আসসালামু আলাইকুম
সবাইকে ট্রিকবিডিতে স্বাগতম ।

সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন ও উত্তর দিয়ে নিজের জ্ঞান বাড়িয়ে নিন এবং সাথে থাকছে অল্প পুরস্কার ।

My Proshno কর্তিক আয়োজিত অনলাইন প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবচেয়ে বেশি প্রশ্ন ও উত্তর দিয়ে আপনি হয়ে যেতে পারেন এ মাসের সেরা এক্সপার্ট সাথে অল্প পরিমাণ পুরস্কার তো আপনার জন্য থাকছেই । তো চলুন দেখে নিই প্রতিযোগিতার নিয়মাবলী

কুইজ এ কিভাবে অংশগ্রহণ করব ?
কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই My Proshno ওয়েবসাইটে একটি একাউন্ট থাকতে হবে । যাদের অ্যাকাউন্ট নেই তারা ওয়েবসাইটে ঢুকে প্রথমে একটি একাউন্ট করে নিন অথবা একাউন্ট করার জন্য নিচের লিংকে ক্লিক করুন Myproshno

বিজয়ী নির্বাচন করা হবে কিভাবে ?
বিজয়ী নির্বাচন করা হবে পয়েন্টের উপর ।

পয়েন্ট কিভাবে অর্জন করব?
পয়েন্ট অর্জন করার জন্য আপনাকে প্রশ্ন ও উত্তর দিতে হবে , যে যত বেশি প্রশ্ন ও উত্তর দিবে সে তত বেশি পয়েন্ট অর্জন করতে পারবে ।

প্রশ্ন ও উত্তর কিভাবে দিব ?
প্রশ্ন উত্তর দেওয়ার জন্য প্রথমে ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে লগইন করে আপনি ইচ্ছামত প্রশ্ন ও উত্তর দিতে পারবেন ।

প্রশ্ন-উত্তর ছাড়া অন্য কোনভাবে কি পয়েন্ট অর্জন করা সম্ভব ?
হ্যাঁ , সম্ভব ।আপনি রেফার করে পয়েন্ট অর্জন করতে পারবেন ।

রেফার কিভাবে করব ?
রেফার করার জন্য আপনাকে আপনার একাউন্টে লগইন করে আপনার প্রোফাইল এ যাবেন । সেখানে referrals এ ক্লিক করে আপনার রেফার লিংক সংগ্রহ করে আর বন্ধুদের মাঝে শেয়ার করে রেফার করতে পারবেন ।

,যদি পয়েন্ট সমান হয় তাহলে কিভাবে বিজয়ী নির্বাচন করা হবে ?
যদি পয়েন্ট সমান হয় তাহলে যে এ পোস্টটি শেয়ার করবে এবং কমেন্টে ফ্রেন্ডদের ম্যানশন করবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে ।

প্রতিযোগিতার সময়সীমা প্রতিযোগিতা শুরু হবে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে এবং চলবে সে মাসের 15 তারিখ পর্যন্ত বিজয়ী ঘোষনা করা হবে 20 তারিখ । তবে আপনি আজও রেজিস্ট্রেশন করতে পারেন এবং রেফার করতে পারেন।

পুরস্কারসমূহ

বিজয়ী হবে সর্বমোট 3 জন ।

প্রথম পুরস্কার : ১৫০ টাকা
দ্বিতীয় পুরস্কার : ১০০ টাকা
তৃতীয় পুরস্কার : ৫০ টাকা

যেকোনো প্রয়োজনে আমাদের পেইজে যোগাযোগ করতে পারেনঃ
পেইজ : Myproshno
পেইজের মেসেঞ্জার : massager link

3 thoughts on "অনলাইন প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা ( প্রশ্ন-উত্তর করে নিজের জ্ঞান বাড়িয়ে নিন এবং পুরষ্কার জিতুন)"

    1. The Ordinary One Author Post Creator says:
      Hm
  1. hacker Contributor says:
    Good Post

Leave a Reply