আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

রিজিক নিয়ে টেনশনে আছেন। রিজিকের চিন্তা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলেন।


রিজিক নিয়ে আমরা অনেক টেনশনে থাকি। আমাদের যখন কোন কাজ থাকে না তখন রিজিকের সন্ধান করতে থাকি। রিজিক নিয়ে টেনশন করতে থাকি। পৃথিবীর সকল জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ তায়ালা নিয়েছে। রিজিকের সর্বনিম্ন স্থান টাকা পয়সা, অর্থ-সম্পদ সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান। পরিপূর্ণ স্থান মহান আল্লাহ তায়ালা সন্তুষ্টি যেটা খুব গভীর একটি বিষয়।

যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত। কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত। কবে কোথায় মারা যাবো সেটা লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানা কমনা একটি বেশিও না এটা লিখিত। আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তায়ালা নিয়েছেন। আমি হালাল উপায়ে করবো না হারাম
উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।

যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তায়ালা কাছে চায় তাহলে হালাল উপায়ে এক কোটি টাকা আয় করে আমি মারা যাব। হারাম উপায় হলেও এক কোটি। আমি যেই ফলটি আজকে ঢাকায় বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে। তখন এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গিয়েছে। দোকানে অনেকেই এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কিনেনি।

এইসব ঘটনার কারণ একটাই ফলটা আমার রিজিকে লিখিত। যতক্ষণ আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না নিজের যেহেতু লিখিতভাবে ফলটি না খেয়ে মারা যাবো না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যে আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় এসেছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তায়ালা আমার মাধ্যমে তার কাছে দিচ্ছে মাত্র।

হতে পারে এর মধ্যে আমাদের মঙ্গল রয়েছে আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তায়ালা
উপর কতটুকু তাওয়াক্বুল আছি কতটুকু ভরসা করে আছি। আল্লাহ তায়ালা বলেন→ দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই যার রিজিকে দায়িত্ব আল্লাহ উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।( সূরা হুদ আয়াত ৬)

যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন কোন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবেনা। (সূরা তালাক আয়াত ২-৩) আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।

আপনার ওয়েবসাইটের জন্য আর্টিকেল প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে আমি

24 thoughts on "রিজিক নিয়ে টেনশনে আছেন। রিজিকের চিন্তা আজকে থেকে মাথা থেকে ঝেড়ে ফেলেন।"

  1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা রিজিকের মালিক ???
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      হুম ।
  2. Md Sadrul Hasan Dider Contributor says:
    অনেক গুরুত্বপুর্ণ তথ্য ,ধন্যবাদ ভাইয়া।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ওয়েলকাম
  3. Avatar photo Sabbir rahman Author says:
    আলহামদুলিল্লাহ
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ?
  4. Avatar photo TAHER Author says:
    আল্লাহ তায়া’লা রিজিকদাতা ?
    সুন্দর পোস্ট
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ধন্যবাদ।
    2. Avatar photo TAHER Author says:
      Welcome
  5. mrfarhanisrak Levi Author says:
    আল্লাহ্ , মানুষ সৃষ্টির কত বছর আগে রিযিক এর ব্যবস্থা করেছেন,সেটা উল্লেখ করলে ভালো হতো।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      এটা আমার জানা নাই তাই উল্লেখ করি নাই।
    2. mrfarhanisrak Levi Author says:
      যুক্ত করে দিয়েন।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ধন্যবাদ।
  6. Tech Notepad Tech Notepad Author says:
    এরকম Post পড়লেই আমি অন্যরকম জীবনের মানে খুঁজে পাই, হতাশা দূর হয়ে যায় আমার।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
  7. Avatar photo Sabbir Contributor says:
    সত্যিই ভাই এমন সময়ে আপনার পোস্টটি পড়লাম,,, এখন ভাল লাগছে। ধন্যবাদ
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ওয়েলকাম।
  8. ভালো পোষ্ট।চালিয়ে যান।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      ইনশাআল্লাহ ।
    1. Avatar photo MD Shakib Hasan Author Post Creator says:
      Thanks

Leave a Reply