আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

বরাবরের মতো আজকেও হাজির হলাম নতুন কিছু নিয়ে। আজকের টপিক কি সেটা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক।

যদি ও beef নিয়ে পোস্ট আছে আর সেটা kali দিয়ে করছে সাথে ব্যবহার করেছে পিসি  কিন্তু আমি দেখাবো মোবাইল দিয়ে।

যদিও beef নিয়ে পোস্ট আছে তাই আমি কিছু বলবো না সরাস‌রি কাজে চলে যাই।

 

প্রথমে আমাদের যা যা দরকার হবে তাহলো : 

  1. Internet
  2. Termux (F-Droid থেকে ডাউনলোড করা)
  3. Storage (200-400 Mb) পর্যন্ত।

প্রথমে আমরা termux কে আপডেট এবং আপগ্রেড করে নিবো।

pkg update -y

pkg upgrade -y

এখন আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করবো।

pkg install curl wget libyaml libxslt bison espeak ruby python nodejs

এখন আমরা গিটহাব থেকে beef প্যাকেজটি ডাউনলোড দিবো।

git clone https://github.com/beefproject/beef

এখন gem libraries ঠিক করে দিবো।

gem install nokogiri — –use-system-libraries

কিছুক্ষণ আগে যে গিটহাব থেকে beef প্যাকেজ ডাউনলোড করছি সেটার ভিতরে প্রবেশ করবো।

cd beef

এখন আমরা wget প্যাকেজ ইনস্টল করবো যাতে একবার করলেই সব ওকে হয়ে যায় তার জন্য।

wget https://github.com/OnlineHacKing/TermuxTools-Installation/raw/main/Beef_Termux/beef-termux.sh bash beef-termux.sh

প্যাকেজ ইনস্টল হয়ে গেলে আমরা nano ইনস্টল দিবো।

nano install

এখন আমরা check_os or check_Ruby_version এই লাইন রিমুভ করে দিবো।

তারপর মার্ক করা দুইটা sudo বাদে যত sudo থাকবে তাদের রিমুভ করে দিবো।

সব করার পর আমাদের সেইভ করতে হবে তার জন্য আমরা CTRL + X+Y ইন্টার ।

 

এখন আমরা beef টুলসটি ইনস্টল দিবো।

bash install

এই রকম আসলে আমরা Y দিয়ে ইন্টার দিবো।

দেখতেই পাচ্ছেন আমার beef ইনস্টল হয়ে গেছে ।

এখন কথা হচ্ছে আমরা কিন্তু beef login করতে পারবো না কারণ আমাদের user or pass নাই। তাই আমাদের নিজেদের মতো করে user or pass দেওয়ার জন্য আমরা নিচের কমান্ড রান করবো।

nano config.yaml

 

User or passwd ইচ্ছে মতো দিয়ে সেইভ করে নিবেন তার জন্য CTRL +X+Y ইন্টার দিবেন।

এখন আমরা beef রান করবো ।

./beef

দেখতে পাচ্ছেন সার্ভার রান হয়ে গেছে। মার্ক করা আইপি দিয়ে ব্রাউজারে লগইন করতে হবে।

দেখতে পাচ্ছেন লগইন পেইজ চলে আসচ্ছে। তখন আপনি যেই user or pass দিছেন সেটা দিয়ে লগইন করবেন ।

দেখতে পাচ্ছেন আমার আইপি দেখাচ্ছে।

 

যদি আপনারা beef নিয়ে পরবর্তী পোস্ট চান তাহলে অবশ্যই জানাবেন ।

তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

 

28 thoughts on "কিভাবে termux এ beef ইনস্টল করবেন চলুন দেখে আশা যাক।"

  1. Asif Contributor says:
    Termux ডাউনলোড করলে মোবাইল হালকা স্লো হয়ে যায় । এই ব্যাপারটা ভালো লাগে না ।
    1. Avatar photo abir Author Post Creator says:
      Ram rom koto
    2. Asif Contributor says:
      6/128
    3. Avatar photo abir Author Post Creator says:
      তাহলে তো এই রকম হওয়ার কথা না আমার তো ৩/৩২ সেই ভাবে ব্যবহার করি। আপনি একবার reset করে দেইখেন।
    4. Asif Contributor says:
      মানে স্লো হয় না একটা লেগ লেগ ভাব আসে Termux চালু থাকলে
    5. Avatar photo Shanto Sarker Contributor says:
      Processor ki?
    6. Asif Contributor says:
      MediaTek Helio G85
    1. Avatar photo abir Author Post Creator says:
      জ্বী
    2. Avatar photo MD Hasan Xhmed Author says:
      ওকে।
    1. Avatar photo abir Author Post Creator says:
      Tnq
  2. emanur Contributor says:
    Vai install kora ase…
    Over internet e use korar jonno trick den ❤️
    BytheWay Noce Post bro❤️
    1. Avatar photo abir Author Post Creator says:
      Tnq
    2. Avatar photo abir Author Post Creator says:
      I will try
  3. tanvir7486 Contributor says:
    We want next post ??
    1. Avatar photo abir Author Post Creator says:
      ওকে চেষ্টা করবো।
    1. Avatar photo abir Author Post Creator says:
      এক কথায় ব্রাউজারের কুকিজ হাতিয়ে আনা।
  4. Avatar photo pradip Contributor says:
    এটা দিয়ে কি হয়?
    1. Avatar photo abir Author Post Creator says:
      Beef niye r ekta post ase Seta dekhte paren
    1. Avatar photo abir Author Post Creator says:
      Tnq
  5. Al Imran Contributor says:
    বিফ কি?
  6. Avatar photo imriyad Contributor says:
    proper use er post koren
    1. Avatar photo abir Author Post Creator says:
      Already onno korece jar jonno poro details bolini
    2. Avatar photo imriyad Contributor says:
      dhonnobad

Leave a Reply