আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

জকে আমি আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি, আর বলতে গেলে এটি ছোটো-খাটো একটা সমস্যার সমাধানও বটে। আর সমস্যাটি হচ্ছে আমরা যখন Mediafire.com ওয়েবসাইট থেকে ডাউনলোড দেওয়ার জন্য কোনো লিংক ওপেন করি তখন ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোড পেজ আসে না। নিচের স্কিনশট এর মতো আসে বা Error লেখা আসে। আজকে এই সমস্যাটির সমাধান দেখব এই পোস্ট এ

এই সমস্যা সমাধানের একাধিক পদ্ধতি আছে, আমি সবথেকে সহজ পদ্ধতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।

তাহলে চলুন শুরু করি.-.-.-.


  • প্রথমে আপনি যে (মিডিয়াফায়ার) লিংক থেকে কোনো ফাইল/ডকুমেন্ট ডাউনলোড করতে চান সেটি ওপেন করুন।
  • এখন যদি নিচের স্কিনশট এর মতো আসে তাহলে তাহলে Address bar/Url এ ক্লিক করে সম্পূর্ণ লিংকটি কপি করুন।
  • এবার আপনি যেকোনো একটি প্রক্সি সাইট এ লিংকটি Paste করে কোনো প্রকার সমস্যা ছাড়াই ডাউনলোড করতে পারবেন।
    আমি এখানে hideip.co সাইট ব্যবহার করেছি।

আপনাদের সুবিধার জন্য কিছু Proxy সাইট এর লিংক নিচে দেওয়া হলো।

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

তাছাড়া আপনি Google এ Best Proxy Site লিখে সার্চ করলেও অনেকগুলো ওয়েবসাইট পাবেন।
তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ↓ নিচের স্কিনশটগুলো ফলো করুন।




এটি Trickbd তে আমার ১ম পোষ্ট, যদি কোথাও লিখতে কোনো ভুল হয়ে থাকে থাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

যেকোনো প্রয়োজনে____
ফেসবুক আইডি লিংকঃ-
ফেসবুক আইডি পেতে এখানে ক্লিক করুন

7 thoughts on "[Important Post] কোনো প্রকার ঝামেলা ছাড়াই Mediafire থেকে প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট ডাউনলোড করুন।"

  1. Avatar photo Sajid Ch Author says:
    Proxysite,com best
    1. Avatar photo Rs Abubokor Contributor says:
      Ok
  2. Avatar photo ferary Contributor says:
    VPN use করলে সহজেই download করা যায়
  3. Avatar photo Ashim Contributor says:
    link add kora hoy ni apnar
  4. Avatar photo Ashim Contributor says:
    link add kora hoy ni apnar
  5. Avatar photo SHUHANUR RAHMAN Contributor says:
    Etau post.. ??

Leave a Reply