আজকে আবারও অ্যাপ রিভিউ নিয়ে হাজির হলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।

আজকে যে অ্যাপসটা নিয়ে রিভিউ করব, সেটা হচ্ছে বর্তমান সময় আতঙ্ক করোনাভাইরাস এর আপডেট নিয়ে। এই অ্যাপে জানতে পারবেন প্রতিদিন কত মানুষ আক্রান্ত হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে এবং কত মানুষ সুস্থ হচ্ছে।

দেরি না করে শুরু করি

App Download Link

অ্যাপ ডাউনলোড করার পর ওপেন করলেই দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস।

এখানে দেখতে পাবেন গত ২৪ ঘন্টায় এবং সর্বমোট কত মানুষ আক্রান্ত হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ সুস্থ এবং কত মানুষের পরীক্ষা হয়েছে তা জানতে পারবেন।

উপরে দেখুন তিনটা লাইন আছে। সেখানে ক্লিক করলে আর ও কিছু অপশন পারবেন।

করোনা ম্যাপে ক্লিক করার পর ম্যাপ আকারে দেখতে পারবেন।

কল সেন্টার এ ক্লিক করার পর দরকারী সব নাম্বার দেখতে পারবেন।

আশা করি অ্যাপটি সবার কাজে আসবে।

এতক্ষণ আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

ভুলত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।

7 thoughts on "এক ক্লিকে দেখুন করোনা আপডেট"

  1. Avatar photo Haque Battery Contributor says:
    Third quality app. Ato ad??? Mb nosto holo..
    1. Avatar photo Sujoy Contributor Post Creator says:
      Hm ads toh deklam. Kichu income a ashai admin kichu ads bonai se deklam.
    1. Avatar photo Sujoy Contributor Post Creator says:
      Thanks for your support
    1. Avatar photo Sujoy Contributor Post Creator says:
      Thanks for your support

Leave a Reply