মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের আদাব এবং অন্য জাতীর ভাইদের উপর শান্তি বর্ষিত হোক এই আশা নিয়েই আজ আমার টিউন শুরু করলাম।

আশা করি সবাই ভালই আছেন আর আমিও ভালই আছি।

আজকের টিউনে অনেক কথা বলতেহবে তাই একটু বেশি সময় হাতে নিয়ে টিউনটি পড়বেন। দীর্ঘ ২ বছর পড়া লেখা করার পর ছেলে-মেয়েরা যখন SSC পরীক্ষা দেয় তখন কিন্তু অনেক আনন্দে তাদের দিন কাটে এর বাস্তব উদাহরন আমি নিজেই কিন্তু যখন পরীক্ষার ফলাফল প্রকাশ হবার সময় ঘনিয়ে আশে তখন সবাই কেমন যেন মন-মরা হয়েপরে।

আশলে ছাত্র বা ছাত্রীর থেকে কিন্তু তাদের বাবা মায়ের বেশি চিন্তা থাকে এই উদাহরনটাও আমার নিজের জীবন থেকে দিলাম।

আর তেমনি একটা বিভীষিকাময় দিন এসে পরল আগামীকাল।

প্রতিবারে মত ৬০ দিনের মাথায় এইবারেও ফলাফল প্রকাশ করবে বলে জানিয়েদিয়েছে শিক্ষা মন্ত্রী।
আর প্রধান মন্ত্রী কার্যালায় থেকেও ঘোষণা দিয়েছে যে ৬ তারিখ প্রকাশ হবে SSC পরীক্ষার ফলাফল।
যায় হোক অনেক কথাই বললাম এইবার চলুন দেখেনেই ২০১৭ সালের গড় পাশের হিশাব।

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পাসের হারসংক্রান্ত তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

২০১৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পৃথকভাবে ১০ বোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে গড় পাসের হার সবচেয়ে বেশি। পাসের হার সবচেয়ে কম কুমিল্লা বোর্ডে।

  • রাজশাহীতে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ।
  • ঢাকা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৯ শতাংশ।
  • চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ।
  • দিনাজপুর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
  • সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ।
  • যশোর বোর্ডে পাসের হার ৮০ দশমিক শূন্য ৪ শতাংশ।
  • বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ।
  • কুমিল্লা বোর্ডে পাসের হার ৫৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে (দাখিল) পাসের হার ৭৬ দশমিক ২০ শতাংশ। কারিগরি বোর্ডে (ভকেশনাল) পাসের হার ৭৮ দশমিক ৬৯ শতাংশ।

নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, ২০১৭ সালে ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থী।
এই সংখ্যা ২০১৬ সালের চেয়ে পাঁচ হাজার কম। তবে এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায়
জিপিএ-৫ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে ১ হাজার ১৯৫ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

২০১৭ সালে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন।

সব কিছুই জানানো হল

এইবার আসুন দেখেনেই কিভাবে মার্কসিট সহ আপনার রেজাল্ট দেখতে পারবেন।
আপনারা অনেকেই জানেন তারপরেও একবার দেখিয়ে দিতেছি কারন সবাই একটু দুর্বল হয়ে পরেছে তাই একটু সাহস দিতে হবে। প্রথমেই নিচের চিত্রটি দেখুন

প্রথমে এই লিংকে চলেযান Education board Bangladesh এইখানে উপরের চিত্রের মত একটা পেজ পাবেন সেইখানে সব তথ্য দিয়ে Submit করুন বুঝতে না পারলে আমায় ফলো করুন

  1. Examination এর জায়গায় দিন SSC/Dakhil
  2. year এর জায়গায় দিন 2018
  3. Board এর জায়গায় আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেইটা দিন
  4. Roll এর জায়গায় আপনার পরীক্ষার রোল দিন
  5. Registration এর জায়গায় আপনার Registration দিন
  6. এইবার captcha পূরণ করুন ( Example: 5+1=6 ) এবং Submit দিন।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার দেখুন মেসেজ এর মাদ্ধমে কিভাবে রেজাল্ট দেখতে পাবেন।

প্রথমেই মেসেজ অপশনে গিয়ে নিচের মত করে লিখুন এবং ১৬২২২ এই নাম্বারে পাঠিয়েদিন।
SSC [Space] আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এর প্রথম ৩টা অক্ষর দিন  [Space] আপনার Roll Number দিন [Space] আপনার Passing Year মানে ২০১৮ দিন এবং Send করুন 16222 নাম্বারে.

উপরের চিত্র অনুসরণ করুন এবং সহজভাবে আপনার রেজাল্ট দেখুন।
আর এইবার আমাদের Website থেকেও রেজাল্ট দেখতে পারবেন।

রেজাল্ট দেখতে নিচের লিংকে ক্লিক করুন

Click Here to see SSC Result Very quick

সময় পেলে আমাদের ছোট্ট Website এ একটু ঘুরে আসিয়েন।

পোষ্ট ক্রেডিট ঃ Likebn.Com

10 thoughts on "বিগত বছরের SSC পরীক্ষার ফলাফল, গড় পাশের হিসাব এবং কিভাবে দ্রুত আপনার রেজাল্ট দেখতে পারবেন [ বিস্তারিত ]"

  1. Gangster Contributor says:
    পোস্ট অনেক সাজিয়ে গুছিয়ে লিখেছেন। কিন্তু আপনার দেয়া এই পদ্ধতিতে ফুল মার্কশীট পাওয়া যাবে। কিন্তু মার্কশীট নাম্বার থাকবে না। যে, কে কোন সাবজেক্টে কত পেল।
  2. Skp2 Contributor says:
    আর কত????

    গতবছরের পাশের হার দিয়ে কি হবে???একই সাইট নিয়ে চার-পাঁচটা পোস্ট,,,,নিচে যে Sms এর ফর্মুলা দেন,তা সবার মোবাইলে আগে থেকেই Govt Info থেকে Sms করে জানিয়ে দেয়,,,,
    আগামীকালকের পাশের হারের সাথে কম্পায়ার করে দিলেও একটা কথা ছিল!!
    যতসব,,

  3. SajibDas Author says:
    একটা বিষয় নিয়ে কত কি!!!
    এইবার এই সব বাদ দেন।
  4. Imran Subscriber says:
    Not Bad
  5. Alamgir Author says:

    vai ra toder bollam je ami ssc result niya 4ta post agei dekhsi. 5 no post ta dekhar agei amk mere felte bollam. But keno dekhaila vai ra. Jai hok 6 no. Post dekhar agei amk kew mairala 😛
  6. IH Rony25 Contributor says:
    Kalka aigula kaj korbana
  7. Rimel Contributor says:
    Comilla board e ?
  8. Jibon Roy Author says:
    nice post bro
  9. Gangster Contributor says:
    আর কতো দেখবো
  10. Jony Champ Author says:
    রেজাল্টের সময় সাইটে+SmS এ জ্যাম বেঁধে যাবে!! 🙁

Leave a Reply