আ
সসালামু আলাইকুমআশা করি সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । সময়ের কারণে তেমন পোস্ট করা হয়না । তাই আজ দীর্ঘদিন পর কিছু লিখতে বসা ☺
আজকের পোস্টে এমন কিছু থাকছে যা আপনার জ্ঞানের পরিধি কিছুটা হলেও বাড়াতে পারবে এবং আপনি নিজেই নিজের দক্ষতা, মেধা যাচাই করতে পারবেন । আর এই ফিচারসটি রয়েছে আপনার মেসেঞ্জারেই
এটি বাংদেশিদের তৈরি একটি মেসেঞ্জার বট । যার সাথে আপনি আপনার MCQ প্রাকটিস করতে পারবেন । আপনি যেকোন বিষয় সম্পর্কেই এখানে MCQ প্রাকটিস করতে পারবেন
যেমন ? বিজ্ঞান, মানবিক ও ব্যাবসা শাখার বিষয়সমূহ ( এস.এস.সি এবং এইচ.এস.সি)
তাছাড়া যেসব ভাইয়েরা চান বিসিএস এর পরীক্ষা প্রস্তুতি নিবেন তারা ও এই বট থেকে অনেক সহায়তা পাবেন
বট টির কাজ হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট এর উপর একের পর এক MCQ প্রশ্ন করবে । সেখানে অপশন দেয়া থাকবে । আপনি সঠিক উত্তর টি বেছে নিবেন A /B/C/D দিয়ে । এইভাবে আপনি নতুন জিনিসগুলো শিখতে পারবেন এবং নিজেকে যাচাই ও করতে পারবেন ?
তো চলুন পরিচিত হই এই অসাধারণ মেসেঞ্জার বট এর সাথে
মেসেঞ্জার বট
? ক্লিক করুনলিংকে যাওয়ার পরেই বট টি চালু হয়ে যাবে । এখন আপনি আপনার পছন্দের সাবজেক্ট এর নাম লিখুন যার উপর আপনি প্রেকটিস করতে চান । যেমন আমি BIOLOGY দিলাম
সাবজেক্ট এর নাম দেয়ার পরেই প্রথমে আপনার কাছে কিছু লিংক দেয়া হবে । অর্থাৎ আপনি যদি BCS / MBBS /HSC এর আলাদা ভাবে প্রেকটিস করতে চান তাহলে সে অনুযায়ী লিংকে চলে যান
আর যদি সাধারণ ভাবে যেকোন লেভেলের MCQ প্রেকটিস করতে চান তবে টপিক সিলেক্ট করুন । স্ক্রিনশটে দেখিতে পাচ্ছেন অনেক টপিক দেয়া আছে । আপনি যে টপিকে করতে চান সেই টপিকের নাম্বারটি লিখুন এবং সেন্ড করুন
টপিক অনুযায়ী আপনার কাছে MCQ চলে আসবে । সঠিক উত্তর দিতে A অথবা B অথবা C অথবা D লিখে পাঠিয়ে দিন
আপনার উত্তর ভূল হলে তারা বলে দিবে আবার চেষ্টা করতে । আর সঠিক উত্তর হলে নতুন প্রশ্ন চলে আসবে
তো ভার্চুয়ালের সময়গুলোকে সবকিছুর পাশাপাশি কিছুটা কিছু লাগিয়ে নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তুলুন
আজ এই পর্যন্তই । ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন
আল্লাহ হাফেজ
ফেসবুকে বন্ধু হউন ? Mahedi Hasan
ইউটিউবে সাবস্ক্রাইব করুন ? সাবস্ক্রাইব TechSchool
যাইহোক মতামত জানানোর জন্য ধন্যবাদ