আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন।
বর্তমানে ইন্টারনেট প্যাকের দামের অবস্থা সবাই জানেন। এখন ১ জিবি কিনতে গেলেও কমপক্ষে ৩০-৩৫ টাকা (অফার বাদে) খরচ করতে হয়।

আবার যদি একটু বেশি এমবি কিনতে যান তখন দেখা যায় এদের দামও আরো বেশি চড়া। দাম একটু বেশি সমস্যা নাই, কিন্তু অনেক সময় দেখা এদের মেয়াদও খুবই কম।

টেলিটকে যা একটু কম দামে ইন্টারনেট প্যাকেজ কিনবেন সেখানেও সমস্যা। নেটওয়ার্ক পায় না, নেটওয়ার্ক পায় তো 4G পায় না, আবার 4G পায় তো ইন্টারনেট চলে না।

যাই হোক, ইন্টারনেট প্যাকেজের এই সমস্যার ভীড়ে আজকের প্যাকেজটি হয়তো কারোর জন্য একটু আশার আলো হতে পারে।

যে প্যাকেজটির কথা বলব এটি মুলত একটি কম্বো প্যাকেজ। অর্থাৎ 4GB + 50 min যার মেয়াদ হচ্ছে ৩০ দিন। তবে শুধুমাত্র রবি গ্রাহকদের জন্য।

রবি সবসময়ই চেষ্টা করে গ্রাহকদের কম দামে ভালো কিছু প্যাকেজ দিতে। যদিও তারাও এখন দিন দিন অন্যান্য অপারেটরদের পথে চলতেছে।

যারা কম পরিমাণ ইন্টারনেট ব্রাউজ করেন (বিশেষ করে, এখন এসএসসি এবং সামনে এইচএসসি ব্যাচের পরিক্ষার্থীরা) + একমাস মেয়াদের জন্য ইন্টারনেট প্যাকেজ কিনতে চান তাদের জন্য এই প্যাকেজটি বেষ্ট বলে মনে করি। একমাস মেয়াদে 4G জিবি তো পাচ্ছেন পাচ্ছেন, পাশাপাশি ৫০ মিনিটও পাচ্ছেন। আর দামও অনেক কম, ৬০ টাকা।

এটি মুলত রবির নতুন একটি প্যাকেজ। আগে মুলত এই প্যাকেজটি *১ জিবি + ৪৫ মিনিট, ৩০ টাকায়* এই রকম ছিল। বর্তমানে তা পরিবর্তন করে ৪জিবি করা হয়েছে (উপরে যেমনটি বললাম)

যাইহোক, অফারটি নেওয়ার জন্য যে কোডটি ডায়াল করতে হবে *212*560#তবে, অফারটি নেওয়ার আগে আপনার সিমে অবশ্যই ৬০ টাকার বেশি (কমপক্ষে ৬১ টাকা) রাখতে হবে।

Internet Min Validity Tk Code
1GB+3GB 50 Min 30 Days 60TK *212*560#

..
আশা করি যারা ১ মাস মেয়াদে ৪-৫ জিবি ইন্টারনেট কিনতে চান তাও আবার কম দামে, তাদের জন্য এটি একটি বেস্ট ইন্টারনেট প্যাকেজ হবে। বিশেষ করে, এসএসসি এবং আসন্ন এইচএসসি পরিক্ষার্থীদের জন্য।

41 thoughts on "রবিতে ৪ জিবি + ৫০ মিনিট, মাত্র ৬০ টাকা (মেয়াদ ৩০ দিন)?"

