আসসালামুয়ালাইকুম।
সবাই কেমন আছেন..?
আশা করি সবাই ভালো আছেন।
আসলে কেউ ভালো না থাকলে TrickBD ভিজিট করে না।
তাই আপনাকে TrickBD আসার জন্য ধন্যবাদ।
নতুন কিছু জানতে TrickBD এর সাথে থাকুন।


অনেকেই হয়তো টাইটেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে পোস্ট করছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জাভা এবং এন্ড্রয়েড দিয়ে অনলাইনে ইংরেজী গ্রামার পড়বেন?

কিছু কথা



আমরা Author রা সর্বদায় চেষ্টা করি আপনাদের জন্যা ভালো একটা পোষ্ট করার । যার মাধ্যমে আপনি কিছু
শিখতে পারবেন জানতে পারবেন আর জানাতে
পারবেন ।তাই কখনোই Author দের পোষ্টে বাজে কমেন্ট করবেন না ।যদি পারেন তাহলে একটা ভালো কমেন্ট করে যাবেন।


তো চলুন শুরু করা যাক

Site link

online english grammer
অনেকে জানে না যে, কিভাবে এবং কোন ওয়েবসাইটে ইংরেজী গ্রামার নিয়ে বিস্তারিত বলা আছে? হ্যা অবশ্যই আছে। যার মাধ্যমে আপনি অনলাইনে গ্রামার পড়তে পারবেন। শুধু যে, গ্রামার পড়া যাবে তা নয় আপনি এই ওয়েব সাইটের মাধ্যমে ইংলিশ ট্রান্সলেট (অনুবাদ) করতে পারবেন। ধরেন বড় একটা প্যারাগ্রাফ লিখে সেখানে সার্চ করলেন সেই বড় প্যারাগ্রাফ টারই অনবাদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটা ইংরেজী বাক্য লিখে সার্চ করবেন সেটারও অনুবাদ পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি ইংরেজী গ্রামারের এন্ড্রয়েড অ্যাপ পাবেন। এখন বলতে পারেন যে ইংরেজি গ্রামারের তো অনেক অ্যাপ প্লে স্টোরে পাওয়া যায় তো এই অ্যাপ দিয়ে আবার কি হবে? অবশ্যই ওখানখার অ্যাপগুলো আপনার কাজে লাগবে কারণ ওখানে সব বিস্তারিত দেওয়া আছে। আর হ্যা আমার একটা জরুরি কথা হচ্ছে যে আপনারা এখন অনেকেই বলতে পারেন যে আমরা অনলাইনে কেনো ইংরেজী গ্রামার পড়বো? আসলে মোবাইলে এখানে যেকোনো বই পড়ার উদ্দেশ্য হলো আমরা প্রাইভেট অথবা স্কুলে যে পড়াটা পড়েছি সেটা থ্রলি করে পড়ার জন্যই এই কৌশলটি অবলম্বন করি অথবা যেই সময়টা আমরা time pus করি সে সময়ে এই পদ্ধতি টা অবলম্বন করলে কেমন হয়? হ্যা অবশ্যই ভালো হয় কারণ time pus করার পাশাপাশি এটা করলে ভালো হয়। আর হ্যা পড়ালেখায় উন্নতি করতে গেলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। আর মনে করবেন না যে এটাই আপনার গ্রামার পড়ার সঠিক নিয়ম

তো কিছু ss দেখে নেওয়া যাক



















ধন্যবাদ



ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নিবেন। আর নিয়মিত নতুন ট্রিক পেতে TrickBD ভিজিট করুন।
আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।

সৌজন্যে: Rhd04.wapkiz.com
Follow Me On Facebook

2 thoughts on "অনলাইনে সঠিক নিয়মে ইংরেজী গ্রামার পড়ুন। (Java+Android)"

  1. sharif Author says:
    nice post,,,but site ta anek agei jani,,,
    jananor jono tnx bro..
    1. Muhammad Rahad✅ Author Post Creator says:
      Thanks Bro,

Leave a Reply