আসসালামু আলাইকুম।


আশা করি সকলে ভাল আছেন আমিও ভাল আছি।TrickBD এর সাথে থাকলে ভালই থাকার কথা।
আজ আমরা টেলিগ্রামে স্টিকার অ্যাড করা শিখব।
আজকাল টেলিগ্রামে আমরা অনেক স্টিকার ইউজ করে থাকি।বাংলা স্টিকার প্যাক ও আছে অনেক।কিন্তু কিভাবে সেগুলা টেলিগ্রামে অ্যাড দেয় আমরা জানি না। আজ আপনাদের আমি সেটা দেখাবো।চলুন আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি।
প্রথমে নিচের লিংক থেকে আপনারা সরাসরি স্টিকার বানানোর যে অফিশিয়াল বোট টা আছে সেখানে চলে যান।


Stiker bot

তারপর স্টার্ট লিখে বোট ওপেন করুন।নিচের মতো………

তারপর আমরা কমান্ড সিলেক্ট করবো।
এবার বটে নতুন স্টিকার প্যাক বানানোর জন্য /newpack লিখে মেসেজ সেন্ড করলে আপনাকে নিচের মতো স্টিকার প্যাক এর নেম সিলেক্ট করতে বলবে।

আপনার স্টিকার ফানি বিষয়ক হলে বা যে টপিক এ হবে সে টপিক অনুযায়ি একটা নাম লিখে সেন্ড করে দিন।
তারপর নিচের মতো দেখাবে।

আপনি যে স্টিকার বানানোর জন্য ছবি গুলা সেন্ড করবেন সেগুলা:-
১. PNG FORMAT এর হতে হবে।(ছবি PNG ফরম্যাট করার অ্যাপ লিংক নিচে দেয়া আছে।
২. ছবির সাইজ ১দিক দিয়ে ৫১২ ও অন্য দিক দিয়ে ৫১২ বা তারও কম সাইজের হতে হবে।
৩. ছবিতে মিনিমাম ব্রাইটনেস থাকতে হবে কালো কালারে হলে হবে না।
৪. ছবিটি ডকোমেন্ট সিস্টেম এ সেন্ড করতে হবে।
[উপরের শর্ত গুলা না মানলে স্টিকার আপলোড হবে না]
তারপর নিচের স্কিনশটে দেখানো অপশনের মাধ্যমে ক্লিক করে আপনার png ফরম্যাটের ৫১২ × ৫১২ সাইজের ছবিটি আপলোড করে দিন।।

আপলোড করা হয়ে গেলে আপনাকে ইমুজি সিলেক্ট করতে বলবে যেটা আপনার স্টিকার এর লিংক করবে যদি কেউ ওই ইমুজি পাঠাতে চায়।
তো আমি নিচে ❤ লাভ ইমুজি দিয়ে দিলাম।মেক্সিমাম দুইটা ইমুজি দিতে পারবেন।

তারপর আপনাকে সাধুবাদ জানাবে এবং /publish সিলেক্ট করে আপনার স্টিকারটি পাবলিশ করতে বলবে পাবলিশ করে দিন।
পাবলিশ এ ক্লিক করার পর আপনার স্টিকার প্যাক এর আইকন পিক আপলোড দিতে বলবে 100× 100 সাইজের।আমি স্কিপ করলাম।

তারপর আপনার স্টিকার প্যাক এর ইউজারনেম লাগবে।
যেকোন নেম দিয়ে দিন প্যাক এর সাথে সাদৃশ্য রেখে।

ব্যাস হয়ে গেলো আপনার স্টিকার প্যাক কম্পলিট।
আপনার স্টিকার এর লিংক এ ক্লিক করে স্টিকার প্যাকটি অ্যাড করে নিন।

তারপর যেকোন গ্রুপে / চ্যাটে আপনার বানানো স্টিকার ব্যবহার করুন।

একটা প্যাকে ৪-৫ টা স্টিকার আপলোড করার জন্য ওই বোট এ গিয়ে /addsticker লিখুন তারপর স্টিকার প্যাক এর নাম সিলেক্ট করে উপরের দেখানো নিয়ম ফলোও করুন ধন্যবাদ।
JPG পিক কে PNG করতে নিচের লিংক এ ক্লিক করে অ্যাপ টি সিলেক্ট করে নিন।


PNG converter

আশা করি পোস্ট টি সকলের ভাল লেগেছে।ভাল লেগে থাকলে কমেন্ট বক্সে নিচের মন্তব্য প্রকাশ করুন।কোন ভুল করে থাকলে রিপোর্ট মারার আগে ভুল গুলা ধরিয়ে দেয়ার জন্য রিকুয়েস্ট করবো।
কেউ কিছু না বুঝে থাকলে কমেন্ট করুন সবাইকে সাহায্য করার চেষ্টা করবো।
সবাই ভাল থাকুন আল্লাহ হাফেজ।

7 thoughts on "আসুন টেলিগ্রামে স্টিকার প্যাক বানানো শিখি।নিজের বানানো স্টিকার দেখিয়ে বন্ধুদের চমকিয়ে দিন।[hot]"

  1. Avatar photo AmritoBasak Contributor says:
    nice post. share korar jonno thanks
    1. Avatar photo sa millad Author Post Creator says:
      thanks for positive feedback
  2. Avatar photo Tubelight Contributor says:
    nice post bro… Carry on
    1. Avatar photo sa millad Author Post Creator says:
      thanks for positive feedback
  3. Avatar photo PKRockzzz Contributor says:
    Valo Post….Carry On
    1. Avatar photo sa millad Author Post Creator says:
      thanks for positive feedback

Leave a Reply