আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন ।আজ আপনাদের মাঝে হাজির হলাম গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে ।

এবার মূল কাজে আসি??

বেহেশতি জেওর কিতাবটি বাংলাদেশের বেশিরভাগ বাড়িতে আছে। এই বইয়ের মূল কপি উর্দু । মূল বইটি লিখেছেন হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী (রহ.)।এই বইটি বাংলায় অনুবাদ করেছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)। এই বইটি বাংলা ভাষায় দেওয়া হলো।এই বইটি মোট ১১ খন্ড। সব
খন্ড আমি Pdf এ দিলাম। এই বইটিতে জীবনের সব মাসায়েল সুন্দরভাবে তুলে ধরা হয়েছে । এই বইটির মূল্য অনেক টাকা আর আমি দিলাম ফ্রিতে ।

এখানে ক্লিক করে বইটি ডাউনলোড করুন

নিচে বইটির কিছু Screenshot দেওয়া হলো


আজ আর নয়।পোস্টটি ভালো লাগলে লাইক ,কমেন্ট করবেন ।

4 thoughts on "বেহেশতি জেওর কিতাবটির pdf ডাউনলোড করুন সম্পূর্ণ খন্ড ফ্রিতে"

  1. SHAWON 60 Contributor says:
    ভুয়া বই এটা কেউ পরবেননা,কিচ্ছা কাহিনী দিয়ে ভরা
    1. Avatar photo MD MUNNAF Contributor says:
      আপনার ভাষা ঠিক করুন,,,

      এটি মটেও ভুয়া বই নয়,

      সবাই পড়তে পারেন

    2. Avatar photo Mohammad Ismail Author Post Creator says:
      প্রথমে কিছু কাহিনী আছে,,পরে ভালো মাসায়েল আছে।
  2. SHAWON 60 Contributor says:
    ৯৭% হাদিস জাল,আর ৩% হাদিস জয়িফ স্বপ্নে পাওয়া কিচ্ছাকাহিনী নিয়ে রচিত,সৌদিতে এই বই ব্যান্ড করে দেওয়া হয়েছে

Leave a Reply