নিজেই বানাই নিজের সাইট – পর্ব ০০ – ব্লগার কী, কেন এবং কীভাবে একাউন্ট করব ??

আজকের যুগে নিজের একটা ওয়েব সাইট ছাড়া কেমন যেন বেমানান লাগে। নিজের সব ভালোলাগা, ভালোলাগা শেয়ার করার জন্যে হলেও নিজের একটা সাইট প্রয়োজন। আর নিজের দক্ষতাগুলো বা নিজের জানা বিষয় গুলো অন্যদের সাথে শেয়ার করতে চাইলে তো ব্লগ মাস্ট।

আর এরকম ব্লগ, নিউজ সাইট সহ অন্যান্ন কাজগুলোকে সহজ করেছে গুগল এর ব্লগার। এখন থেকে এই সিরিজে আমরা জানবো ব্লগার দিয়ে নিজের একটা সম্পুর্ন ব্লগ সাইট যেভাবে বানানো যায় এবং তার সাথে কীভাবে এডসেন্স যুক্ত করে রেভিনিউ আয় করা যায়। এই সম্পুর্ন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম।। এই লেখাটি দিয়েই তবে শুরু হোক….

 

ব্লগার কী ??

ওকে, ব্লগার হচ্ছে গুগল কর্তৃক CMS Management Service. সহজ করে বলতে গেলে এমন একটা সাইট বা সার্ভিস যেখানে আমরা নিজেদের ওয়েব সাইট ফ্রিতে বানিয়ে নিতে পারি। CMS এর অর্থ হচ্ছে Content Management Service. মাত্র কিছু কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা নিজেদের ওয়েব সাইটকে একদম প্রফেশনাল করে তুলতে পারি।

ব্লগার কেন ??

আচ্ছা, পৃথিবীতে অনেক গুলো CMS সার্ভিস আছে যেমন WordPress, Wix, Joomla আরো আরো অনেক। কিন্তু, ওইগুলো ছেড়ে আমরা ব্লগার কে কেন বেছে নিলাম ?? চলুন কারণ গুলো জেনে নেই,

  1. ব্লগার গুগল এর সম্পত্তি, অর্থাৎ সিকিউরিটি মেইনটেইন করে গুগল। আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই।
  2. ব্লগার ফুল ফ্রি, কোনো হিডেন কস্ট নাই।
  3. আনলিমিটেড হোস্টিং তাও আবার গুগলের সার্ভার।
  4. সহজে কাস্টমাইজেশন।
  5. ব্লগার সাইট গুলোর লোড স্পিড অনেক বেশি হয় অর্থাৎ অন্যান্ন গুলোর থেকে বেশ ফাস্ট।
  6. ব্লগার যে কেউ খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে।
  7. এডসেন্স পেতে সুবিধা হয়।

এই তো বেশ কিছু কারণ দিয়েছি। আপনি চাইলে আরো অনেক কিছু জানতে পারেন শুধু গুগলে লিখুন “Why I should use blogger??”

ব্লগার কোথায় ??

ব্লগার অনেক জায়গায়। অনেক বড় বড় ব্লগ আছে যেগুলো ব্লগার দিয়ে বানানো। তাই, আমরাও নিশ্চিন্তে ব্লগার ব্যবহার করতে পারি।

সিরিজ নিয়ে কিছু প্রশ্ন-উত্তর

প্রশ্ন-১ঃ- ফুল সিরিজে আমার কত টাকা খরচ হবে ??

উত্তরঃ- আপনি যদি এডসেন্স পেতে চান তাহলে হাই লেভেল ডোমেইন লাগবে এবং তার জন্য ১০০ টাকা খরচ হবে যদি .xyz ডোমেইন নেন। অন্য কিছু নিলে অন্যরকম খরচ।

প্রশ্ন-২ঃ- আমার কি কি লাগবে এই সিরিজের জন্য ??

উত্তরঃ- তেমন কিছুই লাগবে না তবে নিচের জিনিস গুলো লাগবে।

  1. মোবাইল অথবা কম্পিউটার ( হলে ভালো হয় )
  2. ইন্টারনেট কানেকশন ( মোটামুটি স্পিড হলেই হয় )
  3. নিজের সৎ ইচ্ছা এবং ধৈর্য ( একটা কাজে ফেল হলে আর না এগোলে চলবে না )
  4. মন স্থির করতে হবে।
  5. কমপক্ষে ২ সপ্তাহ সময় দিতে হবে ভালোভাবে এগুনোর জন্য।

প্রশ্ন-৩ঃ- আমি কত টাকা ইনকাম করতে পারবো ??

উত্তরঃ- এটা তো নির্ভর করে আপনার সাইটের উপর। যদি সাইটের কন্টেন্ট ভালো হয়, অনেক মানুষ এসে পড়ে ( কমপক্ষে দিনে ২০০ জন ) তাহলে ১/২ মাসের মধ্যে গুগল এডসেন্স থেকে $100 বা ৮, ০০০ + ইনকাম হবে। এটা প্রথমবারে। আর তারপরে অনেক গুন বেড়ে যাবে।

প্রশ্ন-৪ঃ- আমাকে কেমন কন্টেন্ট লিখতে হবে ??