  1. Avatar photo Md Mahabub Khan Author says:
    কিনার কোড?
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      পোস্টে তো দেওয়া হয়েছে।
  2. Avatar photo Md Mahabub Khan Author says:
    Java sat list dakha jai na
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      দুঃখিত। *212*560#
    2. eifarudskof Contributor says:
      দুঃখিত ভাই
  3. Avatar photo abir Author says:
    Ei gholo kon offer hoilo …
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      তাহলে কোন গুলা অফার
  4. Avatar photo MD Tamim Ahmed Contributor says:
    ভালো অফার ছিল। কিন্তু আমার রবি সিমটা আমি হারিয়ে ফেলেছি।
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      ?
    2. eifarudskof Contributor says:
      দুঃখ জনক
  5. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এর চাইতে জিপি ভালো ৩০ টাকায় ৩ জিবি ৩০ দিন
  6. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এর চাইতে জিপি সিম দিয়ে ভালো
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      কি ভালো? এইরকম একটা জিপি সিমের অফার বলেন দেখি
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      30 টাকায় ৩ জিবি ইন্টারনেট ৩০ দিন । তবে সবার জন্য না বন্ধ সিম এর জন্য
  7. JunayedMh Contributor says:
    Offer asteche na to
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      প্রথমত এটা কোনো অফার নয়, প্যাকেজ। সব রবি ইউজাররাই নিতে পারবে। যাইহোক, কোড ডায়াল করার পর কি দেখায়?
    2. JunayedMh Contributor says:
      Your request has been recorded and will be proceed
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      ?
  8. Emon Rana Contributor says:
    Thank you. Your request has been recorded and will be processed.
    Eta dekhay ..but 2 hours holo ekhono kono pelam nah ..kono sms ow ashe ni , tk ow kateni …
    Note : amar phone e 63 to ache ..
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      আসার তো কথা
  9. Avatar photo Surjo Author says:
    এইটা কোনো পোস্ট হইলো ?
    ট্রিক বিডি থেকে এমন পোস্ট ভিজিটর আশা করে না।
    আমি খুব হতাশ হইলাম পোস্ট দেখে।
    এমন পোস্ট না করলেই ভিজিটর দের জন্যে ভালো হবে।
    1. Emon Rana Contributor says:
      Taw jodi kaj korto taholeo ekta kotha … Kaj e korena
    2. eifarudskof Contributor says:
      হুম ভালো হবে
  10. Avatar photo Amio Ashik Contributor says:
    koto bar neua jabe ?
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      যতবার নিতে চান
    2. eifarudskof Contributor says:
      আনলিমিটেড
  11. Emon Rana Contributor says:
    Ekbar e to ashe nah vai .. jotobar kmne nibo ?
    Apnar kache proved ache kono ?? Naki emni e post korchen ?
    1. Avatar photo Lipon Islam Author Post Creator says:
      এমনি না, আমি এখনো ইউজ করতেছি
    2. eifarudskof Contributor says:
      না ভাই আমি নিয়েছি তাই আপনাদের কে বলা
  12. Avatar photo TAHER Author says:
    এটা সবাই পাবে মনে হয় না
  13. Avatar photo Kazi Mahbubur Rahman Author says:
    Nice offer but অফারটি সবার জন্য না

    এই অফারটি একটি নম্বর ভিত্তিক অফার। শুধুমাত্র এসএমএস পেয়ে থাকলে অথবা মাই রবি অ্যাপ অথবা *৮৮৮# ডায়াল করে দেখে থাকলে অফারটি উপভোগ করতে পারবেন।
    এ ধরনের অফারগুলো পেতে হলে, অনুগ্রহ করে যেদিন এসএমএস পেয়েছেন সেদিন ই প্রসেস মেনে অফারটি নিতে পারবেন। ৩০ মিনিটের মধ্যেই আশা করছি অফারটি পেয়ে যাবেন।
    মাই রবি অ্যাপ থেকে মাই অফার অপশনে ক্লিক করে জেনে নিতে পারবেন আপনার নম্বরের জন্য নির্ধারিত অফার এবং সহজেই চালু করে নিতে পারবেন। সেই সাথে পাবেন স্পেশাল রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধা ।
    মাই রবি অ্যাপ থেকে আপনার নম্বরের সকল অফার জানতে অনুগ্রহ করে নিচের লিংকটি ভিজিট করুন ঃ
    https://www.robi.com.bd/en/personal/my-robi-app
    এছাড়া, আপনি *৮৮৮# ডায়াল করেও আপনার নম্বরের সকল অফার জেনে নিতে পারবেন ।
    এছাড়া, আরও আকর্ষণীয় মিনিট বান্ডেলগুলো দেখতে এবং চালু করতে অনুগ্রহ করে *০# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
    Thank You.

    1. eifarudskof Contributor says:
      ট্রাই করেন
  14. Avatar photo MD Tamim Ahmed Contributor says:
    গ্রামিণ ফোনে আনলিমিটেড মেয়াদের কোন অফার থাকলে বলিয়েন।
    1. Avatar photo Rakib Author says:
      Ase to my gp ck den.. 999 tkr ase?
    2. eifarudskof Contributor says:
      নাই ভাই
  15. GHÕST FF 420 Contributor says:
    ধুর মিয়া, ফাজলামির একটা লিমিট থাকা দরকার,, সিমে 70 টাকা রেখে 4 থেকে 5 বার এই কোড ডায়াল করছি টাও আসে না,,, এইরকম ফাউল মার্কা পোস্ট করে মানুষ হৈরানি করার কোনো মানেই হই না ।

Leave a Reply