আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করছি আল্লাহর রহমতে আপনার সুস্থ্য আছেন।  বরাবরের মত আবারোও আপনাদের জন্য সুন্দর একটি টপিক হাজির হলাম।

বেশ কিছু দিন আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়েছে। পোষ্টটি আরো আগে করা উচিত ছিল যাই হক যারা এখনো ভর্তি হননি তারা খুব সহজে নিজেরাই আবেদন করতে পারবেন। তো আর বেশি কথা নয় চলুন কাজ শুরু করা যায়।

প্রথমে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভতির মূল ওয়েব সাইজে যাবেন। নিচে সরাসরি লিং দেওয়া হলো কিছু ঝামেলা এড়ানোর কারণে।

CU Login

Login করার পর নিচে দেওয়া স্ক্রিনশটির মত একটি পেইজ দেখতে পাবেন এবং যথারীতি Register বাটনটিতে প্রেস করে পরের পেইজে যাবেন।

নিচের এই পেইজে আপনি আপনার এইচএসসি ও এসএসসির যে সব তথ্য চায় সেগুলো দিয়ে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন এবং আপনার ফোন নম্বর চাইবে সেখানে ফোন নম্বর দিয়ে আপনার ফোনে একটি কোড সেন্ড করুন।

নিচে দেখানো নিয়মে কোডটি দিয়ে দিবেন এবং Verify Code বাটনটিতে ক্লিক করবেন।

কোডটি দেওয়ার পর পরের পেইজে যাবেন এবং আপনার ফোনে একটি User ID or Password যাবে সেটা নিচে দেখানো পদ্ধতিতে দিয়ে দিবেন।

এখন পূণরায় লগইন করার পর আপনার ছবি দিতে হবে। ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে 300×300 pix। ছবি দেওয়ার পর Question Language, Quota & Exam center Choice দিয়ে Save Profile দিবেন।

এখন কোন ইউনিটে  আবেদন করবেন সেটা সিলেক্ট করুন এবং Apply Unit এ ক্লিক করুন।

Apply Unit এ ক্লিক করার পর নিচে Bill Number দেখাবে সেই বিল নম্বর দিয়ে বিকাশ অথবা রকেটে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্টের সিসটেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেওয়া আছে। টাকা পেমেন্ট করা হয়ে গেলে Click here to reload this page এ ক্লিক করুন।

Click here to reload this page এ ক্লিক করলে ডান সাইটে পেমেন্ট স্লিপ পাবেন চাইলে সেটা ডাউনলোড করে রাখতে পারেন।

আশা রাখি কষ্টের কথা ভেবে লাইক করতে ভুলবেন না। লেখার মাঝে ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।

 

Join Our Telegram for Any Questions

One thought on "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভাবে প্রাথমিক ভর্তির আবেদন করবেন।"

  1. Shepon Akhand Contributor says:
    Chartroom University তেও প্রাথমিক আবেদন করতে হয়?

Leave a Reply