welcome in trickbd

সবাই কেমন আছেন ।আশা করি ভালো আছেন ।আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি ।

আজ আমি আপনাদের জানাবো যে নামাজে যা পড়ি তার বাংলা অর্থ জানবো ।আপনারা অনেকে হয়ত বলবেন যে নামাজ তো তার বাংলা অর্থ জেনে কি করব ।কারণ টা হল :
আমরা নামাজ পড়ি ঠিক আছে কিন্তু আমাদের শরির নামাজ এর মধ্যে থাকলেও মন থাকেনা।আমাদের মন বা মাথা অন্য
কিছু চিন্তা করে ।তাই নামাজে আমরা কি করছি তা নিজেই জানিনা ।আর আল্লাহ তায়ালা বলেছেন নামাজে যে যত মন দিয়ে
পড়বে তার উপর সোয়াব পাবে ।তিনি আরো বলেছেন অনেক সোয়াব নাও
পাইতে পারে ।

আমরা নামাজা যা পড়ি তার যদি অর্থ টা আমরা মনে রাখি তাহলে হয়ত আমাদের মনটা নামাজ এর মধ্যে রাখতে সহজ হবে ।যখন মন অন্য কিছু ভাববে তখন আপনি অর্থ টা ভাববেন তাহলে আপনার মনোযোগটা অনেক বেড়ে যাবে ।এতে আপনি সোওয়াবও পাবে বেশি ।

আমি একটি আপনাদের সাথে .Txt আকারের একটি ফাইল শেয়ার করব যেখানে আপনি নিচের জিনিস গুলো পাবেন
:

  • তাকবীরে তাহরিমা ও তার অর্থ
  • সানা ও তার অর্থ
  • আয়ুযুবিল্লা ও তার অর্থ
  • বিসমিল্লাহ ও তার অর্থ
  • সূরা ফাতিহা ও তার অর্থ
  • রুকুর তাসবিহ ও তার অর্থ
  • রুকু থেকে উঠার দোয়া ও তার অর্থ
  • রুকু থেকে উঠে তারপরের
    দোয়া ও তার অর্থ
  • সিজাদার তাসবিহ ও তার অর্থ
  • আত্তাহিয়াতু ও তার অর্থ
  • দরূদ শরিফ ও তার অর্থ
  • দোয়া মাসুরা ও তার অর্থ
  • আরো অনেক কিছু

    টেক্স ফাইলটির কিছু স্ক্রিনসট দেখে নিন :

    তো এখন ডাওনলোড করে নিন
    click Here For Download

    তো আজ এ প্রযন্ত ।সবাই নামাজ পড়বেন ।কারণ সবাইকে একদিন মরতেই হবে ।সবার কাছে আমার অনুরোধ করছি সবাই নামাজ পড়বেন ।
    সবাইকে ধন্যবাদ

    11 thoughts on "নামাজে যা পড়ি তার সবগুলোর বাংলা অর্থ জেনে নিন"

    1. Avatar photo Sahariaj Author Post Creator says:
      সবাইকে জানানোর সুযোগ করে দিন
    2. MD.Navid Contributor says:
      খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। নামাজে মনোযোগ ধরে রাখতে এগুলা জানা খুবই জরুরি
      1. Avatar photo Sahariaj Author Post Creator says:
        Ji Vaiya Tai Share Korlam
    3. Avatar photo স্বপ্ন Author says:
      ? ধন্যবাদ ভাই।
      1. Avatar photo Sahariaj Author Post Creator says:
        Wlc
    4. Avatar photo Seven Echo Contributor says:
      অনেক অনেক ধন্যবাদ।।খুব গুরুত্বপূর্ন বিষয় শেয়ার করেছেন।।
      1. Avatar photo Sahariaj Author Post Creator says:
        Wlc
    5. Avatar photo SamimBD Contributor says:
      [img id=586825]

    Leave a Reply