আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 

আজকে আপনাদের সামনে হাজির হলাম Picsart নিয়ে। আপনি নিজে কিভাবে Picsart কে মডিফাই করবেন এবং সেটাকে মোড করবেন সেটা নিয়ে  আজ বিস্তারিত বলা হবে।

Picsart কি?

Picsart হলো ছবি ইডিটিং করার জনপ্রিয় একটি অ্যাপস। আমরা সবাই কমবেশি ছবি ইডিটিং করতে ভালোবাসি । আমাদের পছন্দের মতো ছবি তোলে সেটাকে ভালো সুন্দর করার জন্য আমরা ইডিটিং করি। যদি ভালো একটি Editing অ্যাপস পাওয়া যায় তাহলে ভালো ইডিটিং করে যাকানাকা করা যাবে ছবিটাকে। ছবিকে যাকানাকা করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হলো picsart।আমরা নরমালি পিসি জন্য adobe কানেকশন নিয়ে চলে কিন্তু ফোনে র জন্য তো ভালো একটি অ্যাপস দরকার হয় ।picsart আমাদের মোটামুটি চাহিদা পূর্ণ করে। এখানে ছবি চাহিদার কথা বলে হয়েছে আপনি আবার ওই দিকে যাইয়েন না।

Picsart নিয়ে কিছু কথা :

Picsart যখন প্রথমে রিলিজ হয় তখন তেমন কিছু ছিলো না।  আস্তে আস্তে আপডেট হতে থাকে এবং নতুন নতুন টুলস ব্যবহার করে। আগে আমরা ফ্রীতেই সব টুলস ব্যবহার করতে পারতাম,  কিন্তু এখন অনেক আপডেট হয়েছে অনেক নতুন টুলস ব্যবহার করছে।  যার ফলে এখন ও পাওয়ারফুল টুলস গুলো ব্যবহার করার জন্য তাদের কাছে টাকা দিতে হয় ।মানে একটা চুক্তি করে চালাতে হয়। দিন দিন আরো আপডেট হবে আরো নতুন নতুন টুলস যোগ হবে।

এখন কথা হচ্ছে আমরা সবাই চাই যাকানাক ছবি। কিন্তু কথা হচ্ছে যে যাকানাকা ছবির জন্য যে টুলসটি ব্যবহার করবো সেটা প্রিমিয়ার করে দিতে। মানে তাদেরকে টাকা দিয়ে ওই টুলস ব্যবহার করতে হবে। কিন্তু সবার তো সাধ্য নাই ওই টুলস কেনার কারণ অধিকাংশ আমরা ছাত্র। এতো টাকা কোথায় পাবো। তাই বলে কি আমরা ওই টুলস ব্যবহার করতে পারবো না। হ্যাঁ অবশ্যই পারবেন আর সেটা কেমনে পারেন সেটা আজকে দেখানো হবে। চলুন আর কথা না বলে কাজে নামা যান।

 

 

আমি প্লে স্টোর থেকে picsart ডাউনলোড করলাম ।

 

Antisplit

MT manager

NP manager

দেখেন আমার ছবিকে যাকানাকা করার জন্য আমার থেকে ১৬৯০ টাকা চাচ্ছে যা কিনা আমাকে বিক্রি করলেও হবে না…. মজা করলাম।

আমার দেওয়া লিংক থেকে তিনটি অ্যাপস ডাউনলোড করে নিবেন এবং ইনস্টল করবেন।

প্রথমে আমরা MT manager অ্যাপসটি ওপেন করবো।

কিছু পারমিশন চাইলে দিয়ে নিবেন।

এখন আমরা থ্রী ডটে ক্লিক করবো।

Extract Apk ক্লিক করবো।

যেহেতু আমরা picsart নিয়ে কাজ সেহেতু picsart এর উপরে ক্লিক করবো এবং  extract apk ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার picsart phone মেমোরিতে চলে আসচ্ছে।

এখন আমরা picsart এর উপরে একটি ক্লিক করবো তখন আমরা view নামে একটি অপশন পেয়ে যাবো সেখানে  ক্লিক করবো।

