় করে দেখে। তারা হয়ত জানে না যে কোডিং সবার জন্য শেখা কতটা জরুরি। আজকালকার যুগে যেকোনো ফিল্ডে সে হোক শিল্প, স্বাস্থ্য, প্রযুক্তি, ব্যবসা, যোগাযোগ, ইন্ডাস্ট্রি – সব ক্ষেত্রেই কোডিং জ্ঞান প্রয়োজন।

চলুন একটা ফ্যাশন ইন্ডাস্ট্রির উদাহরণ দেখে নেওয়া যাক — আজকাল ফ্যাশনে অনেক পরিবর্তন দেখা দিয়েছে এবং সেগুলো অনেকটাই আধুনিকও বটে। যেমন, হাতে ঘড়ির বদলে Health Band, রিস্টওয়াচ, স্মার্টওয়াচ আজকাল খুব ট্রেন্ডিং । কিন্তু আর কয়েকবছর পর আপনার পরিধেয় কাপড়টা স্মার্ট প্রযুক্তির হওয়া কোনো অলৌকিক বা অচিন্তনীয় কোনো বিষয় নয়।

যেমন, ওয়ার্কআউট ক্লথ এর আবিষ্কার যেটা আপনার ফিটনেস ডাটা কালেক্ট করবে, শরীরের চাহিদা অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। স্মার্ট শার্ট বা আন্ডারওয়ার যেটা আপনার শরীর এর জীবাণু, পিএইচ মান আর ঘাম শুকিয়ে আপনাকে ফ্রেশ রাখবে।অথবা ধরুন, প্রোগ্রাম করা একটা এপ দিনের তিনবেলা আপনার কাপড় থেকে তিন ধরনের পারফিউম ছড়াবে। ?

— এসকল কিছুই কোডিং এর দ্বারা সম্ভব। এবার আসা যাক ভাইবা বোর্ডে, যেটা প্রবাবলি আজ থেকে কয়েক বছর পর অনুষ্ঠিত হবে।

দুজন প্রার্থী। দুজনের মধ্যে একজন আজকে আমার পোস্ট পড়েই কোডিং করা শুরু করেছিল। আর একজন আমার পোস্ট এড়িয়ে গেছে। দুজনই ফ্যাশন ডিজাইনিং, বিজনেস স্টাডিজ ভাল জানে। শুধু প্রথম জন কোডিং টা পারে।

তো বলুন,, ভাইবা বোর্ড থেকে কাকে সিলেক্ট করা হবে?! নিশ্চয় প্রথম জনকে কারণ আগামী প্রজন্ম কতটা প্রযুক্তি নির্ভর হতে চলেছে, ইউ ন্যাভার নো!!

☺ এই পোস্ট পড়ে কোডিং শুরু করে আগামী দশ বছরে কোনো চাকুরিতে সিলেক্ট হইলে এই গরীব “Riadrox” এর কথা মনে রাইখেন!!?

কিভাবে কোডিং শুরু করব?

## কোডিং নামটা শুনেই কেমন জানি কঠিন কঠিন ভাব মনের ভিতর চলে আসে তাই না!? আসলে ব্যাপারটা তাই! কোডিং করাটা কঠিন। এখন প্রশ্ন হচ্ছে তবুও কোডিং কিভাবে সহজভাবে অনেকে করছে, তারা কি গড গিফটেড!!

## নারে ভাই! তারা এলিয়েন বা গড গিফটেড কোনো প্রাণী নয়। তাদের কাছেও প্রথম দিকে ব্যাপারটা কঠিন মনে হয়েছিল। কিন্তু তারা কোডিং করার পূর্বে এটা ভাবেনি যে “আমার দ্বারা এটা সম্ভব নয় বা আমি এটা শেষ করতে পারব না হয়ত” তারা শুরু করেছে জাস্ট জানার বা শেখার জন্য। অন্তত কিছু হলেও জানব এই মনোভাব নিয়ে।

## কোডিং মোটেও বোরিং কোনো বিষয় নয়। যখন আপনি আপনার শেখা কোডগুলো দিয়েই একটু একটু করে প্রবলেম সলভ করতে থাকবেন আস্তে আস্তে এটা আপনার কাছে মজার হতে থাকবে।

## আপনি যে ফিল্ডে চাকুরি করতে চান বা প্রস্তুতি নিতে নিচ্ছেন সেই ফিল্ডের প্রযুক্তি ভবিষ্যতে কিরুপ হতে পারে তা ভেবে নিন। এবং ঐ রিলেটেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বা মার্কআপ ল্যাংগুয়েজ শিখে নিন। সমস্যা সমাধান করুন। এভাবেই প্রযুক্তির সাথে চলুন। দিনে অন্তত ১ ঘন্টা প্র্যাকটিস করুন। সম্ভব না হলে নির্দিষ্ট দিন সিলেক্ট করুন ঐদিন সারাদিন আপনি কোডিং করবেন। (আমার মত ?)

