হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের পোস্টে আমরা Realme C21 এর জন্য TWRP কাস্টম রিকভারি ইনস্টল করার সহজ পদ্ধতি দেখব। যারা নিজেদের ফোন একটু অন্যরকম করে সাজাতে চান তাদের জন্য এটা বেশ কাজের একটা জিনিস।
TWRP কাস্টম রিকভারি জিনিসটা আসলে কী?
TWRP (Team Win Recovery Project) হলো একটা বিশেষ ধরণের রিকভারি, যেটা আপনার Realme C21 ফোনে কাস্টম রম, মডিউল, ব্যাকআপ – এই সব ইনস্টল করতে সাহায্য করে। মানে ফোনটাকে নিজের মতো করে সাজানোর একটা রাস্তা খুলে দেয় আর কি!
সুবিধাগুলো দেখে নিন:
* কাস্টম রম লাগাতে পারবেন
* ফোনের সব ডেটার ব্যাকআপ রাখতে পারবেন
* মজার মজার মডিউল ইনস্টল করতে পারবেন
* আরও অনেক কিছু!
তবে কিছু ঝামেলাও আছে:
* ফোনের ওয়ারেন্টি চলে যেতে পারে
* একটু ভুল হলেই ফোন নষ্ট হয়ে যেতে পারে (মানে, ব্রিক হয়ে যেতে পারে আর কি!)
* নিরাপত্তার কিছু সমস্যাও হতে পারে
কী কী লাগবে?
* আপনার Realme C21 ফোন
* একটা কম্পিউটার
* ইউএসবি ক্যাবল
* Realme C21 এর জন্য TWRP ইমেজ ফাইল

কীভাবে ইনস্টল করবেন দেখে নিন:
১. ফোনটাকে ফাস্টবুট মোডে নিয়ে যান। (সাধারণত পাওয়ার আর ভলিউম ডাউন বাটন একসাথে চেপে ধরে রাখতে হয়।)
২. ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটার আর ফোন কানেক্ট করুন।
৩. কম্পিউটারে এডিবি আর ফাস্টবুট টুল চালু করুন।
৪. নিচের কমান্ডটা দিয়ে দেখুন ফোন কানেক্ট হয়েছে কিনা:
fastboot devices
যদি কানেক্ট হয়ে থাকে, তাহলে একটা আইডি দেখাবে।
৫. এবার নিচের কমান্ডটা দিয়ে TWRP ইমেজ ফাইলটা ফ্ল্যাশ করুন:
fastboot flash recovery .img
.img এর জায়গায় আপনার ডাউনলোড করা TWRP ইমেজ ফাইলের নামটা লিখুন।
৬. এবার নিচের কমান্ডটা দিয়ে ফোনটাকে রিকভারি মোডে বুট করুন:
fastboot reboot recovery

৭. গুরুত্বপূর্ণ: কাস্টম রিকভারিটা স্থায়ী করতে ম্যাজিস্ক ফ্ল্যাশ করুন। ম্যাজিস্ক ফ্ল্যাশ না করলে, ফোন রিস্টার্ট হলে কাস্টম রিকভারি চলে যাবে। ম্যাজিস্ক ফ্ল্যাশ করতে, ম্যাজিস্ক জিপ ফাইল ডাউনলোড করে TWRP রিকভারি দিয়ে ইনস্টল করুন।


৮. খুব জরুরি: ফোন রিবুট করার আগে ডেটা ফরম্যাট করুন। ফোন রিবুট করার আগে, ডেটা ফরম্যাট করে নিন। এতে ফোন ঠিকঠাক কাজ করবে, কোনো সমস্যা হবে না। TWRP রিকভারিতে “Wipe” অপশন থেকে “Format Data” সিলেক্ট করুন।

ডাউনলোড লিঙ্ক:
* TWRP (Realme C21): ডাউনলোড করুন
* Magisk (Realme C21): ডাউনলোড করুন
সাবধান!
* একটু ভুল হলেই ফোন নষ্ট হয়ে যেতে পারে।
* সবকিছু নিজের দায়িত্বে করবেন।
আশা করি, এই পোস্টটা আপনাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।
যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমি Facebook

One thought on "Realme C21 এর জন্য TWRP এখন কাস্টম রিকভারি ইনস্টল করুন সহজেই!"