আমরা সবাই জানি,,,কিছু কিছু উক্তি চিরন্তন সত্যি।
আর তাই আজ কিছু মহান ব্যাক্তিদের উত্তি শেয়ার করলাম
যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে।কিন্তু তা
আপনার জীবনে প্রয়োগ করতে হবে।তো শুরু করি…..

প্রত্যেককে বিশ্বাস করা

বিপদজনক; কিন্তু কাউকে

বিশ্বাস না করা আরো

বেশী বিপদজনক॥

—আব্রাহাম লিংকন।

‘‘

যারা আমাকে সাহায্য

করতে মানা করে দিয়েছিল

আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

কারন তাদের ‘না’ এর জন্যই

আজ আমি নিজের কাজ

নিজে করতে শিখেছি॥

’’

—আইনস্টাইন।

যারা বলে অসম্ভব, অসম্ভব

তাদের দুয়ারেই বেশি

হানা দেয়॥

—জন সার্কল।

আমরা ভাবি দেশে যত

ছেলে পাশ হচ্ছে তত

শিক্ষার বিস্তার হচ্ছে।

পাশ করা আর শিক্ষিত হওয়া

এক বস্তু নয়, এ সত্য স্বীকার

করতে আমরা কুন্ঠিত হই॥

—প্রমথ চৌধুরী।

তোমার বন্ধু হচ্ছে সে, যে

তোমার সব খারাপ দিক

জানে; তবুও তোমাকে পছন্দ

করে॥

—অ্যালবার্ট হুবার্ড।

স্কুলে যা শেখানো হয়, তার

সবটুকুই ভুলে যাবার পর যা

থাকে; তাই হলো শিক্ষা॥

—অ্যালবার্ট আইনস্টাইন।

আমি আপনাকে কখনও

ভালবাসতে না বলে যুদ্ধ

করতে বলি। কারণ যুদ্ধে হয়

আপনি বাঁচবেন না হয়

মরবেন। কিন্তু ভালবাসাতে

না পারবেন বাঁচতে; না

মরতে॥

—এডলফ হিটলার।

যারা কাপুরুষ তারাই

ভাগ্যের দিকে চেয়ে

থাকে, পুরুষ চায় নিজের

শক্তির দিকে। তোমার বাহু,

তোমার মাথা তোমাকে

টেনে তুলবে, তোমার কপাল

নয়॥

—ডঃ লুৎফর রহমান।

বাঙালি সমালোচনা সহ্য

করে না; নিজেকে কখনো

সংশোধন করেনা। নিজের

দোষত্রুটি সংশোধন না করে

সেগুলোকে বাড়ানোকেই

বাঙালি মনে করে

সমালোচনার যথাযথ উত্তর॥

—হুমায়ুন আজাদ।

কাল আমার পরীক্ষা।

কিন্তু এটা আমার কাছে

বিশেষ কোন ব্যাপারই না,

কারন শুধুমাত্র পরীক্ষার

খাতার কয়েকটা পাতাই

আমার ভবিষ্যৎ নির্ধারন

করতে পারেনা॥

—টমাস আলভা এডিসন।

সবাই অনেকদিন বাঁচতে

চায়, কিন্তু কেউই বুড়ো হতে

চায় না॥

—জোনাথন সুইফট।

ছেলেদের মদ্ধে বন্ধুত্ব

নষ্টের অন্যতম দুইটি কারণ-

টাকা এবং মেয়ে। সব সময় এই

দুইটি জিনিস বন্ধুত্ব থেকে

দূরে রাখতে চেষ্টা করুন॥

“ পৃথিবী জুড়ে প্রতিটি

নরনারী এখন মনে করে

তাদের জীবন ব্যর্থ, কেননা

তারা অভিনেতা বা

অভিনেত্রী হতে পারেনি॥

—হুমায়ুন আজাদ।

তুমি যখন প্রেমে পড়বে তখন

আর তোমার ঘুমাতে ইচ্ছে

করবেনা; কারণ তখন তোমার

বাস্তব জীবন স্বপ্নের চেয়ে

আনন্দময় হবে॥

—Dr. Seuss.