## প্রযুক্তির সাথে চলুন, উন্নতি হবেই হবে।

পোস্টটির আইডিয়া একটা English আর্টিকেল থেকে পেয়েছি। ভেবেছিলাম ডাইরেক্ট ট্রান্সলেট করে দিব। কিন্তু মোটেও সহজ ব্যাপার না। তাই আর্টিকেলটি আরেকবার ভাল করে পড়ে, তারপর নিজের মত করে লিখে ট্রিকবিডিতে শেয়ার করলাম

Estimated Time for Writing: 1.5Hours

############################################

ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য।

??❤????⏰???⚽?⚾????✈??????????????????

## by Riadrox

যোগাযোগঃ

ই-মেইলঃ riadrox@gmail.com

Facebook:Riadrox

26 thoughts on "[Technology][Advice] চুপচাপ বসে থাকা বাদ দিন, আর আজই কোডিং করা শুরু করে দিন! যদি আগামী ১০বছরে ভাল চাকরি পেতে চান।"

  1. Avatar photo KingOptimus Contributor says:
    Vai coding sekhar onek app ace kintu kaj ki seta diye ki korbo tar app painai. Kon coding ta valo. Konta diye suru kora uchit o tar kaj seta niye ekta post korle upokeito hotam. Thanks.
    1. Avatar photo Md Rasel Hossain Author says:
      Solo Learn ব্যবহার করে দেখুন।
  2. Avatar photo nazmul abedin Author says:
    নিজের সময় নষ্ট করে অন্যদের সচেতন এবং আগ্রহ বাড়িয়ে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
    এবং ওয়েলকাম ব্যাক,,,,
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      সময় নষ্ট না। আমার লেখার স্কিল বাড়ানো আর কি!
  3. Avatar photo Nur Md Nirob Contributor says:
    ওয়েলকাাাাাম বেক
  4. Avatar photo rex boy Contributor says:
    onk din por ridrox vai k dekhlam☺✌
  5. FAIHAD Contributor says:
    Riad bai kicu coding app nia post den
  6. vaia ami atar opor valoi khepechi… coding sikboi sikbo… kintu apnar whatsapp number ta diben plz.. apnar sate kicu problem shear kortam…. plz
  7. Avatar photo Naim_i Contributor says:
    Riadrox আর তেমন জনপ্রিয় নেই! নিয়ন তার যায়গা ধরে নিয়েছেন।
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      জনপ্রিয়তার জন্য কে পোস্ট করে?!! ?? আই ওয়ান্ট টু নো
    2. Avatar photo ইমরুজ Legend Author says:
      অর্থ ও জনপ্রিয়তার জন্য যারা পোষ্ট করে তাদের দ্বারা আর যাই হোক না কেনো,ভালোকিছু সম্ভব না।
      শেখানোর মত মনমানসিকতা থাকলেই শুধু ভালোকিছু করা সম্ভব হবে।
      কারো জনপ্রিয়তা কেউ নিতে পারেনা।
      পাশাপাশি জনপ্রিয় হতে পারে।
      কিন্তু যে যার মত।
      রিয়াদ ভাই না হলে ট্রিকবিডির ৯০% ভিজিটর রুট,রিকভারি,কাস্টম রম ইত্যাদি বিষয়ে জানতো না।
      এরকম সবাই নিজের যায়গা থেকে সফল।
      কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেয়ে সাথে এগুলে সকলের মঙ্গল হবে।
  8. Avatar photo Sohaib Contributor says:
    পড়ে ভালো লাগলো , এইচটিএমল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি শিখা যায়, এমন কোনো এপ আছে?
    থাকলে পরের পোস্টে এপের রিভিউ দিয়েন!
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Join me on Solo learn.. এই এপ নিয়ে ট্রিকবিডিতে অলরেডি ৫টি পোস্ট আছে তাই এতদিন করিনি
    2. Avatar photo Sohaib Contributor says:
      জি, ধন্যবাদ।
  9. Avatar photo The Cosmic ~{Hacker}৲ Contributor says:
    আমি Machine Learning, AI, C, C++, C#, Java, Python, JavaScipt, html, css শিখতে চাই এসবের বাংলায় টিউটোরিয়াল বা বই পাওয়া যাবে কি?
    1. Sabbir Hossain Author says:
      ভালো করে বেসিক শিখুন। যে কোন একটার মাধ্যমে।
  10. Avatar photo ASRAF THE PRESENTER Contributor says:
    ক্লাস নাইনে পড়ি।
    কিভাবে শিখব?
    অ্যান্ড্রুয়েটে?
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      প্রথমে শুদ্ধ বানানে এন্ড্রয়েড লেখাটা শিখুন। তারপর Sololearn এপ ইন্সটল করুন
    2. Avatar photo ASRAF THE PRESENTER Contributor says:
      ধন্যবাদ
  11. Sabbir Hossain Author says:
    অামাদের উচ্চশিক্ষিতরা ফোনই বোঝে না। অার এই যুগে চাকরি খুজে। অার বলে চাকররি নেই। নিজেদের দক্ষতাই যে নেই তা বলে না। ধন্যবাদ পোস্টের জন্য।
  12. Avatar photo mdRafi Contributor says:
    Bro Valo Coding Korar Kono App Ache
    1. Avatar photo Riadrox Legend Author Post Creator says:
      Join me on Sololearn android app
  13. Avatar photo Wrifat Contributor says:
    সি শিখতেছি 3 দিন হলো

Leave a Reply