View ক্লিক করার পর এই রকম চারটি অ্যাপস দেখতে পাবো আমরা base. Apk উপরে ট্যাপ করে ধরে রাখবো তারপর Extract ক্লিক করবো।

এখন আমরা NP manager চলে যাবো।

একটু আগে যেটা extract করলাম সেটার উপরে একটি ক্লিক করবো এবং function ক্লিক করবো।

এখন আমরা remove signature verification ক্লিক করবো।

এখন kill signature verification ++2.0 তে ক্লিক করবো।

এখন simple apk ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন base_kill2.apk আর একটি অ্যাপস চলে আচ্ছে।

আমরা আবার MT manager এ চলে আসবো। এবং আগে যে অ্যাপসটি কে আমরা extract করলাম base.apk সেই অ্যাপসটি এখন আমরা ডিলিট করে দিবো।

এখন আমাদের একটি অ্যাপস Add করতে হবে। মানে একটু আগে NT manager দিয়ে যেই অ্যাপসটি kill করলাম সেই অ্যাপসটি base.apk যে ডিলিট করলাম সেখানে অ্যাড করে দিবো।

আমরা base_kill2.apk কে রিমেন করবো base.apk দিবো।

আমরা চলে যাবো তৃতীয় নাম্বার অ্যাপসটিতে ।যার নাম antisplit । আমরা এখন antisplit ওপেন করবো।

একটু আগে যে base_kill2.apk রিনেম করলাম সেটা তো picsart অ্যাপস এর ভিতরে ডুকে করছি।  আমরা সেই picsart অ্যাপটিকে সিলেক্ট করে দিবো এবং merge ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার merge করা শেষ।

আবার MT manager ওপেন করবো এবং একটু আগে যে merge করছি সেই অ্যাপসটির উপরে একটি ক্লিক করবো।

এখন আমরা view তে চলে যাবো।

এখন কথা হচ্ছে যে class যতগুলো ফাইল আছে তার নিচ থেকে সব ফাইল সিলেক্ট করবো এবং উপরের কিছু ফাইল সিলেক্ট করবো।

 

 

এখানে দেখেন আমি যেগুলো রাখছি আপনি ঠিক সেই গুলো রাখবেন এবং বাকি গুলো ডিলিট করে দিবেন।

ডিলিট করা শেষ হলে আমরা যেকোন একটি class ক্লিক করবো এবং Dex editor plus ক্লিক করবো।

এখানে সব গুলো classes কে সিলেক্ট করে ওকে তে ক্লিক করবো।

তারপর search এ ক্লিক করবো এবং পরে start a new search ক্লিক করবো।

এখানে search লিখবো subscriptionh

এবং search type দিবো method name তার search subdirectories মার্ক করে দিবো এবং exao.. match আনমার্ক করে দিবো। তারপর ওকে ক্লিক করবো।

তারপর একটু রেজাল্ট আসবে তার উপরে ক্লিক করবো।

 

তারপর। ১৯৩ লাইন খুজে বের করবেন এবং আমি যেখানে পয়েন্ট রাখছি সেই জায়গায় রেখে goto তে ক্লিক করবেন।

আগের মতো এইটাও সেম কাজটা করবেন ৩১৫৫ টা খুজে বের করে goto তে ক্লিক করবেন।

এখন আমরা const/4 v0,0x0 এইটা খুজে বের করবো এবং  ,0x0 এখানে 0x1 করে সেইভে ক্লিক করবো।

সেইভ করা হলে back ক্লিক করলে এই রকম পপ আসবে আপনি save and exit ক্লিক করবেন।

আবার ও back দিলে এইরকম পপ পাবেন এখানে auto sing মার্ক করে ওকে তে ক্লিক করবেন।

আমাদের কাজ শেষ এখন আমরা picsart কে ইনস্টল করবো ।

দেখতে পাচ্ছেন আমি যাকানাকা টুলসটি ব্যবহার করতে পারছি ।তাকে কোন টাকা দিতে হয় না।

এখন আপনি সকল টুলস ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা করবে না। তো আজ এই পর্যন্তই থাক পরে না হয় অন্য কিছু নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