একবার পরীক্ষায় কয়েকটা

বিষয়ে আমি ফেল

করেছিলাম কিন্তু আমার বন্ধু

সব বিষয়েই পাশ করে। এখন

সে মাইক্রোসফটের একজন

ইঞ্জিনিয়ার আর আমি

মাইক্রোসফটের

প্রতিষ্ঠাতা॥ ”

—বিল গেটস।

টাকার বিনিময়ে শিক্ষা

অর্জনের চেয়ে অশিক্ষিত

থাকা ভাল॥

—সক্রেটিস।

জন্মদিনের উৎসব পালন

করাটা বোকামি। জীবন

থেকে একটা বছর ঝরে গেল,

সে জন্যে অনুতাপ করাই

উচিত॥

—নরম্যান বি.হল।

সে ব্যক্তি মুমিন নয় যে

নিজে তৃপ্তি সহকারে আহার

করে, অথচ তার প্রতিবেশী

অনাহারে থাকে॥

—আল হাদিস।

আপনি যদি গরীব হয়ে জন্ম

নেন তাহলে এটা আপনার

দোষ নয়, কিন্তু যদি গরীব

থেকেই মারা যান তবে

সেটা আপনার দোষ॥

—বিল গেটস।

সুন্দর একটা মানুষ না খুঁজে,

সুন্দর একটা মন খুঁজো, তাহলে

ভালবাসার সফলতা আসবে॥

“ যে তোমাকে কষ্ট দেয়

তাকে তুমি ভালবাসো। আর

যে তোমাকে ভালবাসে

তাকে তুমি কষ্ট দিওনা।

কারণ পৃথিবীর কাছে হয়তো

তুমি কিছুই নও, কিন্তু কারো

কাছে হয়তোবা তুমিই তার

পৃথিবী॥ ”

“ যে যে বিষয়ে প্রশিক্ষণ

নিয়েছে সে সেই বিষয়ে

শিক্ষিত, কাজেই সবাই

শিক্ষিত॥

—নেপোলিয়ান।

যে দৃষ্টির সঙ্গে মনের

যোগাযোগ নেই সে তো

দেখা নয়, তাকানো॥

—যাযাবর।

সেই যথার্থ মানুষ যে

জীবনের পরিবর্তন দেখেছে

এবং পরিবর্তনের সাথে

নিজেও পরিবর্তিত হয়েছে॥

—বায়রন।

অন্যকে বারবার ক্ষমা কর

কিন্তু নিজেকে কখনোই

ক্ষমা করিও না॥

—সাইরাস।

কান্নায় অনন্ত সুখ আছে

তাইতো কাঁদতে এত

ভালোবাসি॥

—স্বামী বিবেকানান্দ।

জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু

জগতে আর কিছুই নেই॥ ”

—পবিত্র গীতা।

যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়

তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা

হয়॥

—জর্জ গ্রসভিল।

আমি চলে গেলে যদি কেউ

না কাঁদে তবে আমার

অস্তিত্বের কোন মূল্য নেই॥

—সুইফট।

বন্ধুর সাথে এমন ব্যাবহার

কর যেন বিচারকের শরণাপন্ন

হতে না হয়॥

—প্লেটো।

অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির

কাজের মধ্যে কোন মহৎ

উদ্দেশ্য খুঁজে পায় না॥

—জন বেকার।

সব দুঃখের মূল এই দুনিয়ার

প্রতি অত্যাধিক আকর্ষণ॥ ”

—হযরত আলী (রাঃ)।

আগুন দিয়ে যেমন লোহা

চেনা যায় তেমনি মেধা

দিয়ে মানুষ চেনা যায়॥

—জন এ শেড।

সময় বেশি লাগলেও ধৈর্য

সহকারে কাজ কর, তাহলেই

প্রতিষ্ঠা পাবে॥

—ডব্লিউ এস ল্যান্ডের।

একজন অলস মানুষ স্বভাবতই

খারাপ মানুষ॥ ”

