আসসালামু আলাইকুম………..
সবাই কেমন আছেন, আসাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিবাবে  আপনি নিজেই Folder Hidden সফটওয়্যার বানান মাত্র ২ মিনিটে। তো চলুন শুরু করি:-

বিসমিল্লাহির রহমানির রহিম

তো প্রথমে  এখানে ক্লিক করুন  একটি কোড পেয়ে যাবেন।  কোডটি কপি করুন।

এবার আপনার পিসি থেকে একটি নতুন টেক্সট ফাইল Create করুন। তারপর কপিকৃত কোডটি টেক্সট ফাইলের মধ্যে পেস্ট করে Save as Select করুন(Ctr+Shift+s)। ফাইলটিকে সেভ করার জন্য কম্পিউটার আপনাকে একটি pop-up ফাইল দেখাবে, সেখানে দেখুন নিচের দিকে সেভ এস টাইপ নামে একটি অপসন আছে। সেখান থেকে All Fills সিলেক্ট করে এবার ফাইলটিকে .bat ফরমেট এ Save করুন।

ব্যাস হয়ে গেল আপনার সফটওয়্যার।

কিবাবে Folder Hide করবেন ?

যে ফোল্ডারটি Hide করতে চান সেই ফোল্ডারের পূর্বের ফোল্ডার এ এই ফাইলটি রাখুন। তারপর ফাইলটি ডাবল-ক্লিক করে ওপেন করুন।

3

নিচের user এবং password দিয়ে Enter Press করুন।

Usename: trickbd

Password: trickbd1234

এখন আপনি Locker নামে নতুন ফোল্ডার দেখতে পাবেন। Locker ফোল্ডার এ আপনি যা Hide করতে চান তা রাখুন। আমি আমার কিছু ছবি hide করতে চাই তাই এগুলা রাখলাম।

? এর পর আবার ফাইলটি ডাবল-ক্লিক করে ওপেন করুন| পুনরায় username এবং password দিয়ে লগইন করুন, লগইন তত্ব সঠিক থাকলে টেক্সট গুলা সবুজ হয়ে যাবে তখন এন্টার চাপুন এবং y choose করে এন্টার চাপুন |

দেখুন ফোল্ডারটি Hide হয়ে গেছে|

কিভাবে UnHide করবেন?

ফাইল টি আবার ওপেন করে লগইন করুন। লগইন করার পর আপনাকে আবার পাসওয়ার্ড দিতে বলবে। এটি কিন্তু আগের পাসওয়ার্ড নয়। এখন নিচের পাসওয়ার্ডটি দিয়ে এন্টার চাপুন। দেখবেন ফোল্ডারটি unlock হয়ে গেছে।

Password: trickbdtfa

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।

ফেইসবুক এ আমি: Azizur Rahaman

SPECIAL CONTENT:

তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আর নিঃসন্দেহে তা বড়ই কঠিন- বিনীতদের জন্যে ছাড়া । ( সুরাহ বাকারাহ ২: ৪৫)

5 thoughts on "আপনি নিজেই Folder Hidden সফটওয়্যার বানান মাত্র ২ মিনিটে [It’s ARA]"

  1. Md Azizur Rahaman Contributor Post Creator says:
    ধন্যবাদ
  2. mustasiralsani6 Contributor says:
    pc nai.phn dea bananor tips dan
    1. Md Azizur Rahaman Contributor Post Creator says:
      অপেক্ষা করুন। ইন্সা আল্লাহ মোবাইল Apps বানানুর টিউটুরিয়াল দিবো
    2. mustasiralsani6 Contributor says:
      @Md Azizur Rahaman ok vai..opakkhai roilam.
  3. Malaylayek1 Contributor says:
    ফোন দিয়ে ফোল্ডার হাইড করার সহজ উপায় কোন App ছাড়াই ?????

    ১:- যে ফোল্ডার হাইড করবেন সেটা Rename করে নামের আগে একটা DOT ( . ) বসিয়ে Save করুন।

    যেমন – ফোল্ডারের নাম Photos হলে Rename করুন . Photos নামে।

    ব্যাস আপনার ফোল্ডার হাইড হয়ে যাবে।

    আনহাইড করার জন্য –

    ১:- ফোনের File Manager এর Settings এ যান।
    ২:- একটা Option থাকবে Hide or Show System Files ওটা Show করে দিলেই Folder আনহাইড হয়ে যাবে।

    File আনহাইড করার জন্য একই নিয়ম প্রযোজ্য।

Leave a Reply