আসসালামু আলাইকুম
আজকে আমরা শিখব ক্যালকুলেটর এর সাহায্যে আইসিটি এর অংক করার টেকনিক
বেশি কথা না বলে সরাসরি পোস্ট এ চলে যাচ্ছি
দশমিক থেকে বাইনারি
১.প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২.এইবার 3 এ চাপ দিন।
??মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা দশমিক থেকে বাইনারি করবো তার জন্য আপনি,
১. dec তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার bin এ চাপ দিন দেখুন ৫০ এর বাইনারি মান বের হয়েছে।
অক্টাল থেকে বাইনারি
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এইবার 3 এ চাপ দিন।
??মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি করবো তার জন্য আপনি,
১. oct তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার bin এ চাপ দিন দেখুন ৫০ এর বাইনারি মান বের হয়েছে।
হেক্সাডেসিমেল থেকে বাইনারি
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এইবার 3 এ চাপ দিন।
??মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করবো তার জন্য আপনি,
১. hex তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার bin এ চাপ দিন দেখুন ৫০ এর বাইনারি মান বের হয়েছে।
বাইনারি থেকে দশমিক
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এইবার 3 এ চাপ দিন।
??মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা বাইনারি থেকে দশমিক করবো তার জন্য আপনি,
১. bin তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার dec এ চাপ দিন দেখুন ৫০ এর দশমিক মান বের হয়েছে।
বাইনারি থেকে অক্টাল
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এইবার 3 এ চাপ দিন।
?? মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা বাইনারি থেকে অক্টাল করবো তার জন্য আপনি,
১. bin তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার oct এ চাপ দিন দেখুন ৫০ এর অক্টাল মান বের হয়েছে।
বাইনারি থেকে হেক্সাডেসিমেল
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এইবার 3 এ চাপ দিন।
??মনে করি আপনি ৫০ এর বাইনারি বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি করবো তার জন্য আপনি,
১. bin তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার hex এ চাপ দিন দেখুন ৫০ এর হেক্সাডেসিমেল মান বের হয়েছে।
অক্টাল থেকে হেক্সাডেসিমেল
১. প্রথমে ২ বার mode এ চাপ দিন।
২. এইবার 3 এ চাপ দিন।
?? মনে করি আপনি ৫০ এর হেক্সাডেসিমেল বের করবেন তাহলে;
প্রথমে দেখুন ক্যালকুলেটর এর উপর দিকে dec,bin,oct,hex নামে চারটি বাটন আছে।
.
যেহেতু আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল করবো তার জন্য আপনি,
১. oct তে চাপ দিন
২. ৫০ লেখুন
৩. = এ চাপ দিন
৪. এইবার hex এ চাপ দিন দেখুন ৫০ এর হেক্সাডেসিমেল মান বের হয়েছে।
বাকি গুলো একই নিয়মে বের করবেন।
সবার জন্য রইল অনেক অনেক শুভ কামনা ।
Collected from fb group
সবাইকে আমাদের ফেসবুক গ্রুপ এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।
আমাদের গ্রুপের নাম Students Family
Link =click here for join students family group
সৌজন্যে
Myproshno
Thanks
4 thoughts on "ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটরের সাহায্যে আইসিটি এর অংক করার টেকনিক শিখে নিন"