—এস টি কোলরিজ।

সাহস নিয়ে বেঁচে থাকো

না হয় মরে যাও॥ ”

—মেরিডিথ।

সৎ লোক সাতবার বিপদে

পড়লে আবার উঠে কিন্তু অসৎ

লোক বিপদে পড়লে একবারে

নৃপাত হয়॥

—হযরত সোলায়মান (আঃ)।

যদি তুমি কখনো অপমানিত

বোধ কর তবে অপরকে সেটা

বুঝতে দেবে না॥

—জন বেকার।

যে মন খুলে হাসতে পারে

না, সেই পৃথিবীতে সবচেয়ে

অসুখী॥

—জন লিলি।

ভালোবাসার জন্য যার পতন

হয় সে বিধাতার কাছে

আকাশের তারার মত

উজ্জ্বল॥

—জনসন।

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে

ঘরে থাকাও ভালো, অতৃপ্তি

নিয়ে বিরাট অট্টালিকায়

থাকার কোন সার্থকতা

নেই॥

—উলিয়ামস হেডস।

প্রেমের আনন্দ থাকে

স্বল্পক্ষণ কিন্তু বেদনা

থাকে সারাটি জীবন॥

—রবীন্দ্রনাথ ঠাকুর।

সেই সত্যিকারের মানুষ যে

অন্যের দোষত্রুটি নিজেকে

দিয়ে বিবেচনা করতে

পারে॥

—লর্ড হ্যলি ফক্স।

সবার সাথে যে তাল

মিলিয়ে কথা বলে সে

ব্যক্তিত্বহীন॥

—মার্ক টোয়েন।

পুরুষের লক্ষ্য রাখা উচিত

যত দিন বেশী তারা

অবিবাহিত জীবনযাত্রা

করতে পারে॥

—জর্জ বার্নাডস।

যে সহজ সরল জীবনযাপন

করে সুখ তার জন্য অত্যন্ত

সুলভ্য॥

—আলেকজান্ডার।

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি

অভিন্ন মন॥ ”

—সক্রেটিস।

যে সব দৃশ আমরা খুব মন

লাগিয়ে দেখতে চাই সে সব

দৃশ্য কখনো ভালভাবে

দেখতে পারি না সেই সব দৃশ্য

অতি দ্রুত চোখের সামনে

দিয়ে চলে যায়॥

—রবার্ট ফ্রস্ট।

ভাগ্য বলে কিছুই নেই,

প্রত্যেকের চেষ্টা ও যত্নের

উপর তা গড়ে উঠে॥

—স্কট।

বিদ্ধানের কলমের কালি

শহীদের রক্তের চেয়েও

পবিত্র॥

—আল হাদিস।

ওঠো, এবং ভয় পেয়ো না॥ ”

—যীশু।

যে জাতি তার বাচ্চাদের

বিড়ালের ভয় দেখিয়ে ঘুম

পাড়ায়, তারা সিংহের

সাথে লড়াই করা কিভাবে

শিখবে?

—শেরে বাংলা এ. কে. ফজলুল

হক।

ভয়? সে কে? তাকে তো

কোনোদিন দেখিনি॥ ”

—লর্ড নেলসন।

হয়তো দশবার টসে একবার

মাত্র আমি জিতেছি, কিন্তু

তাতে আমার দুঃখ নেই।

আমার মুখ তো তাই বলেছে-

যা আমার চোখ দেখেছে॥

”—

চে গুয়েভারা।

গতি যার নীচ সহ নীচ সে

দুর্মতি॥ ”

—মাইকেল মধুসূদন দত্ত।

রহস্যকে ব্যাখ্যা করবার

জন্যই ঈশ্বরের ধারনা

এসেছে॥

—রিচার্ড ফিলিপস

ফাইনম্যান।

বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি

জেনে নিক দুর্বৃত্তেরা॥ ”

