আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে লিখেছিলাম সেটা হচ্ছে যে কোন মুভি বা ভিডিও বাংলা সাবটাইটেল দিয়ে দেখবেন কিভাবে। তাহলে চলুন শুরু করা যাক।

 

এই কন্টেন্ট এ যা আছে:—

1. সাবটাইটেল কি?

2. সাবটাইটেল কোথায় পাবো?

3. সাবটাইটেল কিভাবে ব্যবহার করব?

4. সাবটাইটেল বাংলা ভাষায় ট্রান্সলেট।

5. যে ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল দেওয়া আছে সেটা এক্সট্র্যাক্ট করে বাংলা ভাষায় ট্রান্সলেট।

6. সাবটাইটেল এর ফরমেট কি? সাবটাইটেল এর ফরমেন্ট চেঞ্জ করার নিয়ম। (ass to srt)

 

 

1~সাবটাইটেল কি?

আপনি যদি সাবটাইটেল সম্পর্কে না জানেন, তাহলে আপনাকে জানিয়ে দেই। বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন ভাষায় মুভি , টিভি সিরিজ , ওয়েব সিরিজ ইত্যাদি থাকে। অন্য ভাষার হওয়ার কারণে আমরা বুঝতে পারিনা। আমরা যখন সাবটাইটেল ব্যবহার করব তখন ভিডিওতে যা বলবে ওটাই আপনার স্কিনের নিচে ছোট করে লেখা আসবে। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশটটি দেখুন।

 

আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন পরের স্টেপে যাওয়া যাক।

 

 

2~সাবটাইটেল কোথায় পাবো?

বর্তমানে যে ভিডিওগুলো ডাউনলোড করা হয় সেগুলান .MKV ফরমিটে থাকে। তাছাড়া প্রায় সব ফরমেটের ভিডিও গুলাতে সাবটাইটেল যুক্ত করা থাকে। এবং সেখানে ইংরেজি সাবটাইটেল দেওয়া থাকে। আর যদি দেওয়া না থাকে তাহলে আপনারা সাবসীন থেকে ডাউনলোড করে নেবেন। সাবসিনে সকল ধরনের ভিডিও এর সাবটাইটেল পাওয়া যায়। যদি বাংলা না থাকে তাহলে যেকোনো ভাষার একটা ডাউনলোড করে নিবেন, বাংলায় ট্রান্সলেশন করার নিয়ম আমি দেখিয়ে দিব। এখানে সাবটাইটেল জিপ আকারে থাকে। সাবটাইটেল ডাউনলোড করার পর। সেটাকে extract করলে আপনি সাবটাইটেল গুলো দেখতে পারবেন।

 

3~সাবটাইটেল কিভাবে ব্যবহার করব?

সাবটাইটেল যেভাবে ব্যবহার করবেন এটা নিয়ে ট্রিকবিডিতে আগেই একটি পোস্ট আছে। যেটা ৫ বছর আগে করা হয়েছিল। সেটা দেখলাম কিন্তু কোন স্ক্রিনশট ঠিকমতো পেলাম না। তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।

প্রথমে আপনি ম্যাক্স প্লেয়ার বা আপনার থাকা যেকোনো ভিডিও প্লেয়ার ওপেন করুন। তারপর সেটিং এ গিয়ে subtitle এ ক্লিক করুন। যদি সিটিং এ না পান তাহলে দেখেন নিচের স্ক্রিনশটে দেখানো লোগো এর জায়গায় ক্লিক করুন।

তারপর ওপেন এ ক্লিক করুন। তারপর যেখানে সাবটাইটেল দিয়ে রেখেছেন সেখানে গিয়ে সিলেক্ট করে দিন। সিলেট করার পর যদি কোন পপ আপ উইন্ডো আসে তাহলে, রিপ্লেস এ ক্লিক করুন করুন। অ্যাড এ ক্লিক করবেন না, যদি অ্যাড এ ক্লিক করেন তাহলে ভিডিওতে থাকার সাবটাইটেল এবং আপনার দেওয়া সাবটাইটেল দুইটাই দেখাবে।