বি:দ্র : সবাইকে বলছি স্কিনসর্ট দিয়ে তো মনে কথা বলা যায় না তাই কষ্ট করে যদি সব লেখা পড়েন আশা করি আপনি বুঝতে পারবেন। যদি না পারেন আমি তো আছি আপনাদের পাশে।

Facebook

Telegram

YouTube

 

 

66 thoughts on "[HOT POST ] Picsart Premium account এর দিন শেষ Picsart কে কিভাবে নিজে Mod করবেন চলুন দেখে আশা যাক ।"

  1. mrfarhanisrak Levi Author says:
    অনেক বড় প্রসেস।তার চেয়ে বরং আমি picsart গোল্ড ডাউনলোড দিবো।?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Vai Ei ta kon kotha ..ekto try koren dekhe dekhe hoye jabe ..
  2. Rayhan Hosen Refat Author says:
    সম্ভব হলে ফাইলটা সেয়ার করুন। এতে উপকার হবে
    1. Avatar photo abir Author Post Creator says:
      Wait koren dicci
    2. Avatar photo abir Author Post Creator says:
      https://t.me/abir1487/15
      File ta download kore niyen
  3. Avatar photo MD FAYSAL Contributor says:
    ওয়াও very high and best post this Year ???
  4. Avatar photo MD FAYSAL Contributor says:
    ওয়াও very high and best post this Year ???
    1. Avatar photo abir Author Post Creator says:
      Tnq
  5. Avatar photo Sohag21 Author says:
    এত কাজ করতে পারবো না, আমি অলস। মোড ভার্সন ডাউনলোড করি। পোষ্ট কিন্তু ভালো হয়েছে।
    1. Avatar photo abir Author Post Creator says:
      Tnq
  6. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    অসাধারণ ছিল ভাই ?
    1. Avatar photo abir Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Avatar photo abir Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Avatar photo abir Author Post Creator says:
      ধন্যবাদ।
  7. Avatar photo Rahad Author says:
    oasadaron keep it up!!?
    1. Avatar photo abir Author Post Creator says:
      ধন্যবাদ।
  8. Avatar photo Trickbd Support Moderator says:
    Keep it up. Thanks for sharing your knowledge.
    1. Avatar photo abir Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ❤❤
  9. Avatar photo Abuzar Gifary Contributor says:
    apk ta den vai
    1. Avatar photo abir Author Post Creator says:
      Ji vaiya pore check kore niyen ami diye dibo ..
    2. Avatar photo abir Author Post Creator says:
      https://t.me/abir1487/15
      Vai ekhan theke download kore nen
  10. Avatar photo Foysal Contributor says:
    মোবাইল দিয়ে ওয়াইফাই হ্যাক করা শেখান৷ রুট ছাড়া
    1. Avatar photo abir Author Post Creator says:
      Asbe inshallah
    2. Avatar photo H. M. Mozammal Hoque Contributor says:
      আমিও অপেক্ষায় আছি
  11. Avatar photo Alimul Islam Author says:
    Awesome post ♥️♥️♥️
    1. Avatar photo abir Author Post Creator says:
      ধন্যবাদ।
  12. Avatar photo Siratunnoby Contributor says:
    ভাই পারলে ফুড পান্ডা এর মোড টা শেয়ার করিয়েন। সেটা অল্প কিছু জনের কাছে আছে৷ তারা একাই সুবিধা ভোগ করে??
    1. Avatar photo abir Author Post Creator says:
      Ok vaiya
  13. Avatar photo Shakib Expert Author says:
    Thanks For providing Apk After Modding…

    prottekbar Mod Shikanor Por Apk ta provide kore diyen kindly amader upokar hobe ❤

