সসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । সময়ের কারণে তেমন পোস্ট করা হয়না । তাই আজ দীর্ঘদিন পর কিছু লিখতে বসা ☺

আজকের পোস্টে এমন কিছু থাকছে যা আপনার জ্ঞানের পরিধি কিছুটা হলেও বাড়াতে পারবে এবং আপনি নিজেই নিজের দক্ষতা, মেধা যাচাই করতে পারবেন । আর এই ফিচারসটি রয়েছে আপনার মেসেঞ্জারেই

এটি বাংদেশিদের তৈরি একটি মেসেঞ্জার বট । যার সাথে আপনি আপনার MCQ প্রাকটিস করতে পারবেন । আপনি যেকোন বিষয় সম্পর্কেই এখানে MCQ প্রাকটিস করতে পারবেন

যেমন ? বিজ্ঞান, মানবিক ও ব্যাবসা শাখার বিষয়সমূহ ( এস.এস.সি এবং এইচ.এস.সি)

তাছাড়া যেসব ভাইয়েরা চান বিসিএস এর পরীক্ষা প্রস্তুতি নিবেন তারা ও এই বট থেকে অনেক সহায়তা পাবেন

বট টির কাজ হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট এর উপর একের পর এক MCQ প্রশ্ন করবে । সেখানে অপশন দেয়া থাকবে । আপনি সঠিক উত্তর টি বেছে নিবেন A /B/C/D দিয়ে । এইভাবে আপনি নতুন জিনিসগুলো শিখতে পারবেন এবং নিজেকে যাচাই ও করতে পারবেন ?

তো চলুন পরিচিত হই এই অসাধারণ মেসেঞ্জার বট এর সাথে

মেসেঞ্জার বট

? ক্লিক করুন

লিংকে যাওয়ার পরেই বট টি চালু হয়ে যাবে । এখন আপনি আপনার পছন্দের সাবজেক্ট এর নাম লিখুন যার উপর আপনি প্রেকটিস করতে চান । যেমন আমি BIOLOGY দিলাম

সাবজেক্ট এর নাম দেয়ার পরেই প্রথমে আপনার কাছে কিছু লিংক দেয়া হবে । অর্থাৎ আপনি যদি BCS / MBBS /HSC এর আলাদা ভাবে প্রেকটিস করতে চান তাহলে সে অনুযায়ী লিংকে চলে যান

আর যদি সাধারণ ভাবে যেকোন লেভেলের MCQ প্রেকটিস করতে চান তবে টপিক সিলেক্ট করুন । স্ক্রিনশটে দেখিতে পাচ্ছেন অনেক টপিক দেয়া আছে । আপনি যে টপিকে করতে চান সেই টপিকের নাম্বারটি লিখুন এবং সেন্ড করুন

টপিক অনুযায়ী আপনার কাছে MCQ চলে আসবে । সঠিক উত্তর দিতে A অথবা B অথবা C অথবা D লিখে পাঠিয়ে দিন

আপনার উত্তর ভূল হলে তারা বলে দিবে আবার চেষ্টা করতে । আর সঠিক উত্তর হলে নতুন প্রশ্ন চলে আসবে

তো ভার্চুয়ালের সময়গুলোকে সবকিছুর পাশাপাশি কিছুটা কিছু লাগিয়ে নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তুলুন

আজ এই পর্যন্তই । ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন

আল্লাহ হাফেজ

ফেসবুকে বন্ধু হউন ? Mahedi Hasan

ইউটিউবে সাবস্ক্রাইব করুন ? সাবস্ক্রাইব TechSchool

8 thoughts on "নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে যেকোন বিষয়ে MCQ দক্ষতা বাড়ান ঘরে বসেই [মেসেঞ্জার রোবট]"

    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      ধন্যবাদ
  1. Avatar photo Tufayel Contributor says:
    ২ সপ্তাহ আগেই করে রেখেছি, তবে এডমিন রিভিউ করছে না।?
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      ??
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      ধন্যবাদ
  2. Avatar photo Md Al-Amin Contributor says:
    বটে সমস্যা আছে, ১) একি প্রশ্ন আবার রিপিট করে, ২) উত্তর সঠিক দিলেও বলে ভুল উত্তর আর ভুল উত্তর সঠিক বলে রিপ্লে করে, ৩) মাঝে মাঝে হ্যাং হয়ে থাকে রিপ্লে আসতে চায়না, ৪) মাঝে মাঝে উত্তর দেওয়ার আগেই অটো রিপলে আসে “Not correct! ২ বার ই সুযোগ। ? ? ?”। এত এত সমস্যা নিয়ে এসব বট ইউজ করে ভুলটাই শিখবে।
    1. Avatar photo Mahedi Hasan Contributor Post Creator says:
      আমার তো এমন সমস্যা হয়নি, বুঝলাম না

      যাইহোক মতামত জানানোর জন্য ধন্যবাদ

Leave a Reply