بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ


বিসমিল্লাহির রাহমানির রাহীম

welcome
To
Trickbd
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

সূরা হাশরের শেষ তিন আয়াত

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَهُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

➢ বাংলা উচ্চারণঃ হুওয়াল্লাহুললাজি লা ইলাহা ইল্লাহু- আলিমুল গাইবি ওয়াশশাহাদাতি হুওয়ার রাহমানুর রাহিম। হুওয়াল্লাহুল লাজি লা ইলাহা ইল্লাহু- আল মালিকুল কুদ্দুসুসসালামুল মু’মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুওয়াল্লাহুল খালিকুল বারিউল মুছাওয়্যিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিহু লাহু মা ফিচ্ছামাওয়াতি ওল আরদি ওহুয়াল আজিজুল হাকিম।

➢ বাংলা অর্থঃ তিনিই আল্লাহ তা’আলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা।  তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্নশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা’ আলা তা থেকে পবিত্র।  তিনিই আল্লাহ তা’আলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।

* ফজিলত

তিরমিযি শরীফে হযরত মা’কাল ইবনে ইয়াসার (রাঃ) এর বর্ণিত রেওয়ায়েত । রাসুলুল্লাহ (সাঃ) বলেন : যে ব্যক্তি সকালে ৩ বার “আউযুবিল্লাহিস্সামিউল আলিম মিনাশ শাইতোয়ানির রাজিম” পাঠ করার পর সুরা হাশরের সর্বশেষ তিন আয়াত পাঠ করিবে । আল্লাহ তায়ালা তাহার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করে দিবেন,তারা সন্ধ্যা পর্যন্ত পাঠকারীর জন্য রহমতের দোয়া করবে। যেদিন এই আয়াত তিনটি পাঠ করিবে সেদিন পাঠকারী মারাগেলে শহীদের মউত হাসিল করিবে। যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করিবে সেও একই মর্তবা লাভ করিবে। (সুবহানআল্লাহ)

ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ভাল লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই সূরার ফজিলত সম্পর্কে আপনার ভাইবোন ও বন্ধু-বান্ধবকে জানান & পারলে বেশি বেশি শেয়ার করুন।

আমার ফেসবুক পেজ

খোদা হাফেজ।
বিঃদ্রঃ কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

9 thoughts on "সূরা হাশরের শেষ তিন আয়াতের অসাধারণ ফজিলত।"

  1. Avatar photo Omar_Faruk Contributor says:
    Al-hamdulillah Khub Valo lagece vai.
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      tnq
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      u r wc☺☺
  2. Avatar photo Nurul Islam Author says:
    জাযাকাল্লাহু খাইরান।
    1. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      জাযাকাল্লাহু..
    2. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
      জাযাকাল্লাহু খাইরান।
  3. Avatar photo Farhan Subscriber says:
    sukran JajhakAllah
  4. Avatar photo Rifat076 Contributor Post Creator says:
    জাযাকাল্লাহু খাইরান।.

Leave a Reply