    1. Avatar photo abir Author Post Creator says:
      Ok vaiya ..telegram a deoya ase
      https://t.me/abir1487/15
    2. Avatar photo Shakib Expert Author says:
      Thanks again ❤
    3. Avatar photo abir Author Post Creator says:
      Welcome
  14. N.A.Khan Contributor says:
    Nice post. Thanks brother. It’s working…
    1. Avatar photo abir Author Post Creator says:
      Welcome . You are brilliant.
  15. Avatar photo $r@b0n99 Contributor says:
    By this post u have proved u r genius.Go ahead.
    Waiting for wifi hacking series..with android
    1. Avatar photo abir Author Post Creator says:
      Inshallah asbe সাথে থাকুন।
  16. lemon rakib16 Contributor says:
    Apni ki avabe faceapp ta mod kore dite parben, onek valo hoto
    1. Avatar photo abir Author Post Creator says:
      Hole share korbo
  17. Aryan+Sami Contributor says:
    Merge kotre parchina, file show korchena
    1. Avatar photo abir Author Post Creator says:
      Fb knock den and ss den
  18. Rezaul013 Contributor says:
    Vai fb te sms disi inbox check koren…
    1. Avatar photo abir Author Post Creator says:
      Ok
  19. Rezaul013 Contributor says:
    Bro agula lucky patcher dia kora jaye?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Se kinto sob device support korbe na r Jake den na kn take obosoi lucky patcher install thakte hoy
  20. Aryan+Sami Contributor says:
    ভাই, অটো ব্যাক বাটন প্রবলেম সল্ভ করার কেনো ওয়ে আছে? Android 11
    1. Avatar photo abir Author Post Creator says:
      Apnar ki auto back ase ..
    2. Aryan+Sami Contributor says:
      Hmm vai amar auto back hoye jay. Redmi 10c phone
  21. Avatar photo Sajib Mahmud Contributor says:
    ভাই,ইমু মোড ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না।ব্যাপারটা একটু দেখলে ভালো হতো ফ্যামিলি মেম্বারসরা সবাই ইমু ব্যাবহার করার কারণে আমাকেও করতে হয়।
  22. Avatar photo Sajib Mahmud Contributor says:
    ভাই,,,,ইমু মোড ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না।ব্যাপারটা একটু দেখলে ভালো হতো ফ্যামিলি মেম্বারসরা সবাই ইমু ব্যাবহার করার কারণে আমাকেও করতে হয়।
    1. Avatar photo abir Author Post Creator says:
      Accha ami Ei mod ta use kori apni caile Ei ta use korte paren.
      https://drive.google.com/file/d/19_WfETbEfvv2vrgr6RVxXZOVcMUd-fbu/view?usp=drivesdk
  23. Avatar photo abir Author Post Creator says:
    Telegram theke download kore nen drive paben na ..
    https://t.me/abir1487/17
    1. Avatar photo abir Author Post Creator says:
      Tnq
  24. Avatar photo iT LeArNeR Contributor says:
    Long & hard process… Arektu sohoj kore dile valo hoto regular used app gula diya… Jemon es file explorer, lucky patcher + mt manager?… Jani na hobe kina?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Vai lucky patcher sob apps hoy na ..r Jodi hoy Seta onno phone gele take lucky patcher install korte hoy.
    2. Avatar photo iT LeArNeR Contributor says:
      Ami sudu signature verification remove er jonno lucky patcher er kotha bolechi?
  25. Avatar photo abir Author Post Creator says:
    Accha
  26. Avatar photo Sohag21 Author says:
    ভাই আমার Samsung Galaxy M02 ফোনে Anti Split অ্যাপে NP Manager, MT Manager এর কোনো অ্যাপ, ডেটা কিছুই দেখায় না আসে না। এর জন্য অর্ধেক স্টেপ ফলো করে আর করতে পারি নি। সমাধান চাই এটার। ?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Telegram knock den
  27. Avatar photo Shanto Khan Contributor says:
    Itop vpn mod cai vaiya pc ba android.
    1. Avatar photo abir Author Post Creator says:
      Try korbo
  28. Avatar photo abir Author Post Creator says:
    Tnq apnar website kn vai
  29. mrfarhanisrak Levi Author says:
    সুন্দর।

Leave a Reply