প্রকাশিত হয়েছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল। 

যদিও দুপুর ১২টা থেকে ফলাফল পাওয়ার কথা কিন্তু এখনি তা পাওয়া যাচ্ছে। 

ফলাফল পেতে যা যা করতে হবে :

প্রথমে নিচের লিংকে প্রবেশ করুন 



এবার আপনার HSC ROLL, Board এবং পাশের সাল দিয়ে সাবমিট এ ক্লিক করুন আপনার সকল তথ্য এসে যাবে নিচের মত 

এবার User ID এবং পাসওয়ার্ড পাওয়ার জন্য নিচের মত Send SMS এ ক্লিক করুন সাথে সাথে এসএমএস আসবে আপনার দেওয়া নাম্বারে। 

Send SMS এ ক্লিক করার পর নিচের মত লেখা আসবে এবং সাথে সাথে এসএমএস আসবে 

এসএমএস আসবে নিচের মত 

এখানে User ID & Password দেওয়া থাকবে। 

পরবর্তী আপডেট সবার আগে পেতে ভিজিট করুন । 

ধন্যবাদ। 

5 thoughts on "গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে – দেখে নিন কিভাবে পাবেন ।"

  1. Abedin Contributor says:
    ভাইয়া আমারতো (প্রদত্ত তথ্য অনুযায়ী আপনি এখন পর্যন্ত চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হননি। নির্ধারিত পরীক্ষার্থীর সংখ্যা পূরণ না হওয়া সাপেক্ষে পরবর্তীতে আপনি চুড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হলে SMS এর মাধ্যমে তা জানানো হবে।) এই লেখাটা আসছে…..আমি কি পরিক্ষা দেয়ার সুযোগ পাবো
    1. Avatar photo ABU TAHER Author Post Creator says:
      পরবর্তী রেজাল্ট এর জন্য অপেক্ষা
  2. Avatar photo স্বপ্ন Author says:
    সুন্দর পোস্ট ?
    1. Avatar photo ABU TAHER Author Post Creator says:
      ধন্যবাদ ❤️
  3. Avatar photo sharif Author says:
    ভালো পোষ্ট।ভাই ট্রিকবিডির মতো একটা থীম দিতে পারবেন দুইবছর আগে একটা পোষ্ট করেছিলেন।কিন্তু ঐটাতে ডাউনলোড হয় না।প্লীজ ডাউনলোড লিংক দিন?

Leave a Reply