 

4~সাবটাইটেল বাংলা ভাষায় ট্রান্সলেট:

আপনি যে সাবটাইটেল ডাউনলোড করেছেন, সেগুলো বিভিন্ন ভাষায় হতে পারে। সাবসীন থেকে ডাউনলোড করার সময় ল্যাঙ্গুয়েজ বা ভাষা দেখে ডাউনলোড করবেন। যদি আপনার ইংরেজি পড়তে সমস্যা হয় তাহলে বাংলা এ ট্রান্সলেট করে নিতে পারবেন। বাংলা ট্রান্সলেট করার জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তাদের মধ্যে আমার দেখা বেস্ট কয়েকটার নাম দিলাম। সাবটাইটেল গুলো গুগল ট্রান্সলেট দ্বারা পরিচালিত হবে। মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা অর্থ আসতে পারে।

List:

subtitlestranslator.com(মোটামুটি ফাস্ট আপনার ফোন উপর ডিফেন্স করবে, সর্বোচ্চ বিশটা একসঙ্গে ট্রান্সলেট করতে পারবেন।)

Muti subtitles translator(এটা অনেক দ্রুত ট্রান্সলেট করে। কিন্তু মাঝে মাঝে দুই তিনটা লাইন একসঙ্গে হয়ে যায়। সর্বোচ্চ বিশটা একসঙ্গে করতে পারবেন।)

syedgakbar.com(একটু স্লো কাজ করে, সর্বোচ্চ একটা ট্রান্সলেট করতে পারবেন)

 

সাবটাইটেল ট্রান্সলেট করার জন্য একটা অ্যাপ রয়েছে। যেটা আমাকে অনেক ভালো লেগেছে। কিন্তু এখানে সর্বোচ্চ একটা করতে পারবেন।

Link:Click here to download(play store)

 

 

5~যে ভিডিওতে অটোমেটিক সাবটাইটেল দেওয়া আছে সেটা এক্সট্র্যাক্ট করে বাংলা ভাষায় ট্রান্সলেট:

 

বর্তমান ভিডিওতে একবারে ভিডিও সঙ্গে যুক্ত করা থাকে। তাহলে উপরে যে নিয়ম দেখিয়ে দিলাম, সে নিয়ম অনুযায়ী কাজ করে সাবটাইটেল এড করে দিবেন। যদি সাবটাইটেল না পান, তাহলে ভিডিওতে থাকা সাবটাইটেল কিভাবে বের করবেন তা দেখিয়ে দিলাম। প্রথমে নিজের অ্যাপটি ডাউনলোড করুন।

তারপর ভিডিওটি সিলেক্ট করুন। সিলেট করার পর দেখুন নিচের সাবটাইটেল চলে এসেছে।

 

তারপর “go” তে ক্লিক করুন। দেখেন সাবটাইটেল টি আপনার স্টোর এ সেভ হয়ে গেছে। এখন উপরের নিয়ম অনুযায়ী এটা বাংলায় ট্রান্সলেট করে নিন।

 

6~সাবটাইটেল এর ফরমেট কি? সাবটাইটেল এর ফরমেন্ট চেঞ্জ করার নিয়ম। (ass to srt)

 

সাবটাইটেল ফরমেট কেমন কঠিন কিছু নয়। বিভিন্ন ফাইল এবং ভিডিও যেমন ফরম্যাট থাকে, সেরকম এটিরও আছে। সাধারণত সব সাইট টাইটেল ass রূপে থাকে। এই subtitle গুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন না। এগুলো সাইজ অনেক বড় হয়। পুরা স্কিন টাই ভর্তি হয়ে যায়। যার ফলে ভিডিওটা দেখা যায় না। সাধারণত এটি পিসির জন্য ব্যবহার করা হয়। কিন্তু srt রূপে থাকা সাবটাইটেল গুলো আপনি নিজের মতো করে বড়, ছোট, কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার, ইত্যাদি লাগাতে পারবেন।

