সসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি । আজকের পোস্ট কি তা টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন । আগের একটি এপস শেয়ার করার পর অনেকে বলেছেন এরকম কিছু ট্রাস্টেড এপ শেয়ার করতে । তাই আবারো পোস্ট করা । আজকে যে এপটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি সম্পূর্ণ নতুন একটি এপস । এটি মূলত একটি ব্রাউজার এপ । যেখানে আপনি ব্রাউজিং এর পাশাপাশি আয় ও করতে পারবেন । প্রথমেই কিছু প্রুফ দেখিয়ে নেই

প্রুফ

আমি কাজ করে পাওয়ার পরই আপনাদের সাথে শেয়ার করছি । কিন্তু যেহেতু মোবাইল রিচার্জ নিয়েছি তাই সেটার স্ক্রিনশট দিলে অনেকে বলবেন ভূয়া পেমেন্ট প্রুফ । সেটা স্বাভাবিক, কারণ যেকোন রিচার্জকেই প্রুফ বলে চালানো যাবে । তাই আপনাদেরকে প্লেস্টোরের কিছু রিভিউ দেখাই

Note :- প্লেস্টোর এ ইউজার রেটিং 4.8★


এবং

এপটিতে আপনি ৩ ভাবে আয় করতে পারবেন
(১) রিওয়ার্ড ভিডিও দেখা (১০ মিনিট পর পর আনলিমিটেড)

(২) এড ভিউ এবং ক্লিক করা । এড ভিউ ৪ মিনিট পর পর এবং ক্লিক দিনে ৫ বার পাবেন যেকোন সময়ে

(৩) রেফার করে । রেফার করে আয় সবচেয়ে বেশি

তো কাজ করার জন্য প্রথমেই আপনাকে এপটি ডাউনলোড করে নিতে হবে

ডাউনলোড লিংক ===> ডাউনলোড করুন

সাইন আপ

ইন্সটল হয়ে গেলে এবার এপটি ওপেন করুন । প্রথমেই আপনার নাম্বার চাইবে । খেয়াল রাখুন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সে নাম্বারেই শুধু টাকা উত্তোলন করতে পারবেন । তাই সঠিক নাম্বারটি দিন কান্ট্রি কোড ছাড়া

এবার এমন একটি পেজ আসবে

(১) প্রথম বক্সে আপনার নাম
(২) দ্বিতীয় বক্সে পাসওয়ার্ড
(৩) তৃতীয় বক্সে রেফার কোড দিবেন
রেফার কোড ==> B22835X

রেফার কোড দিয়ে জয়েন করলে সাইন আপ করার সাথে সাথে পাবেন ৫ কয়েন । একইভাবে আপনি যদি কাউকে রেফার করেন তবে সে ২৫ কয়েন করার পর আপনিও ২৫ কয়েন বোনাস পাবেন অর্থাৎ প্রায় ৫ টাকা (একটু কম)

তাই রেফার কোড B22835X অবশ্যই দিন
এবং সাইন আপ চাপুন

আমার একাউন্টে এখনো ১১ পয়েন্ট আছে । ৬৫ পয়েন্ট এ আপনারা পাচ্ছেন ১০ টাকা । প্রথমেই View তে ক্লিক করে কাজের নিয়ম দেখে নিন

এবার, Bosox Browser New Version 1.3 তে কাজ করার নিয়ম

প্রথমে Reward Video তে ক্লিক করুন
* Reward Video
১. প্রতি  ১০ মিনিট পর পর একটি করে ভিডিও দেখতে পারবেন এবং প্রতি ভিডিওর জন্য ০১ পয়েন্ট করে পাবেন।
২. কোন লিমিট নেই, সারাদিনই আনলিমিটেড ভিডিও দেখতে পারবেন ১০ মিনিট পর পর। 
৩. দিনে ২ থেকে ৩ টা ভিডিও এড এ অবশ্যই ক্লিক করতে হবে।

এখন ২য় পদ্ধতি মানে Internet আইকন এ ক্লিক করুন । করার পর যেকোন একটি সাইটে যাবেন

* Internet

১. ইন্টারনেট ব্রাউজারের উপরে (  +1  ) চিহ্ন আসলে ওই চিহ্নটিতে ক্লিক করতে হবে, তাহলে একটি এড ওপেন হবে , এড টি আসলে ০৫ সেকেন্ড অপেক্ষা করার পর এডটি কেটে দিতে হবে। (  +1  ) চিহ্নটি প্রতি ০৪ মিনিট পরপর একবার করে আসবে।  এরকম যতবার করবেন ততবারই ০১ পয়েন্ট করে পাবেন।

