আসসালামু ওয়ালাইকুম…


আশাকরি সবাই ভালো আছেন। আজ থেকে মোবাইলে আপনি নিজেই লিখতে পারবেন যেকোনো পরীক্ষার প্রশ্ন।
ট্রিকবিডিতে আমার মনে হয় বেশির ভাগই স্টুডেন্ট। আর কম বেশি আমরা সবাই কলেজে কিংবা ভার্সিটিতে পড়ি।
কেউ কেউ পড়া লেখার পাশাপাশি টিউশনি করে থাকি। আর মাঝে মাঝেই স্টুডেন্ট দের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা নিয়েই থাকি।
এখানেই শুরু হয় মূল ভোগান্তি।প্রশ্ন হাতে লিখে কম্পিউটারের দোকানে যাওয়া ,বসে থাকা ,ভুল হলে সংশোধন করে নেওয়া ইত্যাদি ইত্যাদি।
মূলত এই ভোগান্তি থেকে মুক্তির জন্যেই আমার আজকের পোস্টটি লিখা। কথা না
বাড়িয়ে মূল পোস্ট শুরু করা যাক……

প্রথমে আপনার ফোনে একটি এপপ্স ইনস্টল করতে হবে। এর জন্য প্লে স্টোর গিয়ে “WPS Office” লিখে সার্চ করলে যে এপপ্সটি পাবেন তা ইনস্টল করে নিন।

এবার নিচের লিংক থেকে ডেমো Docx ফাইলটি ডাউনলোড করে নিন।

Demo Question

এবারে docx ফাইলটি WPS Office আপ্পসটি দিয়ে ওপেন করলে নিচের স্ক্রিন শট এর মত ইন্টারফেস দেখতে পাবেন।

এখন এখানে আপনার কলেজ বা স্কুলের নামসহ যা যা পরিবর্তন করা লাগবে আপনি তা পরিবর্তন করে নিন।
প্রশ্ন লিখার জায়গা থেকে আপনার প্রশ্ন নিখা শুরু করেন। এরপর save as ক্লিক করলে ফাইলটি docx হিসেবে সেইভ হবে ।
আর আপনি যদি pdf হিসাবে সেইভ করে চান সেক্ষেত্রে export pdf লেখার উপর ক্লিক করলে হয়ে যাবে।


এখন আপনি আপনার আশেপাশের যেকোনো প্রিন্ট দোকান থেকে আপনার প্রশ্ন পত্র টি
প্রিন্ট করে নিতে পারেন । এক্ষেত্রে আপনাকে কিছু টাকা ব্যয় করতে হবে।

পরবর্তী পোস্ট কিভাবে বহুনির্বচনী করতে হয় তা জানাব “ইনশাআল্লাহ”

পোষ্টটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ।
আজ এপযর্ন্তই ,সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।
“আল্লাহ হাফেজ”

12 thoughts on "মোবাইল দিয়ে যেকোন পরিক্ষার প্রশ্ন তৈরি করুন একদম সহজে"

    1. Hayatulla Kha Author Post Creator says:
      ধন্যবাদ,,,, সুন্দর মন্তব্য এর জন্য
  1. Hridoyraj Contributor says:
    unicode এ হবে?
    1. Hayatulla Kha Author Post Creator says:
      na….
  2. Hridoyraj Contributor says:
    ভাই,
    unicode font এ হবে?
    1. Hayatulla Kha Author Post Creator says:
      na….general font used korte parben
  3. Hridoyraj Contributor says:
    ভাই,
    fb link দেন
    কথা আছে
    1. Hayatulla Kha Author Post Creator says:
      facebook.com/hayatulla.kha
    1. Hayatulla Kha Author Post Creator says:
      নেক্সট পোস্টে দিব
      …. “ইনশাল্লাহ”…
  4. Jahangirbd Contributor says:
    ভগ্নাংশ কিভাবে লিখব?
    1. Hayatulla Kha Author Post Creator says:
      স্লাস দিয়ে লিখতে পারেন,,,,,,,সিম্পিলি প্রশ্ন লিখতে পারবেন জটিল কোন ইকুয়েশন ভাল করে লিখতে পারবেন না,,,,বুঝতে হবে এটা ফোন ফোন এ এতো কিছু ফিচার পাওয়ার সম্ভব না…..
      ,,,,,,,,,, ধন্যবাদ

Leave a Reply