Site icon Trickbd.com

ব্লগারের জন্য ইউটিউব ভিডিও থাম্বনেইল ডাউনলোডার টুল স্ক্রিপ্ট।

Unnamed

Youtube Video Thumbnail Downloader Script


ব্লগিং করার জন্য অনেক ধরনের টুলস এর সাহায্য নিতে হয়।এতে করে ব্লগিং করা অনেক সহজতর হয়ে যায়।কিছু কিছু টুলস রয়েছে,যেগুলো ব্লগিং করার জন্য ব্যবহার করা অপরিহার্য।শুধুমাত্র এইধরনের টুলস দিয়ে অনেকে ব্লগিং করে।এসইও টুলস এর এরকম অনেক ওয়েবসাইট রয়েছে।যারা শুধু টুলস দিয়ে ওয়েবসাইট পরিচালনা করে।

ব্লগারের জন্য ইতোমধ্যে অনেক স্ক্রিপ্ট আমি শেয়ার করেছি।যেগুলো হয়তো আপনারা ইউজ করেছেন।এই স্ক্রিপ্ট গুলো দিয়ে আপনারা আপনাদের ব্লগার সাইটের জন্য কিছু টুল বানাতে পারবেন।যেগুলো আপনার ব্যবহার করার পাশাপাশি চাইলে আপনাদের সাইটের ভিজিটর দের জন্যেও পাবলিশ করে দিতে পারেন।

আমার শেয়ার করা আগের টুলস গুলো :

উপরোক্ত লিংকগুলো থেকে আপনারা আপনাদের ব্লগারের জন্য টুল এর স্ক্রিপ্ট নিয়ে সেগুলো ইউজ করতে পারবেন।

আজকে শেয়ার করবো Youtube Video Thumbnail Downloader । যেটি দিয়ে আপনারা ইউটিউবের যেকোনো ভিডিও এর থাম্বনেইল ডাউনলোড করতে পারবেন।পাশাপাশি এটি আপনার সাইটে পাবলিশ করে দিতে পারেন,এতে করে আপনার সাইটের ইউজাররা এটি ব্যবহার করতে পারবে।

ইউটিউব ভিডিও থাম্বনেইল কি সেটা তো অবশ্যই জানেন।ইউটিউবের যেকোনো ভিডিও এর যে ইমেজটি আপনি ভিডিও চালু করার আগে দেখেন, সেটিই Youtube Video Thumbnail । আপনি যেকোনো ইউটিউব ভিডিও এর থাম্বনেইল ডাউনলোড করে সেটি আপনার ইচ্ছে মত ব্যবহার করতে পারবেন।তবে সেটি আবার ইউটিউব ভিডিও তে দিয়েন না।নাহয়,উক্ত থাম্বনেইল এর ক্রিয়েটর চাইলে স্ট্রাইক মারতে পারবে আপনার বিরুদ্ধে।

আপনি থাম্বনেইলটি আপনার ব্লগ সাইটে ব্যবহার করতে পারেন আপনার যেকোনো ব্লগ পোস্টে।

নিচে থেকে ডেমো দেখে নিন এই স্ক্রিপ্টটির।যদি ভালো লাগে তবে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নিন নিচে দেয়া ডাউনলোড লিংক থেকে।

Demo Download

স্ক্রিপ্টটির কিছু স্ক্রীনশট নিচে দিলাম :

একটি ইউটিউব ভিডিও এর লিংক দিয়ে Download Youtube Thumbnail বাটনে ক্লিক করলাম।

তারপর দেখুন ওই ইউটিউব ভিডিওটির বিভিন্ন সাইজের থাম্বনেইল এসে গেছে।এখন Download বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।


এখন নিচের স্টেপগুলো ফলো করুন ইউটিউব ভিডিও থাম্বনেইল ডাউনলোডার স্ক্রিপ্ট আপনার ব্লগার সাইটে ইনস্টল করার জন্য।

Step 1 : প্রথমে যাবেন Blogger এ।তারপর যাবেন Pages এ।

Step 2 :তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।

Step 3 :এখন এখানে ক্লিক করুন।

Step 4 :তারপর HTML VIEW অন করে দিন।


Step 5 :এখন ইচ্ছে মত একটি টাইটেল দিন।

তারপর আপনার ডাউনলোড করা কোডগুলো পেস্ট করে পেজ/পোস্টটি পাবলিশ করে দিন

আপনার পাবলিশ করা পেজ/পোস্টটি ভিজিট করে দেখুন আপনার ব্র্যান্ড নিউ YouTube Video Thumbnail Downloader টুল রেডি।

আশা করি সবকিছু ঠিক ভাবে করতে পেরেছেন।তবু যদি কোনো সমস্যা হয় তবে কমেন্ট বক্সে জানাতে পারেন।

পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন।যদি উপকারে আসে তবে আমার লেখা গুলো সার্থক।কানেক্টেড থাকার জন্য জয়েন করুন আমাদের Telegram গ্রুপে।প্রতিনিয়ত বাংলা টেক রিলেটেড পোস্ট পেতে ভিজিট করুন PieTune

Exit mobile version