হেই গাইস কি অবস্থা সবার, আপনি যেহেতু ট্রিকবিডিতে ভিজিট করে আমার এই পোস্টটি দেখার জন্য ছুটে আসছেন ,তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রহমতে আপনি সুস্থ আছেন। বিষয়টি জানতে পেরে আমারও ভালো লাগলো।
ইমরান!
গুড মর্নিং ভাইয়া, কেমন আছেন?
এইতো মোটামুটি কিন্তু আপনি আজ হঠাৎ এখানে?
আসলে হেড অফিসের অনেকেই হোম অফিস করছে, কিন্তু কিছু মানুষকে হেড অফিসে বসেই কাজ করতে হচ্ছে, আর যেহেতু আমি ইন- হাউস ফিজিশিয়ান, তাই উনাদের জন্যই আমি এখানে আসছি।
তো আপু আপনাকে যেহেতু পেয়েই গেলাম, করোনা ভাইরাস এর ব্যাপারে আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি?
নিশ্চয়ই চলুন যেতে যেতে কথা হবে।
ইমরান!না! কেন? কোন প্রয়োজন নেই। নরমালি আমরা দরজা- জানালা যেভাবে খুলে রাখিস এভাবেই আমরা খুলে রাখতে পারি।
না, আমাদের এখন যে দুর্যোগপূর্ণ অবস্থা চলছে সেই ক্ষেত্রে আমাদের আসলে বাচ্চাদেরকে। এই অবস্থাটা কাটিয়ে ওঠা পর্যন্ত বাসায় রাখা উচিত। বাইরে খেলতে যেতে একদমই উচিত নয়।
হ্যাঁ! ছড়াতেই পারে। আমি যে মোবাইল ইউজ করছি সেই মোবাইলে যদি করোনাভাইরাসের জীবাণু থাকে কোনভাবে এসে যায় এবং সেটা আমি আমার বাসায় যখন রাখছি, বাসায় রাখার পর ক্লিন না করেই রাখলাম: তখন কি হচ্ছে? আমার বাচ্চারা, আমার ফ্যামিলি মেম্বার কেউ এটা আসে টাচ করল, টাচ করলে পরে জীবাণু তার মধ্যেও চলে গেল এভাবে সে ইনফেক্টেড হয়ে যাচ্ছে এভাবে করেই ইনফেকশনটা ছড়াতে পারে।
আচ্ছা আপু মনে হচ্ছে আপনি এখন কাজে ব্যস্ত হয়ে গেছেন আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ! আমার যদি এরপর কোন প্রশ্ন থাকে আমি অবশ্যই আপনার কাছে আসবো।
ওকে! ইউ আর মোস্ট ওয়েলকাম।
পোস্টটি লিখতে প্রায় চার ঘন্টার মত সময় লাগছে, তাই সবার কাছে একটাই অনুরোধ থাকবে পোস্টটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন।
আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন সুস্থ থাকুন ঘরেই থাকুন, আল্লাহ হাফেজ।
পাবলিক কি বোকাচোদা
It Is Working !!
I Am Benifited By It..”
Welcome
এখন ডাক্তার যদি মেয়ে হয় তাহলে তো কিছু করার নাই!