—বঙ্গবন্ধু শেখ মুজিবর

রহমান।

ক্লান্ত হলে তো অনেক

আগেই মারা যেতাম।

ক্লান্তি নেই বলেই তো

একজন শিল্পী এতদিন বেঁচে

থাকে॥

”—পাবলো

পিকাসো।

যদি আমি তোমাকে

ভালোবাসি, ঈশ্বর।

তুমি কেবল তোমার কিছু

সৃষ্টিকে ভালোবাসতে

পারোনা॥

—মুহাম্মদ আলি।

পুরুষের দশ দশা।

কখনও হাতি কখনও মশা॥ ”

—মীর মশারফ হোসেন।

নিজেকে আর নিজের

শত্রুকে চেনা থাকলে

কোনো হার ছড়াই একশ যুদ্ধ

জেতা যায়॥

—সান যু।

নিন্দিত করুন। কোন

ব্যাপার না। ইতিহাস

আমাকে মুক্তি দেবে॥

—ফিদেল আলেহান্দ্রো

কাস্ত্রো রুজ।

রক্ত কখনও ঘুমায় না।

প্রতিশোধ নেবার জন্য

জেগে থাকে॥

—সালাদিন।

আমাদের কেবল ভয়কে ভয়

পাওয়া উচিৎ॥ ”

—ফ্রাংক্লিন ডেলানো

রুজ্ভেল্ট।

আমরা হয় এক রাস্তা খুঁজে

নেব, নয় বানিয়ে নেব॥ ”

—হ্যানিবল।

অসম্ভব শব্দটি মুর্খের

অভিধানেই পাওয়া যায়॥ ”

—নেপোলিয়ন বোনাপার্ট।

জ্ঞান নয় কল্পনাই বুদ্ধির

প্রকৃত পরিচয়॥ ”

—আলবার্ট আইনস্টাইন।

আমি ভেড়ার নেতৃত্বে

সিংহ বাহিনীকে ভয় পাই

না,

কিন্তু সিংহের অধীনে

ভেড়ার পালকে ভয় পাই॥

—আলেকজান্ডার।

আমি শুয়োর পছন্দ করি। কুকুর

আমাদের দিকে চোখ তুলে

তাকায়। বিড়াল চোখ

নামিয়ে তাকায়। শুকর

আমাদেরকে সমভাবে

দেখে॥

—উইনস্টন চার্চিল।

স্বপ্ন তা নয় যা ঘুমের মধ্যে

আসে,

স্বপ্ন সেটাই যা ঘুমকে দুর

করে॥

—আবুল পাকির জয়নাল

আবেদিন আব্দুল কালাম।

বামন চিনি পৈতা দেখে

বামনী চিনি কেমনে রে? ”

—লালন ফকির।

মানুষ স্বভাবতই একটি

‘রাজনৈতিক প্রাণী॥ ”

—অ্যারিস্টটল।

এদেশের বুকে আঠারো আসুক

নেমে॥ ”

—সুকান্ত ভট্টাচার্য্য।

কোন গাড়িকে তার চালক

দেখে বিচার করা উচিৎ নয়॥

—জাকির নায়েক।

আমি বেশি দুরে দেখে

থাকলে তা দৈত্যদের ঘাড়ে

চড়েই॥

—আইজ্যাক নিউটন।
:::::::ধন্যবাদ সবাইকে:::::

10 thoughts on "আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এই পোষ্ট..।একবার হলেও পোস্টটি পড়ুন।"

  1. A M Contributor says:
    ভালো… 🙂
  2. JOYGID ROY Contributor Post Creator says:
    ধন্যবাদ সবাইকে
  3. DEMON# -KILLER Contributor says:
    *আমেজিং*
  4. JOYGID ROY Contributor Post Creator says:
    Thanks all
  5. Kanok001 Contributor says:
    বিদ্ধানের কলমের কালি

    শহীদের রক্তের চেয়েও

    পবিত্র॥

    —আল হাদিস। এটা একটু যাচাই করে নিয়েন, ঠিক আছে কিনা

  6. You will not be punished for your anger,
    You will not be punished by your anger.
    => Myself
  7. You will not be punished for your anger,
    You will not be punished by your anger.

Leave a Reply