২. আর যদি ইন্টারনেট ব্রাউজারের উপরে (  +3  ) চিহ্ন আসলে ওই চিহ্নটিতে ক্লিক করতে হবে, চিহ্নটিতে ক্লিক করার পর একটি এড ওপেন হবে এড টি আসলে ০৫ সেকেন্ড অপেক্ষা করার পর এডটিতে ক্লিক করতে হবে, যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে মিনিমাম ০১ মিনিট ঘুরাঘুরি করার পর ব্যাক করে সফট্ওয়ারে ফেরত আসতে হবে। ঠিকমতো এই কাজটি করতে পারলে ০৩ পয়েন্ট পাবেন। চিহ্নটি সারাদিনে ০৫ বার পাবেন।

মূল কথা হলো যদি (   +3   ) চিহ্ন থাকে তাহলে এড এ ক্লিক করবেন 
আর যদি (  +1  )  থাকে তাহলে এড এ ক্লিক করবেন না

* Refer

১. আপনার রেফারে যদি কেউ এপ এ জয়েন করে তাহলে আপনি ২০ পয়েন্ট বোনাস পাবেন যখন আপনার রেফারকৃত ব্যক্তি ২৫ পয়েন্ট ইনকাম করবে।

রেফার কোড নিতে Reffer a Friend এ ক্লিক করুন । তাহলেই পেয়ে যাবেন আপনার কোড ?

* Cash Out

১. আপনাকে মোবাইল রিচার্জের জন্য মিনিমাম 65 Points = $0.13 = 10 TK  করতে হবে।

২. বিকাশ, রকেট এবং বিটকয়েন এর জন্য মিনিমাম 1000 Points  = $2 = 160 TK  করতে হবে।

৩. ক্যাশ আউট কত করতে চান সেটা অবশ্যই ডলারে লিখতে হবে।

৪. ০২ থেকে ০৩ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়া হয়!

পয়েন্ট এর হিসাবঃ

৬৫ পয়েন্ট = $0.13 = ১০ টাকা

১০০ পয়েন্ট = $0.2 = ১৬ টাকা

১০০০ পয়েন্ট = $2 = ১৬০ টাকা

ক্যাশ আউট করার জন্য এপ এর Cash Out অপশনে যান এবং আপনার টাকার পরিমান দিয়েন Withdraw চাপুন

আজকের মত বিদায় নিচ্ছি । ভাল থাকুন সুস্থ থাকুন

যেকোন সমস্যা কমেন্টে জানাতে পারেন অথবা

Facebook Profile Link ? Mahedi Hasan

26 thoughts on "এবার ব্রাউজিং করার ফাকে ফাকেই আয় করুন । পেমেন্ট পাবেন রিচার্জ /বিকাশ / বিটকয়েন ১০০% পেমেন্ট দেয়"

    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      ধন্যবাদ
  1. Avatar photo Haque Battery Contributor says:
    ব্রাউজার হিসেবে খুব খারাপ।
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      হুম কিছুটা
    2. Avatar photo Haque Battery Contributor says:
      Vai, apnake sms koresi fb te, pm milon mahmud. Pls check
    3. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      ওকে করছি
  2. Avatar photo MD FAYSAL Contributor says:
    vpn দিয়া কাজ করা যাইবো??
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      এইখানে ভিপিএন দিয়ে কি করবেন ভাই?
  3. Md Limon Contributor says:
    ফেসবুকে নক দিছি ভাই
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      ওকে
  4. Avatar photo MD FAYSAL Contributor says:
    বিপিএন দিয়া চালাইলে কি block খামো নাকি
  5. Avatar photo MD FAYSAL Contributor says:
    বিপিএন দিয়া চালাইলে কি block খামো নাকি
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      সে সম্পর্কে কিছু জানিনা, কারণ এডমিন কিছু উল্লেখ করেনি
  6. HQ SHAKIB Pro Author says:
    Eisob 3rd party apps e kaj kore lav nei sudhu mb r time nosto.Ami erkm onk apps dkhci.
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      Hmm jani vai..kintu onekei ache kaj kore..last post er por onekei bolechi emon kichu app dite
  7. Avatar photo root:// Contributor says:
    65 point করতে কত দিন লাগবে??
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      Apnr proyojon na hole apni na e korte paren..kew korte ecchuk o hote pare…amito apnk jur korini ??
  8. Avatar photo Soiod Mafi Uddin Contributor says:
    65point korte bora hoia jamo ????
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      Apnr proyojon na hole apni na e korte paren..kew korte ecchuk o hote pare…amito apnk jur korini ??
  9. Avatar photo MD FAYSAL Contributor says:
    সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করছি ৬৭ পয়েন্ট হইছে
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      EEarn by Refferal
  10. Avatar photo ALAMIN. Contributor says:
    Enter Balance Koto লিখবো
  11. Avatar photo ALAMIN. Contributor says:
    Enter Balance Koto লিখবো
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      0.13
  12. shariful09 Contributor says:
    first comment ta rakhben plss
    bet 365 niye post koren a to z
    account zate suspended na hoy
  13. Avatar photo Tech Buzz Contributor says:
    এটা বাংলাদেশী অ্যাপস প্রথম কয়েক দিন পেমেন্ট দিবে তারপর পেমেন্ট দিবে না

Leave a Reply