উত্তরঃ- মানুষ যেধরনের কন্টেন্ট পছন্দ করে সেরকম হলেই হবে। যদি কন্টেন্ট ভালোভাবে লিখতে না পারেন তাহলে ইনকাম ও হবে না।

প্রশ্ন-৫ঃ- ভালো কন্টেন্ট কীভাবে লিখবো ??

উত্তরঃ- গুগল করে জেনে নিতে পারেন অথবা যদি মনে করেন এই বিষয়ে সিরিজ লেখা উচিৎ তাহলে কমেন্টে বললে ইনশাল্লাহ এই ব্লগার সিরিজের পরেই সেটা শুরু করব।

প্রশ্ন-৬ঃ- সিরিজ এ কয়টা চ্যাপ্টার এবং কয়টা লেসন থাকবে ??

চ্যাপ্টার – ১ ।। ব্লগার দিয়ে সাইট তৈরি

  1. পরিচিত। [ বর্তমান পোস্ট ]
  2. একাউন্ট তৈরি এবং ট্যাব পরিচিতি।
  3. পোস্ট করা এবং সাধারণ কিছু সেটিং।
  4. ডোমেইন কেনা এবং এড করা।
  5. থিম যোগ করা এবং কাস্টমাইজেশন।

চ্যাপ্টার – ২ ।। SEO করা।

  1. বিভিন্ন পেইজ তৈরি করা।
  2. কমপক্ষে ৫ টা পোস্ট হলে কী-ওয়ার্ড যোগ করা এবং অফ পেইজ SEO
  3. গুগল সার্চ ইঞ্জিনে সাবমিট করা এবং SEO
  4. ব্যাকলিংক এবং সোশ্যাল সাইট SEO

চ্যাপ্টার – ৩ ।। এডসেন্স এর জন্য তৈরি করা।

  1. এডসেন্স এর নিয়ম-কানুন।
  2. এডসেন্স এর জন্য ফুল রেডি করা এবং রিকুয়েস্ট দেয়া।

চ্যাপ্টার – ৪ ।। ভিজিটর বৃদ্ধি সহ কিছু টিপস।

  1. সাইট এর ভিজিটর বাড়ানোর কৌশল।
  2. বেশি মানুষকে সাইটে ভিজিট করানোর কৌশল।
  3. উপসংহার।

 

দ্রঃ- অফার ব্রেকে শেষ হওয়ার আগে যদি মাত্র দুইজন ডোনেট কিংবা শেয়ার করেন তাহলেই কোর্সটি আবার চালু হবে এবং ওই দুজন পেইড থিম পাবেন। আর যদি কেউ ডোনেট না করেন তাহলেও সিরিজটি চলমান থাকবে।


তবে, কেউ যদি শেয়ার না করেন তাহলে এই সিরিজটি ওখানেই থেমে যাবে। আপনি শেয়ার করলে আপনার ফেসবুক প্রোফাইল লিংক কমেন্টে জানিয়ে দিন।


এবারে হয়তো আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি আরো প্রশ্ন থেকে থাকে তাহলে জানিয়ে দিন এই কমেন্ট বক্সে।



আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন এই লেখাটি যেন তাদের সাথেই আপনিও শুরু করতে পারেন।

আরো ভালো আর্টিকেল পেতে চলে যান এই লিংক এ www.thebanglatech.xyz

11 thoughts on "নিজেই বানাই নিজের সাইট – পর্ব ০০ – ব্লগার কী, কেন এবং কীভাবে একাউন্ট করব ??"

  1. MN Haq Contributor says:
    Interested………
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      I am also interested!! 🙂
  2. H. M. A. Sattar Contributor says:
    অসাধারণ
  3. A M Mizanur Rahman Contributor says:
    এগিয়ে যান।
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      আপনিও সাথে চলুন 🙂
    2. A M Mizanur Rahman Contributor says:
      অবশ্যই।
  4. Rana566 Contributor says:
    Vai mobile die blogger goggles kivabe submit korbo
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      https://www.google.com/webmasters/tools/siteoverview এই লিঙ্ক থেকে সাবমিট করুন। বিস্তারিত ইনশাল্লাহ এই সিরিজের SEO পার্ট এ দেয়া হবে।
  5. Sh Shanto Contributor says:
    good post..kivabe site google a submit dibo
    1. Shahriar Ahmed Shovon Author Post Creator says:
      https://www.google.com/webmasters/tools/siteoverview এই লিঙ্ক থেকে সাবমিট করুন। বিস্তারিত ইনশাল্লাহ এই সিরিজের SEO পার্ট এ দেয়া হবে।
  6. Ebu Contributor says:
    নিয়মিত পোস্ট চাচ্ছি। ব্রেক যেন না হয় প্লিজ।

Leave a Reply