হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। অনেকদিন পর আজকে পোস্ট লিখতে বসলাম। চলুন শুরু করা যাক।
তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি দারুন অ্যান্ড্রয়েড গেম । গেম টির নাম gunship strike 3d । যারা 3d গেম পছন্দ করে তাদের জন্য গেম টি সত্যি helpful । আর এত ভালো গেম টির সাইজ মাত্র ২৭ mb । তো চলুন কিছু তথ্য জেনে নিই ।
১/আপনাকে একটা হেলিকপ্টার দেওয়া হবে ।
২/ সেই হেলিকপ্টার নিয়ে আপনাকে শত্রুর রাজ্যে অ্যাটাক করতে হবে ।
৩/আকাশ থেকে attack করতে পারবেন ।
৪/আপনার mission হল গান আর মিসাইল দিয়ে নিচের টাওয়ার আর জাহাজে থাকা শত্রু কে ধ্বংস করতে হবে ।
৫/গেম টির সাইজ মাত্র ২৭ mb
৬/গ্রাফিক্স একদম উপভোগ করার মতো ।
৭/আপনি চাইলে আপনার হেলিকপ্টার বদলাতে বা আপডেট করতে পারবেন ।
৮/প্রতি লেভেলে difficulty বাড়তে থাকবে ।
চলুন কিছু screenshot দেখে নেয়া যাক
তাই দেরি না করে তাড়াতাড়ি আমার দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলুন । ডাউনলোড
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
আর প্লিজ যদি এই পোস্টটি আপ্নার একটু হলেও উপকারে আসে, তাহলে প্রতিদান হিসেবে দয়া করে আমার youtube channel টা subscribe kore দিন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
onk ager games