আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন!!!


আজকেও নিয়ে এসেছি ৩০ টা। গত পর্বে যেমন ৩০ টা ছিল!!

এবং আজকেই শেষ। আপনাদের অনেক ধন্যবাদ সাপোর্ট দেয়ার জন্য…….।


৩১. উপমহাদেশের সর্বপ্রথম ‘রাজস্ববোর্ড’ স্থাপন করেন কে?

উঃ ওয়ারেন হেস্টিংস।


৩২. ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তিত হয় কত সালে?

উঃ ১৭৯৩ সালে।


৩৩. ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রবর্তন করেন কে?

উঃ লর্ড কর্নওয়ালিস।


৩৪. সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?

উঃ লর্ড বেণ্টিঙ্ক।


৩৫. বাংলায় ছিয়াত্তুরের দুর্ভিক্ষ কোন সালে হয়?

উঃ ১১৭৬ খ্রিস্টাব্দে।


৩৬. উপমহাদেশ সংস্কৃত ও ফরাসির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন কে?

উঃ লর্ড বেণ্টিঙ্ক।


৩৭. বাংলায় ছিয়াত্তুরের দুর্ভিক্ষের সময় গভর্নর ছিলেন কে?

উঃ কার্টিয়ার।


৩৮. বাংলায় নীল বিদ্রোহ সংঘটিত হয় কবে?

উঃ ১৮৬০ খ্রিস্টাব্দে।


৩৯. কোন শিক্ষাবিদের সহায়তায় হিন্দু বিধবা বিবাহের প্রচলন হয়?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।


৪০. বাংলায় ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

উঃ হাজী শরীয়তুল্লাহ।


৪১. মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য কে তাঁর সমস্ত সম্পত্তি উইল করে যান?

উঃ হাজী মুহাম্মদ মুহসীন।


৪২. ‘মুসলিম সাহিত্য সমাজের’ প্রতিষ্ঠাতা কে?

উঃ নওয়াব আব্দুল লতিফ।


৪৩. আলীগড় আন্দোলনের বিখ্যাত নেতা কে?

উঃ সৈয়দ আহমদ খান।


৪৪. খেলাফত আন্দোলনের বিখ্যাত নেতা কে?

উঃ মাওলানা মোহাম্মদ আলী।


৪৫. হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?

উঃ সৈয়দ মাহমুদ।


৪৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয় কবে?

উঃ ১৮৫৮ সালে।


৪৭. কোন বড় লাটের সময় বঙ্গভঙ্গ হয় এবং কত সালে?

উঃ লর্ড কার্জন, ১৯০৫ সালে।


৪৮. ‘বঙ্গভঙ্গ’ রদের ঘোষণা কবে দেয়া হয়?

উঃ ১৯১১ সালের ১২ই ডিসেম্বর।


৪৯. বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কিসের জন্য হয়?

উঃ ১৯০৮ সালে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে।


৫০. অহিংসা ও অসহযোগ আন্দোলনের জনক কে?

উঃ মহাত্মা গান্ধী।


৫১. মুসলিম লীগ কবে প্রতিষ্টিত হয়?

উঃ ১৯০৬ সালে, ৩০ ডিসেম্বর।


৫২. কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্টিত হয়?

উঃ নবাব সলিমুল্লাহ।


৫৩. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?

উঃ মুহাম্মদ আলী জিন্নাহ।


৫৪. ‘ছয়দফা’ কর্মসূচি কোন সালে ঘোষণা করা হয়?

উঃ ১৯৬৬ সালের ২৩ মার্চ, লাহোরে।


৫৫. কোন নেতা ‘ছয়দফা’ কর্মসূচি ঘোষণা করেন?

উঃ শেখ মুজিবুর রহমান।


৫৬. শেখ মুজিবকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দায়ের করা হয়?

উঃ জানুয়ারি, ১৯৬৮ সালে।


৫৭. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ছিল?

উঃ ৩৫ জন।


৫৮. বাংলাদেশে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৬৯ সালে।


৫৯. আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?

উঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।


৬০. পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উঃ ৭ ডিসেম্বর।


যদিও তিরিশ টা দেয়ার কথা ছিল তারপরও শেষ পর্ব হিসেবে আরো কয়েকটা স্পেশাল দেয়া হল….।


# বাংলাদেশের পতাকা প্রথম কখন উত্তোলন করা হয়?

উত্তরঃ ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সভায়।


# বাংলাদেশে ৭ মার্চ এর গুরুত্ত্ব কি?

উত্তরঃ ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে এক ঐতিহাসিক ভাষণ দেন।


# পাকিস্তান সেনাবাহিনী কবে গণহত্যা শুরু করে?

উত্তরঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতের পূর্বক্ষণে।


# শেখ মুজিবকে কবে, কোথায় থেকে বন্দী করা হয়?

উত্তরঃ ২৫ মার্চ রাতে, ধানমন্ডির ৩২ নং রোডের বাসা থেকে।


# বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তরঃ কর্ণেল এম. এ. জি. ওসমানী।


# স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তরঃ ১১ টি।


# স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ট উপাধী লাভ করেন?

উত্তরঃ ৭ জন।


# স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম উপাধী লাভ করেন?

উত্তরঃ ৬৮ জন।


# স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধী লাভ করেন?

উত্তরঃ ১৭৫ জন।

 


ধন্যবাদ। ভুল হলে জানাবেন।


8 thoughts on "প্রশ্নোত্তরে বাংলাদেশের ইতিহাস!!![শেষ পর্ব] আপনি ছাত্র হলে অবশ্যই দেখবেন।।।।"

    1. OndhoKobi Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো!
    1. sobkhanei eki comment
      update korun
    2. OndhoKobi Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Naim_i Contributor says:
    এত এইচটিএমএল কোড ব্যাবহার করছেন কেন?
  2. OndhoKobi Author Post Creator says:
    গোছানোর জন্য।

Leave a Reply