আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগার ডট কম, গুগলের ফ্রি প্লাটফর্ম দিয়ে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন।

আমরা সবাই ই জানি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরী করতে কোনো টাকা পয়সা লাগেনা, যদি আপনি চান যে একটি টপ ডোমেইন যুক্ত করবেন তাহলে একটি ডোমেইন কিনে তারপরে ব্যবহার করতে পারেন।

আর যদি আপনার কাছে অর্থাৎ আপনার পকেটে ডোমেইন কেনার পয়সা না থাকে তাহলে আপনি ব্লগার যে সাবডোমেইনটি আপনাকে লাইফটাইমের জন্য প্রধান করে সেটি দিয়েও শুরু করতে পারেন।

ব্লগারে একটা মজার ব্যাপার হলো আপনি কিন্তু সাবডোমেইনে এডসেন্স এপ্রুভাল পাবেন।
ফ্রিনোমের ফ্রি এক্সটেনশন তো রয়েছে সেগুলোতে কিন্তু এডসেন্স এপ্রুভাল দেয়না।
এরপরে ওয়ার্ডপ্রেস ডট কম সাবডোমেইনেও কিন্তু এডসেন্স এপ্রুভাল দেয়না।
কিন্তু ব্লগারের সাবডোমেইনে সেই প্রথমের দিক থেকেই এখনো এপ্রুভাল দিয়ে আসছে।

আমি নিজেও কিন্তু ২০১৭-১৮ সালে ব্লগারের সাবডোমেইন দিয়ে শুরু করেছিলাম।
এবং পরবর্তীতে টপ এক্সটেনশন যুক্ত করেছিলাম।

যাইহোক আপনি যদি একটি ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনার একটি জিমেইলের প্রয়োজন হবে।
আপনি জিমেইল দিয়েই আপনার ব্লগার সাইটের এডমিন প্যানেলের কান্ট্রোল করতে পারবেন।

তো প্রথমেই আপনি ব্লগার ডট কম লিখে প্রবেশ করবেন।

এরপর সাইনইন এ ক্লিক করবেন।

এবং আপনার জিমেইল দিয়ে ব্লগারে সাইন ইন করুন।

এরপরে আপনার সামনে একটি খালি ঘরে টাইটেল দিতে বলবে।
ওইখানে আপনার ওয়েবসাইটের টাইটেল টি দিয়ে দিবেন।

আরো পড়ুনঃ
ব্লগার সাইটে কিভাবে এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখবেন | ব্লগিং শিখুন বেসিক টু এডভান্স কোর্স (পর্ব ৩)

এরপর আপনার ওয়েবসাইটের জন্য একটি ফ্রি সাবডোমেইন পাবেন, আপনি আপনার ডোমেইন নামটি লিখুন, দেখুন ডোমেইননামটি যদি কেউ পুর্বে না নিয়ে থাকে তাহলে সবুজ টিক চিহ্ন দেখাবে আর না থাকলে ক্রোস চিন্হ থাকবে।
আবার ট্রাই করবেন অন্য নাম দিয়ে।

এরপর আপনার ব্লগার সাইটের প্রোফাইল নামটি দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন।

আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখতে পারেন

এরপর হয়ে যাবে আপনার ব্লগার সাইট।
আপনি ভিউতে ক্লিক করে আপনার ওয়েবসাইটটি দেখতে পারেন।
খুবই সাদামাটা দেখতে হবে।
পরবর্তীতে আমরা ডিজাইন করবো।
আজকের মতো এখানেই শেষ করছি।

[b]আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?


২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

One thought on "ব্লগিং শিখুন বেসিক টু এডভান্স কোর্স (পর্ব ২) | কিভাবে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরী করবেন"

  1. saimon Contributor says:
    ভাই আমার একটা হেল্প প্রয়োজন খুবই জরুরী যদি পারেন কেউ আমাকে সাহায্য করেন ( Symphony i110 7.0 Nougat version) মোবাইল রুট করতে পারতেছি না কিছুতেই … অনেক রকমের সফটওয়্যার দিয়ে রুট করতে চেয়েছি পারেনি ।

Leave a Reply