Google AdSense কী
 AdSense থেকে কিভাবে ইনকাম করা যায়?

আপনি হয়তো এই দুইটি প্রশ্নের উত্তরই খূঁজছেন॥

যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন॥ আজকের এই আর্টিকেলে আমি আপনাদের খুবই সহজভাবে Google AdSense কী এবং AdSense থেকে কিভাবে ইনকাম করা যায়?
এই দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো॥
দয়া করে পোষ্টটি মনোযোগ দিয়ে সম্পূর্ণই পড়বেন-

AdSense কী-

AdSense হচ্ছে একটি AdsNetwork Website.
গুগলের একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় Product.
আমরা নিশ্চয়ই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকি এবং ভিডিও দেখার সময় Ads/বিজ্ঞাপন চলে আসে এই Ads গুলো AdSense থেকেই আসে এছাড়াও অনলাইনে বিভিন্ন ব্লগে/ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি তখন নিচের ছবির মতো বিভিন্ন বিজ্ঞাপন
আসে এগুলো AdSense থেকেই আসে॥

বড় বড় প্রতিষ্ঠান বা কম্পানি তাদের পণ্য প্রচারের জন্য Google AdSense কে অনেক টাকা দেই শুধুমাত্র তাদের বিজ্ঞাপনগুলো অনলাইনে দেখানোর জন্য

Adsense হচ্ছে একটি advertising network যার দ্বারা ওয়েব সাইট এবং ইউটিউব চ্যানেলের মালিকেরা বিজ্ঞাপনের মাধ্যমে টাকা আয় করতে পারেন।

Advertiser তারা যারা গুগল কে টাকা দিয়ে নিজের বিজ্ঞাপন ইন্টারনেটে দেখাতে চান।

Publisher তারা যারা গুগলের বিজ্ঞাপন নিজের ব্লগ বা ভিডিওর মাধ্যমে লোকেদের দেখান।

তাই, এডসেন্স এমন একটি মাধ্যম যার দ্বারা আপনি অনলাইন টাকা আয় করতে পারবেন। কিন্তু, তার জন্য আগে আপনার একটি ব্লগ, ওয়েবসাইট, app বা YouTube চ্যানেল থাকতে হবে।

এখন নিশ্চয় বুঝেছেন AdSense কী॥

তাহলে চলুন এবার জেনে নিই –
AdSense থেকে কীভাবে ইনকাম করা যায়?

আপনাদের মধ্যে অনেকেই হয়তো শুনেছেন যে, ব্লগিং করে বা YouTube channel বানিয়ে AdSense  দিয়ে অনেকে টাকা আয় করছেন।

নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন।

কিন্তু যতটা সহজ ভাবছেন ততটা নয়॥

শুধুমাত্র  ব্লগে সাইট বা ইউটিউবে চ্যানেল বানালেই সেখান থেকে টাকা আয় করা যায়না। টাকা আয় করার জন্য আপনার বানানো সেই ব্লগ বা ইউটিউব চ্যানেলকে প্রথমে AdSense এর জন্য উপযোগী করে তুলতে হবে॥ তারপর AdSense এর জন্য আবেদন করতে হবে এবং AdSense যদি মনে করে যে আপনার ওয়েবসাইট বা চ্যানেল AdSense এর জন্য যোগ্য তাহলে আপনার সাইটে বা চ্যানেলে Ads দেখাতে পারবেন এবং ইনকাম করতে পারবেন॥
আপনি হয়তো একটু বেশিই কঠিন ভাবছেন কিন্তু এতও কঠিনো না॥ কাজ করার মতো আপনার যদি মন-মানসিকতা থাকে তাহলে অবশ্যই সফল হতে পারবেন॥
এখন নিশ্চয়ই বুঝেছেন AdSense থেকে কিভাবে ইনকাম করা যায়॥

Adsense ছাড়াও আরও অনেক AdsNetwork রয়েছে কিন্তু Adsense হচ্ছে গুগলের পণ্য এটি শতভাগ বিশ্বস্ত তাই Google AdSense খুবই জনপ্রিয়তা লাভ করেছে॥

Google AdSense দিয়ে আপনি তিনটি ক্ষেত্রে ইনকাম করতে পারবেন–
1-Blogging/Website
2-Youtube Channel
3-Makeing App

এই তিনটি মাধ্যমের মধ্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে Blogging/Blog.

এটি করতে কোনোরকম টাকা খরচ করতে হয় না এবং কম সময়েই AdSense এর জন্য উপযোগী করা যায়॥

আমি সিদ্ধান্ত নিয়েছি কিভাবে ব্লগিং করে এর A to Z আপনাদের শেখাবো॥ এর জন্য কয়েকটি পর্বে একটি বিশাল ব্লগিং সিরিজ লেখতে চাচ্ছি॥
যা কয়েকটি পর্ব হয়ে যাবে॥ আপনারা যদি সেই পুরো সিরিজটি ফলো করেন তাহলে আপনিও ব্লগে সফল হতে পারবেন এবং ইনকাম করতে পারবেন॥
ব্লগার সিরিজে যা যা থাকবে-

১) ব্লগিং কী?

২) কিভাবে ব্লগ সাইট খুলতে হয়

৩) কিভাবে ব্লগার থিম/সাইটটিকে  মনের মতো সাজাতে হয়॥

৪) কিভাবে ব্লগে পোষ্ট/আর্টিকেল লিখতে হয়।

৫) কিভাবে AdSense এর জন্য আবেদন করতে হয়॥
এবং ইনকাম করা যায়॥

+ আরও সকল খুটিনাটি বিষয়গুলো থাকে আপনারা যদি এই ব্লগার সিরিজটি চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন॥ যদি ৫০+ কমেন্ট পাই তাহলে অবশ্যই আমি এই সিরিজটি এই সাইটে দিবো॥

আশাকরি গুগল এডসেন্স কি এবং এর কাজ আমি আপনাদের বুঝাতে পেরেছি। আপনার যদি কোনোরকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন॥ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ॥

Tag: Google AdSense কী, গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করবেন, ব্লগিং কী, Blogger করে আয়, Adsense For Blogger, how to earn money from AdSense, What is AdSense, adsense থেকে ইনকামের উপায়, AdSense থেকে কিভাবে আয় করতে হয়,









2 thoughts on "Google AdSense কি? গুগল এডসেন্স থেকে কিভাবে ইনকাম করবেন?"

  1. Md Saif Hasan Contributor says:
    It is old. Try something new!

Leave a Reply