সঠিক উত্তরটি খাতায় লেখ→→→
(ক) ৭২৩x৬৪=৪৬২৭২,এখানে কোনটি গুণক?
(১)৭২৩x৬৪
(২) ৭২৩
(৩) ৬৪
(৪) ৪৬২৭২
(খ) কোন সূত্রটি সঠিক?
(১) গুণক÷গুণ্য=গুণফল
(২) গুণ্যxগুণনীয়ক=গুণফল
(৩) গুণ্যxগুণক=গুণফল
(৪) গুণ্য÷গুণফণ=গুণক
(গ) ২, ৮, ০, ৫ দ্বারা গঠিত ক্ষুুদ্রতমসংখ্যা কোনটি?
(১) ৮০৫২
(২) ২০৫৮
(৩) ৮৫২০
(৪) ০২৫৮
(ঘ) ১০০ লিচুর দাম ৩০০ টকা হলে,১টি লিচুর দাম কত?
(১) ১ টাকা
(২) ২ টাকা
(৩) ৩ টাকা
(৪) ৪ টাকা
(ঙ) মৌলিক সংখ্যার উৎপাদকেরসংখ্যা কত?
(১) ১
(২) ২
(৩) ৩
(৪) ৪
(চ) তিনটি সংখ্যার গড় ১৭।সংখ্যাগুলোর
যোগফল কত?
(১) ৩৯
(২) ২৭
(৩) ৫১
(৪) ৫৪
(ছ) কোনটি প্রক্রিয়া প্রতীক?
(১) দ্ধ
(২) { }
(৩) ০
(৪) #
(জ) কোন সালটি অধিবর্ষ?
(১) ২০১০
(২) ২০১১
(৩) ২০১২
(৪) ২০১৪
(ঝ) ১ মিলিমিটার সমান কত মিটার?
(১) ০.১০০ মিটার
(২) ০.০০১ মিটার
(৩) ০.০১ মিটার
(৪) ১০০০ মিটার
(ঞ) আয়তক্ষেত্রেরক্ষেত্রে কোনটি সঠিক?
(১) প্রস্থ > দৈর্ঘ্য
(২) দৈর্ঘ্য > প্রস্থ
(৩) দৈর্ঘ্য=প্রস্থ
(৪) দৈর্ঘ্য দ্ধ প্রস্থ
২. সংক্ষেপে উত্তর দাও
(ক) প্রতীকের সাহায্যে প্রকাশ কর :তিন কোটি পাঁচ হাজার বার।
(খ) ০.০৭÷১০= কত?
(গ).০০১ x □ = .০০১ খালি ঘরের মান কত?
(ঘ) ১৫-এর গুণনীয়কগুলো লেখ।
(ঙ) আসল নির্ণয়ের সূত্র লেখ।
(চ) 7 15 , 3 7 34 এর মধ্যে কোনটি
বড়,প্রতীকের সাহায্যে দেখাও।
(ঙ) কোন রীতিতে সকাল, দুপুর,বিকাল,সন্ধ্যা, রাত বলা হয় না?
(জ) প্রদত্ত তথ্য বা সংগৃহীত উপাত্তসহজে
বোঝার ও দৃশ্যমান করা হয়কিসের মাধ্যমে?
(ঝ) যে সামান্তরিকের দুটিরসন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
(ঞ) ব্যাস ব্যাসার্ধের কতগুণ?
৩. কোনো ছাত্রাবাসে ৫০০ জনছাত্রের ৫০ দিনের খাবার আছে। ১০দিন পর ওই ছাত্রাবাসে আরও ৩০০ জনছাত্র এলো।
(ক) ১০ দিন পর ওই ছাত্রাবাসেরছাত্রসংখ্যা কত?
(খ) ১০ দিন পর ওই ছাত্রাবাসে কতদিনের খাদ্য অবশিষ্ট আছে?
(গ) অবশিষ্ট খাদ্যে ১ জন ছাত্রেরকতদিন চলবে?
(ঘ) বাকি খাদ্যে মোট ছাত্রের কতদিন চলবে?
(ঙ) ৩০০ জন ছাত্র আসায় তারা কতদিনকম খেতে পারবে?
৪. চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০।প্রথম ২টি
সংখ্যা ৮৩৫৮৪ ও ৬৪২০৯,তৃতীয়সংখ্যাটি
প্রথমসংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। চতুর্থসংখ্যাটি
কত?
৫. দোলন ৫ম শ্রেণিরসমাপনী পরীক্ষায়
বাংলায় ৮২,ইংরেজিতে ৭৫, গণিতে
৭৮,বিজ্ঞানে ৯৩ ও ধর্মে ৯৬ নম্বরপেয়েছে।
(ক) সে বাংলা, ইংরেজি,গণিতে মোট কত নম্বর পেয়েছে?
(খ) সে বাংলাদেশ ও বিশ্বপরিচয়,বিজ্ঞান ও
ধর্মে মোট কত নম্বরপেয়েছে?
(গ) বাংলা, ইংরেজি, গণিতে এইতিন বিষয়ের
নম্বর এবং বাংলাদেশওবিশ্বপরিচয়, বিজ্ঞান ও ধর্ম এই তিনবিষয়ের নম্বরের পার্থক্য কত?
(ঘ) সব বিষয়ে মোট নম্বর কত?
(ঙ) মোট নম্বর ৬০ বেশি পেলে গড়নম্বরকত হবে?
৬. চারটি ঘণ্টা একত্রে বেজে পরে ৫,৭, ১২ এবং
১৫ মিনিট অন্তরবাজতে লাগল। ন্যূনতম
কতক্ষণপরে ঘণ্টাগুলো পুনরায়একত্রে বাজবে?
৭. শুভ তাদের ঘরের দেয়ালের 2 25অংশ রং
করে। শুভর ছোট বোন সেতুদেয়ালের 2 17 অংশ
রং করে।কে বেশি রং করে?
৮. একটি গাড়ি ঘণ্টায় ৪৬.৮কিলোমিটার যায়।
গাড়িটির ২৫৭.৪কিলোমিটার যেতে কত সময়
লাগবে?
৯. বিরামপুর গ্রামেরলোকসংখ্যা ৫%বৃদ্ধি
পেয়ে ২১০০ জন হল। আগে ওইগ্রামের
লোকসংখ্যা কতজন ছিল?
১০. একটি ত্রিভুজাকার জমির ভূমিরপরিমাপ
৫৬০ মিটারএবং উচ্চতা ৩০০মিটার। এর
ক্ষেত্রফল হেক্টরে প্রকাশকর।
১১. ৩ বছর ৫ মাস ১৫দিনকে মিনিটে পরিণত কর।
১২. পটুয়াখালী জেলারলোকসংখ্যা প্রায় ১৫
লাখ ১৬হাজারএবং এরিয়া ৩২২১
বর্গকিলোমিটার।পটুয়াখালী জেলার
জনসংখ্যার ঘনত্ব কত?
বাকি সাজেশন ও জ্যামিতি সাজেশন পেতে হলে ও সকল প্রশ্ন পেতে হলে ভিজিট করবেন→→→