হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়ে গেলাম Adsense পাওয়ার জন্য যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার তা নিয়ে আলোচনা করতে।

বর্তমানে প্রায় অধিকাংশ কাজ ইন্টারনেট এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে আর এর প্রভাব বুঝতে হলে আরো কয়েকটা বছর অপেক্ষা করতে হবে কারন তখন দেখা যাবে সকল কাজ গুলো ইন্টারনেট এর বদৌলতে খুব সহজ হয়ে যাবে।

তবে আমার টপিক যেহেতু অন্য কিছু তাই এগুলো না বললেও চলতো তবে কি আর করা শুরু তো কিছু দিয়ে করতে হবে। যারা এখনো ভাবছেন ইন্টারনেট থেকে আয় করা সম্ভব নয় তারা অনেক পিছিয়ে পড়বেন আগামীতে অগ্রীম বলে দিলাম কারন সঠিক পথ জানা থাকলে কিছুই অসম্ভব নয়।

আর আপনি চাইলে একটি ওয়েবসাইট তৈরী করেও আয় করতে পারেন যেমন ধরুন অনলাইন শপিং পোর্টাল, Niche সাইট কিংবা নিউজ অথবা পার্সোনাল ব্লগ এর মাধ্যমে।

গুগলের একটি অতিপরিচিত সার্ভিস হলো Adsense যার কাজ হলো আপনার সাইটে বিজ্ঞাপন প্রকাশের কারনে আপনাকে তারা অর্থ দিয়ে থাকবে।

তবে তা এমনি এমনি তো আর আসবেনা তার জন্য দরকার হবে সাইট সাথে কন্টেন্ট এবং Seo অপ্টিমাইজেশন। আর আপনার যদি ভালো পরিমান ভিজিটর থাকে তবেই আপনি পেতে পারেন Adsense তবে এর জন্য কিছু শর্ত মেনে চলতে হবে।

উল্লেখযোগ্য শর্ত গুলোর মধ্যে কপিরাইট করা যাবেন , Adult কন্টেন্ট রাখা যাবে না ইত্যাদি।

আপনার এই Adsense থেকে লক্ষ টাকা আয় করা সম্ভব। তবে অনেকের প্রশ্নই মনে আসে কত ভিজিটর হলে তারা Adsense দেয়  অথবা কতগুলো পোষ্ট থাকতে হবে,  ফ্রি ডোমেইন এ কি পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি।

মোটামুটি ২ হাজার ভিজিটর প্রতিদিন সাথে সর্বনিম্ন ২০ টি পোষ্ট থাকলেই আপনি Adsense এর জন্য আবেদন করতে পারবেন আর ফ্রি ডোমেইন দিয়েও পাওয়া সম্ভব।

আপনাদের সাথে একজনের পরিচয় করিয়ে দেই ট্রিকবিডির Author হৃদয় ভাইয়ার সাথে যে কিনা ১৩০০ ভিজিটর এবং Free Blogspot Domain নিয়ে Adsense পেয়েছেন।

যাই হোক আপনার Adsense এ আবেদন করার আগে তিনটি পেজ থাকা অত্যন্ত জরুরী যা নিচে দেওয়া হলো।

★About Us
★Privacy Policy
★Contact Us

আর এবার আসি Fake Visitor এর কথায় যারা Fake Visitor নিয়েছেন বা নিচ্ছেন তারা শুধু Adsense এর আবেদন করার আগ পর্যন্তই তা ব্যবহার করুন Adsense পেয়ে গেলে পরিহার করুন তবে আমার সাজেশন সোশ্যাল শেয়ার আর সার্চ ইঞ্জিন সাবমিশনের দিকে নজর দেওয়ার জন্য রইলো।

এবার তাহলে আপনিও একটি সাইট তৈরী করে কাজে লেগে পড়ুন।

আর যদি আপনি Adsense পেয়ে যান তবে তো কথাই নেই । কিন্তু Adsense পাওয়ার পর অনেকের মনে কিছু প্রশ্ন এসে থাকে যেমনটা আমার এসেছিল তাই আপনাদের জন্য লিখছি।

Adsense পেলে সাইটের ডিজাইন পরিবর্তন করা যাবে কিনা ?

জি হ্যা করা যাবে।

Adsense Pin ভেরিফাই কখন করবো ?

১০০ ডলার জমা হলে করেন।

ব্লগে পাওয়া Adsense কি WordPress সাইটে ব্যবহার করা যাবে ?

জি হ্যা করা যাবে।

Domain Name Change করলে কি Adsense থাকবে?

জি না।

এছাড়াও অনেক প্রশ্ন আসতে পারে তবে আর কথা না বাড়াই।

চাইলে আপনি আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন
DarkMagician

তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি তো দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ Cyber Prince

16 thoughts on "Adsense পাওয়ার জন্য যে বিষয় গুলো না জানলে বিপদে পড়বেন"

    1. Cyber Prince Author Post Creator says:
      ধন্যবাদ প্রিয় ভাই
  1. jahid71 Contributor says:
    এডসেন্স পাওয়ার পরেও যদি সাইটে ফেক ভিজিটর নেই তাহলে কি এডসেন্সের কোনো ক্ষতি হবে?
    1. Cyber Prince Author Post Creator says:
      জি স্যার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
    2. jahid71 Contributor says:
      প্রায় কতটা ভিজিটর নিলে ক্ষতি হতে পারে?
  2. Mithun Contributor says:
    ভাই অাপনার ওয়েব সাইটে কোন থিম ব্যবহার করছেন?
    1. Cyber Prince Author Post Creator says:
      cyber
    2. Mithun Contributor says:
      ভাই থিমটা দেয়া যাবে?
      অাপনার ফেসবুক অাইডি দিবেন, প্লিজ?
    3. Mithun Contributor says:
      থিমটা পেয়েছি,, ডাউনলোড দিলাম ভাই…
    4. Mithun Contributor says:
      ভাই হেল্প করেন প্লিজ- নিচের Error টা দেখাচ্ছে, কি করবো এখন?
      We were unable to save your theme.
      Your theme could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly. XML error message:
      Content is not allowed in prolog.
    5. Cyber Prince Author Post Creator says:
      Code ভুল আছে আর আপনি কি ফ্রি ভার্সন নামিয়েছেন।
    6. Mithun Contributor says:
      হ্যাঁ, ফ্রি ভার্সন নামিয়েছিলাম।। কার্ড নাই অামার তাই জন্য
    7. Mithun Contributor says:
      আপনার ফেসবুক পেজে মেসেজ দিয়েছি ভাই…
  3. TEACH ApoN Contributor says:
    ডোমেইন চেন্জ করলে কিভাবে এডসেন্স টিকিয়ে রাখব? প্লিজ বলেন এটা আমার জন্য জানা খুবই জরুরি

Leave a Reply