আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আলী (রা) এর উদ্দেশে হযরত মুহাম্মদ সা: এর দেয়া ২৩টি উপদেশ

আলী (রা) এর উদ্দেশে হযরত মুহাম্মদ সা: এর দেয়া ২৩টি উপদেশ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়া সাল্লাম তাঁর চাচাতো ভাই ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী রা:-কে অসংখ্য উপদেশ প্রদান করছেন। এসকল উপদেশ কেবল হযরত আলী রা: এর জন্য নয় বরং আমাদের জন্যেও।

তাই আজকের এই লেখায় হযরত আলী রা: কে দেয়া অসংখ্য উপদেশ থেকে বাছাই করা কিছু উপদেশের তালিকা দেয়া হল।

আলী (রা) এর উদ্দেশে হযরত মুহাম্মদ সা: নিচের দেয়া উপদেশ গুলো খালিদ ইবন জাফর ইবন মুহাম্মদ র. …… আলী ইবন আবু তালিব রা: থেকে বর্ণনা করেন। নিচের অসীয়ত তথা উপদেশ কেবল পড়ার জন্য না বরং আমল করার জন্য দেয়া হয়েছে।

১. ‘হে আলী! মুসা (আ)-এর কাছে হারুন (আ)-এর মর্যাদা যেরূপ, আমার কাছেও তোমার মর্যাদা সেরূপ । তবে আমার পর আর কোন নবী নেই ।’ আমি তোমাকে কিছু ওসীয়ত করি। যদি তুমি তা গ্রহণ কর, তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থায় । কিয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে পুনরুত্থান করবেন ফকীহ ও আলিম রূপে।

২. আলী! মু’মিনের আলামত তিনটি:

● সালাত
● ইবাদতে রাত জাগা
● দান-খয়রাত করা।

৩. আলী! মুনাফিকের আলামত তিনটি:

● সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে
● একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে
● মজলিসে আল্লাহ্‌কে স্মরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়।

৪. আলী! জালেমের আলামত তিনটি:

● শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে
● লোকের ধন-সম্পদ জোর করে ছিনিয়ে নেয়
● খাদ্যবস্তুতে হালাল-হারামের পার্থক্য করে না।

৫. আলী! অলসের কয়েকটি আলামত রয়েছে:

● সে আল্লাহ্‌র ইবাদতে অলসতা করে
● সালাত এত বিলম্বে আদায় করে যে, তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়
● অপচয় ও ক্রুটি করে।

৬. আলী! তওবাকারীর আলামত তিনটি:

● হারাম থেকে পরহেজ করা
● জ্ঞানানুদ্ধানে ধৈর্য-ধারণ
● সে কখনো পাপের দিকে ফিরে যায় না, যেমন দোহানো দুধ পুনঃ বাটে প্রবেশ করে না।

৭. আলী! আহাম্মকের আলামত তিনটি:

● আল্লাহ্‌র ফরয ইবাদাতে অবহেলা করা
● আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা
● আল্লাহ্‌র বান্দাদের ত্রুটি বের করা।

৮. আলী! সৌভাগ্যবান ব্যক্তির আলামত তিনটি:

● হালাল খাওয়া
● জ্ঞানীদের সঙ্গে বসা
● ৫ ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা।

৯. আলী! হতভাগ্য লোকের আলামত তিনটি:

● হারাম খাওয়া
● ইলম থেকে দূরে থাকা
● একা একা সালাত আদায় করা ।

১০. আলী! নিষ্ঠাবান ব্যক্তির আলামত তিনটি:

●সে আল্লাহ্‌র ইবাদতে অগ্রগামী হয়,
● আল্লাহ্‌ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে
● যে তার সাথে দুর্ব্যবহার করে, সে তার সাথে সদ্ব্যবহার করে।

১১. আলী! সৎলোকের আলামত তিনটি:

● সৎকাজের মাধ্যমে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভাল করে,
● পরহেজগারির মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে
● নিজের জন্য যা পছন্দ করে, অন্যের জন্যও তা পছন্দ করে।

১২. আলী! সিদ্দীক বা সত্যবাদী ব্যক্তির আলামত তিনটি:

● ইবাদত প্রকাশ না করা
● গোপনে সদকা করা
● মুসীবত কারো কাছে প্রকাশ না করা ।

১৩.আলী! ফাসিক লোকের আলামত তিনটি:

● ফ্যাসাদ পছন্দ করা
● আল্লাহ্‌র বান্দাদের কষ্ট দেওয়া,
● সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকা।

১৪.. আলী! নীচ লোকের আলামত তিনটি:

● আল্লাহ্‌র নাফরমানী করা
● প্রতিবেশীদের কষ্ট দেওয়া
● উদ্ধত ও উশৃঙ্খলতা পছন্দ করা ।

১৫. আলী! আবিদ ব্যক্তির আলামত তিনটি

● আল্লাহ্‌র ইচ্ছার প্রতি অনুগত থাকা
● আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা
● আল্লাহ্‌র সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানো।

১৬. আলী! জ্ঞানী ব্যক্তির আলামত তিনটি:

● সত্য কথা বলা
● হারাম পরিহার করা
● লোকের সামনে বিনয়ী হওয়া।

১৭. আলী! কৃপণের আলামত তিনটি:

● কবরকে ভয় করা
● ভিক্ষুককে ভয় পাওয়া
● যাকাত না দেওয়া ।

১৮. আলী! দম্ভ করবে না, আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না। তোমার হৃদয়ে যেন ব্যথা থাকে কারণ, যার হৃদয় ব্যথিত তাকে আল্লাহ্‌ পছন্দ করেন।

১৯. আলী! দান করে যে তা ফিরিয়ে নেয়, সে যেন বমি করে পুনরায় তা গলাধঃকরণ করে ।

২০. আলী! তুমি প্রফুল্ল থাকবে, আর মুখ কালা করে থেকো না।

২১. আলী! কারো মধ্যে কোন দোষ থাকলেও তুমি কখনো কারো গীবত করবে না। কেননা, সব গোশতেই রক্ত থাকে। গীবতের কাফফারা হলো যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা।

২২. আলী! আল্লাহর অনুগ্রহে তুমি হালাল রিজিক অনুসন্ধান করবে, কারণ হালাল রিজিকের অনুসন্ধান করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরয।

২৩. আলী! তুমি খোশামোদী হবে না এবং খোশামোদীর সাথে বসবেও না। কৃপণ হবে না এবং কৃপণের সাথে সংশ্রবও রাখবে না।

শেষ কথা

এই ছিল আজকে রাসূল সাল্লাল্লাহু ওয়ালাইহি ওয়া সাল্লামের দেয়া ২৩টি উপদেশ। যদিও আলী রা: কে আরও অনেক অসীয়ত তথা উপদেশ দিয়েছিলেন তবে এখানে ২৩টি অসীয়তের তালিকা দেয়া হয়েছে।আল্লাহ তায়ালা আমাদেরকে উপরে উল্লেখিত কথা গুলো আমল করার তৌফিক দান করুক। আমীন

সূত্র:

নবী করীম সা: এর ওসীয়ত – আল্লামা আবুল ফজল আবদুর রহমান সুয়ূতী র:

দ্বীনি কথা শেয়ার করে আপনিও ইসলাম প্রচারে অংশগ্রহণ করুন।

12 thoughts on "আলী (রা) এর উদ্দেশে হযরত মুহাম্মদ সা: এর দেয়া ২৩টি উপদেশ"

    1. Avatar photo MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks
  1. Abir Ahsan Author says:
    অসাধারণ
    1. Avatar photo MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks
    1. Avatar photo MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks
    1. Avatar photo MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks
  2. MD_Tuofiq Contributor says:
    মু’মিনের আলামত তিনটি? না পাঁচটি না ৭ টি?
    1. Avatar photo MD Shakib Hasan Contributor Post Creator says:
      আমার জানা মতে এই তিনটি। আপনার জানা মতো কতটি সন্দেহ হলে খুঁজে দেখতে পারেন।নবী করীম সা: এর ওসীয়ত – আল্লামা আবুল ফজল আবদুর রহমান সুয়ূতী র: এখানে এই তিনটি পাওয়া গেছে
    1. Avatar photo MD Shakib Hasan Contributor Post Creator says:
      Thanks

Leave a Reply