অতি অল্প কষ্টে মজার মজার ইংলিশ সিখতে হলে এই অ্যাপ্পসএর কোন জুড়ী নেই। আপ্পস তার নুতন ভার্সন এ Flash Card এড করা হইছে, যা আপনাকে শব্দ মুখস্ত করতে অনেক হেল্প করবে। সেটিং কে করা হয়েছে আরও  সহজ। গেইম খেলে spelling ঠিক  করে নিন, অ্যান্ড MCQ  দিয়া শিখতে পারবেন  সব কঠিন কঠিন rules.

কষ্ট  করে সাইফুরস এর ওয়ার্ড খুঁজতে হবে না, অ্যাপ্পস এর ইম্পরট্যান্ট অপশন টিতে ৫০০০ ওয়ার্ড আছে, যা সিখলে saifurs অ্যান্ড GRE  এর প্রায়  সব ওয়ার্ড শিখা হয়ে যাবে, এই ছাড়া ও আছে প্রায় ২৫০০০০ শব্দ, যা অন্য যে কোন আপ্পস এর চাইতে ৫ গুন বেশী।

আর যারা ইংলিশ শিখতে আগ্রহী না তারা একটু দূরে সরে দাঁড়ান প্লীজ,এইটা আপনাদের জন্য না।

যা যা আছে  অ্যাপ্পস টিতে।

i) ৫০০০ GRE & saifurs এর মত ইম্পরট্যান্ট ওয়ার্ড।

ii) ২৫০০০০ word.

iii) ৯০,000 common word

iv) MCQ (পরীক্ষার মত)

v) Games

vi)Flash Card

vii) ইংলিশ টু বাংলা।

viii) বাংলা টু ইংলিশ।

ix) ইংলিশ টু ইংলিশ বর্ণনা দেওয়া আছে।

x) ওয়ারপেপার এ শব্দ সেট করার সুবিদা।

xi) প্রিয় অ্যান্ড হিস্ট্রি শব্দ গুলা  শেয়ার করা।

xii) শেয়ার করে শব্দের অর্থ বাহির করা।

xiii) প্রতিদিন ৪ টা  শব্দ সিখার খুব সুন্দর ব্যবস্থা।

xiv) আছে খুব ভাল ১টা গেইম। খেলে দখেন সত্যি কারের মজা কাকে বলে।

xv) ব্যাকআপ অ্যান্ড রিস্টোর  (Sd card, google drive, dropbox)

xvi) কপি করে শেয়ার করার অপশন টা ও আছে।

(অনলাইন এ আপনার প্রিয় অথবা হিস্ট্রি শব্দ গুলা সেইভ করে রাখতে পারবেন, গুগল drive, ড্রপ বক্স এ সেইভ করতে পারবেন।)

সেটিং গুলা বুজার জন্য অনেক গুলা অপশন আছে। প্রতি পেইজ এই হেল্প আছে। হেল্প গুলা পড়লে সমস্যা হবার কথা না।

শব্দ শেয়ার এর অপশন টা কঠিন লাগতে পারে। তাই একটু করে বলে দিলাম।

(ওয়েব সাইট এর কোন  শব্দটির ওপর লং প্রেস করুন দেখবেন browser ওপরে শেয়ার করার অপশন এনাবল করেছে, তখন শব্দ টি বা পুরা প্যাঁরাগ্রাপ সিলেক্ট করে শেয়ার করেন অভিধান টি দিয়ে, তখন পুরা প্যাঁরাগ্রাপ ট্রান্সলেট হয়ে যাবে তখন শব্দ গুলা চাইলে অ্যাড করতে পারবেন প্রিয় শব্দের তালিকাতে,) Display সেটিং য় পাবেন অনেক ধরনের সুবিদা, গেলেই দেখবেন।নোটিফিকেশান অন অফ করতে পারবেন। আপ্পস স্টার্ট হবার সাথে সাথে কীবোর্ড শো করার সুবিদা ত আছেই।

সব কন্ট্রোল করার সুবিদা। যেমন রং, সাইজ, আরও আছে অনেক অনেক সেটিং ইন্সটল না করে যাবেন না কিন্তুু।

Download Now

ডাউনলোডের নিয়ম:লিংকে গিয়ে Download Now এ ক্লিক করবেন।পরের পেজে Click Here To Download এ ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে।অন্য পেজ আসলে ব্যাক করে আগের পেজে যাবেন

আমার সাইট, সময় পেলে ঘুরে আসবেন।

One thought on "প্রিয় ফ্রেন্ডদের জন্য নিয়ে আসলাম এমন একটা অ্যাপ্পস। যা না থাকলেই আপনি যেকোনো সময়ে বিপদে পরতে পারেন।"

  1. hd.golap Contributor says:
    দুর পাউ post..

Leave a Reply