How to create Disclaimer Generator Tool for Blogger | কীভাবে ব্লগারের জন্য ডিসক্লেইমার জেনারেটর টুল তৈরি করবেন?

আগের স্ক্রিপ্ট গুলোর মত এই স্ক্রিপ্টটি ও।এই Disclaimer Generator Tool দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইটের জন্য Disclaimer Generate করতে পারেন অথবা চাইলে এটি আপনার সাইটের ভিজিটর দের জন্য পাবলিশ করে দিতে পারেন,এতে করে আপনার ভিজিটররা উপকৃত হবে পাশাপাশি আপনার কিছু বাড়তি ট্রাফিক আসবে।

এই পোস্টে দেখাবো কিভাবে ব্লগারে একটি Disclaimer Generator Tool তৈরি করা যায়।আপনি,আমি বা অনেকেই কিন্তু অনলাইনে Disclaimer Generator ওয়েবসাইট গুলোর গুরুত্ব জানি।আমাদের Disclaimer Generate করার দরকার হলে অনলাইন Disclaimer Generator ওয়েবসাইট গুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ি।

DEMO

কেমন হবে যদি ব্লগারে আপনার ওয়েবসাইটে Disclaimer Generator Tool থাকে?আর আপনি যদি সেই পেজ কে SEO করে গুগলে ইনডেক্স করতে পারেন ,তবে গুগল থেকে অনেক ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে।

কিভাবে আপনার ওয়েবসাইটে Disclaimer Generator Tool অ্যাড করবেন?

নিচের ধাপগুলো মনোযোগ সহকারে ফলো করে আপনি আপনার ওয়েবসাইটে Disclaimer Generator Tool অ্যাড করতে পারবেন।

তো চলুন,শুরু করা যাক….

প্রথমে ব্লগারে লগইন করে নিন।তারপর যাবেন Pages এ।

তারপর +(plus) আইকনে ক্লিক করবেন।

এখন ক্লিক করুন এখানে।

তারপর HTML VIEW অন করে দিন।

এখন ইচ্ছে মত একটি টাইটেল দিন।


এবারে এখানে ক্লিক করে কোডগুলো কপি/ডাউনলোড করে নিয়ে ফাঁকা বক্সে পেস্ট করে তারপর পেজটি পাবলিশ করে দিন।

How to add Internet Speed Meter in Blogger? কিভাবে ব্লগারে ইন্টারনেট স্পীড মিটার অ্যাড করবেন?

How to Add Post Views Counter on Blogger ? কিভাবে ব্লগারে পোস্ট ভিউ কাউন্ট অ্যাড করবেন?

Youtube Video Downloader Script For Blogger | ব্লগারের জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার স্ক্রিপ্ট নিয়ে নিন।

কাজ হয়ে গেছে।এখন আপনার পেজটি ভিজিট করে দেখুন,আপনার ওয়েবসাইট Disclaimer Generator টুল অ্যাড হয়ে গেছে।


 

 


 

আজকের মত এত টুকুই।আগামীতে আরো ভালো টিউন নিয়ে আসার চেষ্টা করবো।ভুল – ত্রুটি ধরিয়ে দিতে ভুলবেন না।আসসালামু আলাইকুম।ভালো থাকবেন।সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

 


 

2 thoughts on "How to create Disclaimer Generator Tool for Blogger | কীভাবে ব্লগারের জন্য ডিসক্লেইমার জেনারেটর টুল তৈরি করবেন?"

  1. noyonxd Contributor says:
    ধন্যবাদ।
    1. Levi Author Post Creator says:
      সব পোস্টে দেখি কমেন্ট করতেছেন।

Leave a Reply