টাইটেল দেখে বুঝে গেসেন হয়ত আজকে কি নিয়ে পোস্ট করতে যাচ্ছি, হ্যা KineMaster এন্ড্রয়েডের জন্য সেরা ভিডিও ইডিটিং এপস।  আমি সাধারনত পিসিতে সব প্রকার ভিডিও ইডিটিং করে থাকি যেই কারনে এই এপস তেমন একটা ব্যবহার করা হয় না, তবে এর গুনগান অনেকের কাছে শুনেছি তাই ভাবলাম আজ শেয়ার করে দেই।  আর সেই মতে আজ এই নিয়ে লেখা আশা করি ভালো লাগবে।

কিনমাস্টার খুব জনপ্রিয়তা পাওয়ার কারন হচ্ছে এর ফিচারস গুলো, তবে বেশির ভাগ ফিচারস গুলো কিনতে বলা হয় যা বাংগালীদের মানহানির ব্যাপার তাই আমরা তা ব্যবহার করা থেকে দূরে থাকি, তবে আমি আজ প্রো ভার্সন শেয়ার করছি তাই আশা করি কারও মানহানি হবে না।  আপনি এই এপসটি দিয়ে বিভিন্ন ল্যায়ারের মাধ্যমে আপনার ভিডিও ইডিট করতে পারবেন যেমনটা পিসিতে এডোব এর প্রিমিয়ার, আফটার ইফেক্টে করা যায়।  আসলে এই এপসটা অনেকটা পিসি ভিডিও ইডিটিং এপস গুলোর মত বিভিন্ন ফিচারস আসে আর সেই কারনে আজ এত জনপ্রিয়।

আর যারা ভিডিও ইডিটিং করতে ভালোবাসেন বা মোবাইল ইউটিউবার তাদের মনে হয় এই এপসটা মোবাইলে ইনস্ট করা থাকে, তাই আজ তাদের জন্য ও যারা ভিডিও ইডিটিং ভালোবাসেন সবার জন্য আমার এই আয়োজন।

তো বরাবরের মত প্রথমে এপস সাধারন ফিচারস এবং পরে মুড ফিচারস নিয়ে আলোচনা করব, তার পরে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন সেই নিয়ে একটু বানীবার্তা।

কি কি আছে সাধারন ফিচারস গুলোতেঃ

  • মাল্টি লেয়ার এর মাধ্যমে আপনার ভিডিও ইফেক্ট দিতে পারবেন
  • এই এপস আপনি ফ্রি ভিডিও ও মিউজিক পাবেন যা আপনার ইডিটিং লাগতে পারে
  • সঠিক ট্রিমিং
  • ইডিটিং এর সাথে সাথে প্রিভিও দেখতে পারবেন
  • অডিও ফিলটার সাথে ভয়েজ চ্যাঞ্জার
  • Blur, mosaic ইফেক্ট
  • Animation এবং styles
  • ভলিউওম ইনভল্প
  • একই সাথে আপনি এই এপস দিয়ে ভিডিও ইডিটিং এর কাজও করতে পারবেন

এই ছিল এই এপস এর সাধারন ফিচারস গুলো, বাকি আরও যে ফিচারস আসে সেই গুলো আপনারা ব্যবহার করে আমাকে জানাবেন তার পরে লিখব, এখন চলে যাব কি কি মোডিফিকিশন করা আসে এই এপসে।

মোডিফিকিশন ফিচারসঃ

  • সব প্রকার এডস রিমুভ করা আসে
  • InApp Purchases Unlocked
  • সব প্রিমিয়াম ফিচারস আনলোক করা আসে
  • ওয়াটারমার্ক রিমুভ করা হয়েছে

ডাউনলোড করুন

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ১ঃ  Download

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক ২ঃ  Download

প্রিমিয়াম সোর্সঃ Website Page

  • নিয়মিত এই এপস এর প্রিমিয়াম ভার্সন আপডেট পেতে উপরে ওয়েবসাইট ভিসিট করতে পারেন।  ?বা আপনি যদি ফেসবুক ব্যবহার কারি হয়ে থাকেন, তো নিয়মিত সব এন্ড্রয়েডের এর প্রো,পেইড,মুড – এপস,গেমস ফ্রিতে ডাউনলোড করার জন্য আপডেট পেতে এখানে গিয়ে ম্যাসেজ করুন “Android” লিখে এবং প্রতি সপ্তাহে কি কি সফটওয়্যার আপডেট হল বা নতুন কি কি সফটওয়্যার আসল তা আপনাকে মেসেজ করে জানানো হবে।  মিস করলে লস।  ?

গুগল প্লে স্টোরঃ Google Play


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ২টি ডাউনলোড লিঙ্ক থেকে যেটা ভালো লাগে সেটা থেকে এপস ডাউনলোড করুন
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিল ডাউনলোড ও ইনস্টল করার পদ্ধতি

এইতো ছিল যত নিয়ম কানুন, আর কোথাও কিছু বুঝতে বা করতে প্রোবলেম হলে নিচে একটা বক্স দেওয়া আসে।  সেখানে গিয়ে আপনার মনের কথা ব্যক্ত করতে পারবেন বা এই পোস্ট এর কোথাও কিছু বুঝতে বা করতে সমস্যা হলে উপরের ম্যাসেজ বাটনে ক্লিক করে লিখুন “Help” এবং সেন্ড করে দিন আশা করি খুব তারাতারি সাহায্য পেয়ে যাবেন।  আর হ্যা কেমন হলো আজকের আয়োজন তাও জানাতে ভুলবেন না কিন্তু।  টাটা

 

আর হ্যা, পোস্টা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। 

13 thoughts on "[?Android MOD 1.5?] KineMaster Pro MOD ব্যবহার করুন এন্ড্রয়েডের সেরা ভিডিও ইডিটিং এপস এর প্রিমিয়াম ও মুড ভার্সন ফ্রিতে আর তৈরি করুন ওয়াটারমার্কবিহিন ভিডিও"

    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      thank you so much
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      thanks
  1. Avatar photo Belal Contributor says:
    Bro, edit korte gele 5 second pore auto main menu te ber hoye ase. Je kono edit e same. Solution pls…
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      wait, please
  2. Avatar photo riad Contributor says:
    The kine master Engine faild to Intiliaze.eirokom ase
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      Update kora hoyese ai matro abar try korun.
  3. Avatar photo Nurul Islam Author says:
    The kinemaster engine failed to initialize, how can I Slove it? Android v. 9
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      Update kora hoyese ai matro abar try korun.
  4. Avatar photo rex boy Contributor says:
    Nice, ar edit kivabe tolse use kora lage. Dekhaiyen bro. New amra.
    1. Avatar photo Masum Khan Author Post Creator says:
      সরি ভাই বুঝতে পারলাম না আপনার কথা।

Leave a Reply