 

তাই ass থেকে srt তে রূপান্তর করা অনেক জরুরি। এটির জন্য বেস্ট একটি ওয়েবসাইট আছে।

সেখানে আপনি একসঙ্গে ২০০০ এরও বেশি সাবটাইটেল এর ফরমেট চেঞ্জ করতে পারবেন। এখানে আপলোড করার সময় , লং ট্যাপ করে সিলেক্ট অল করে আপলোড করে দিবেন। আমি এখানে সর্বোচ্চ ৫০০ টা একসঙ্গে করেছিলাম। এবং সবগুলোই ত্রুটিহীন ছিল। আর এই ওয়েবসাইটে কোন অ্যাড নেই।

Website: Click here

 

 

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোন পোস্টে।এই জন্য প্রতিদিন trickbd ভিজিট করুন। পোস্টটি করার জন্য ধন্যবাদ।

Trickbd তে আরো পড়ুন:

[Netflix Premium] মোবাইল/পিসি’তে ফ্রিতেই স্ট্রিম করুন নেটফ্লিক্স। [Premium Cookies]

শুধু কমেন্ট করেই জিতে নিন পুরস্কার। এখনই অংশগ্রহণ করে আপনার রিওয়ার্ডস লুফে নিন।

20 thoughts on "যেকোনো ভিডিও থেকে সাবটাইটেল বের করার নিয়ম। সব ধরনের টিভি সিরিজ, মুভি,অ্যানিমেশন সিরিজ দেখুন বাংলা সাবটাইটেলে।"

  1. Avatar photo Najmul Nazu Author says:
    ইউনিক পোস্ট
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Donnobad vi…
  2. Avatar photo Raju Das Rudro Author says:
    অনেক তথ্যই জানা হয়ে গেলো। ধন্যবাদ।
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Wellcom….?
    2. Avatar photo MD Zakaria Contributor says:
      আসলেই ভাই
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    সাবটাইটেল দিয়ে অবশ্য আমি দেখি না হিন্দি ডাবিং হলে দেখি তবুও ইউনিক পোস্ট করেছেন
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Tnx vi……
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      You are welcome vai
    3. Avatar photo MD Zakaria Contributor says:
      যে কোন দেশের ভাষার মুভি দেখা অনেক সহজ হয়
  4. Aubdulla Al Muhit Contributor says:
    Super,duper and topper. Really it is benefit to all.
    ইউটিবাররা লাইভে যারা এরকম করে দিত তখন আমিও ভাবতাম এগুলো করে কিভাবে ? এখন নিশ্চিন্ত হলাম ।
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Many many thanks bro…….?
    2. Avatar photo MD Zakaria Contributor says:
      আসলে অনেক উপকারে আসছে
  5. Avatar photo MD Zakaria Contributor says:
    আমি সাবটাইটেল আগেও ব্যবহার করেছি বাট আজ নতুন কিছু শিখলাম ধন্যবাদ
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Wellcom
  6. Rubel Mini Contributor says:
    Video edit kore ki subtitle change kora jabe
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      যদি আপনি subtite তৈরি করে আপনার ভিডিও তে লাগাতে চান তাহলে হবে…. কিন্তু আমি এখানে ভিডিও থেকে সাবটাইটেল বের করারর নিয়ম দেখাইছি।
  7. Avatar photo Xein Ahmed Author says:
    কাজে লাগবে টপিকটি অনেকের?
    1. Avatar photo Ultimatix LiMoN ミNLミ Author Post Creator says:
      Tnx….
  8. @raiyan02 Contributor says:
    ভিডিও বিভিন্ন ভাষায় ডাবিং করে কিভাবে এটা নিয়ে একটা পোস্ট চাই
  9. Avatar photo Sohag21 Author says:
    প্রশংসনীয় এবং উপকারী পোস্ট ?

Leave a Reply