আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি

বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের সাথে Modifier নিয়ে আলোচনা করবো যা HSC তে একটি টপিক হিসাবে পরিক্ষায় আসে। তো চলুন বেশি কথা না বলে সরাসরি পোস্টে চলে যায়।
বিস্তারিত পোস্টঃ

Modifier এক আতঙ্কের নাম। HSC তে modifier নিয়ে সমস্যায় পরে নি এমন student খুজে পাওয়া কঠিন। আজকের এই পোস্ট যদি কেউ মনোযোগ দিয়ে & নোট করে পড়ে তাহলে modifier পানি হয়ে যাবে। ৬-৭ টা হবেই। vocabulary তে দক্ষ হলে আরও বেশি হবে। modifier এ যাওয়ার আগে একটু basic grammar নিয়ে আলোচনা করি তাহলে modifier বুঝতে সহজ হবে।
(1) সাধারনত Adjective, Noun এর পূর্বে বসে। খাটি বাংলায় বলতে গেলে Adjective মানে পাম মারা, কাকে পাম মারা?? noun কে। অর্থ্যাৎ দোষ, গুন, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা।
example : Bristy is a cute girl.
এখানো girl কে পাম মারতেছে cute, সুতরাং এখানে cute “Adjective.”
(2) সাধারনত Adverb, Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় বসতে পারে। অর্থ্যাৎ verb এর আগে, পরে, noun এর পরে, এমনকি Adverb এর পরও Adverb বসতে পারে। সহজ কথায় Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়।
example : He laughs loudly.
এখানে “loughs” verb এর পর “loudly” Adverb বসে verb কে জোর দিচ্ছে মানে modify করছে।
★Modifier কী???
যে word বা phrase(শব্দগুচ্ছ) কোন noun বা verb এর আগে পরে বসে ঐ noun বা verb কে modify করে
অর্থ্যাৎ, ঐ noun বা verb সম্পর্কে তথ্য প্রদান করে তাকে modifier বলে।
****Specific uses of Modifier:

★ Pre modify the noun : pre অর্থ পূর্বে। noun এর পূর্বে কী বসে?? উপরে বলছিলাম মনে আছে?? Adjective বসে। তাই pre modify the noun থাকলে Adjective হবে।
example : Rakib was a………..( pre modify the noun) poet.
এখানে adjective বসবে মানে পাম মারতে হবে, মানে। famous/ noble হবে।

★pre modify the Adjective/Verb/Adverb: উপরে কি বলছিলাম মনে আছে??? Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় Adverb বসে। তাই pre modify the

Adjective/Verb/Adverb থাকলে Adverb হবে।
example : She……….(pre modifythe verb) got idea.
এখানে Adverb হবে, অর্থ্যাৎ verb কে জোর দিতে modify করতে হবে। suddenly /quickly হবে।

★post modify the Adjective/Verb/
Adverb: post
অর্থ পরে। আগের মতোই noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়Adverb বসে।
example : Arif can write……( post modify the verb)
আগের মতোই Adverb হবে,verb কে modify করবে। তাই quickly /beautifully হবে।
নোট করে নিতে পারো:
**pre modify the noun→ Adjective.
**pre modify the adjective/verb/Adverb→ Adverb.
**post modify the Adjective/verb/
Adverb→ Adverb.
*****pre modify the noun with……………
★possessive → my, him, her, their, our,its (sentence এর subject টি pronoun এর যে ফর্ম এ থাকবে sentence এর possessive adjective টি একই ফর্ম এ হবে) কি বুঝ নাই?? example দিলে ক্লিয়ার হবে।
example: You can not complete……..(pre modify the noun with possessive) studies.
এখানে sentence এর subject You. You er possessive ফর্ম your. তাই your হবে।
★Gerund→ (verb+ing)
★Infinitive→ (To + V1)
★present participle→( verb+ ing)
★past participle→V3
★ Demostrative →this,that( singular noun এর পূর্বে) these, those(plural noun এর পূর্বে)
example: She found……….(use a demostrative
to pre modify the noun) jug too heavy.
এখানে যেহুতু jug singular তাই this হবে।
★phrase → A group of word that contains no verb
★Appositive→ A group of word that must reflect the Noun/pronoun
★Intensifier→very
★Quantifier→some,few,many( countable noun) some, much,little( uncountable noun)

example: they have……………. (use quantifier pre modify the noun) money.
এখানে money uncountable noun তাই much হবে।
modifier শেষ।

ক্রেডিটঃ HR Badsha.

তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ

★Email: [email protected]
.
★Facebook
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে

24 thoughts on "[full guideline]_ HSC__ Modifier শিখুন খুব সিম্পল কয়েকটি টেকনিকের মাধ্যমে। না দেখলেই লস !!!"

  1. Shozib Uddin Contributor says:
    good post and thanks ????
  2. Shozib Uddin Contributor says:
    good post and thanks ????
  3. Shozib Uddin Contributor says:
    good post and thanks ????
  4. ABUBAKAR CHOWDHURY Contributor says:
    Good post.carry on
  5. samim ahshan Author says:
    Hse suggestion 2019 din
  6. SOJIB MiA Contributor says:
    ভাই আপনার পোষ্টটি খুব ভালো লাগলো এরকম পোস্ট আরো চাই
  7. Hridoy Contributor says:
    Thanks.
    Khub shundor kore bojhalen.
  8. ?New Earning App Launched ?
    ✅ Same as Pivot App ✅

    ? Name: HAPO APP ?

    ? Link : https://www.hapoapp.com/h5/invite2register2?inviteCode=JQWHKK&lang=en&hos=hapo
    ?Win chance up to $1,000,000 ?

    ? Minimum per day income up to $25 – $50

    ? Join bonus 10,000 Gems (Limited time offer)
    ? Minimum withdraw 0.001 BTC

    ? Link : https://www.hapoapp.com/h5/invite2register2?inviteCode=JQWHKK&lang=en&hos=hapo
    ◾Click “GET IT NOW”
    ◾Download Hapo app (size=13 MB)
    ◾Sign in Facebook or Gmail

    ?Gems converted btc everyday & daily bonus pool.

  9. A2 Contributor says:
    Nc post study bisoy a amn post r cai Hsc exm samni english ar amn short cut system thakle r share korte paren bro ate sovai upokito hbe
  10. Shaon Ahmed Siam Contributor says:
    Akash vai abar inter first year uthbo apni jodi hhc ar boi pan aktu post koren vai ar kon subject gulo easy sei subjects gulo aktu bolben vai
  11. towfikomar Contributor says:
    থাঙ্কু
  12. Shanto.islam Contributor says:
    এ রকম আরো পোস্ট চাই
  13. NAYEEM ISLAM Contributor says:
    Ata kentu copy kora.
  14. hasan12 Contributor says:
    কই theke copy korsey?
  15. hasan12 Contributor says:
    valo post thanks..aey doroner post kothai pavo vai jodi link diten taholey private খরচটা বেচে jeto
  16. Al-Amin989 Contributor says:
    Carry on…
  17. Shakil khan Author says:
    apni ki hsc butch?

Leave a Reply